‘জংলি’ সিনেমার নতুন লুকের পর এবার মুক্তি পেলো সিনেমাটির প্রথম গান ‘জনম জনম’। রোমান্টিক ঘরানার এ গানে ঢালিউড অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে জুটি গড়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।

বুধবার  টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পায় গানটি। গানের দৃশ্যে  সিয়াম-দিঘির অসাধারণ রসায়ন এরইমধ্যে মন জয় করতে শুরু করেছে ভক্তদের।

এই গানের মাধ্যমে  নায়ক সিয়াম আহমেদকে অনেক অনেকদিন পর সেই চকলেট হিরো হিসেবে পাওয়া গেল। পাশাপাশি সিয়াম-দীঘির ক্যামিস্ট্রি দারুণ ছিল।  ভার্সিটিপড়ুয়া লুকে দুজনকে বেশ ভালো মানিয়েছে বলেও মন্তব্য সিনে বোদ্ধাদের। 
 
‘জনম জনম’ গানের কথা ও সুর করেছেন অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা প্রিন্স মাহমুদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান ও আতিয়া আনিসা।

এ গানের মাধ্যমে প্রথমবার সিনেমায় প্লেব্যাক করেন তাহসান ও আতিয়া। গানের সংগীতায়োজনে ছিলেন শিল্পী ও সংগীতায়োজক ইমরান মাহমুদুল।
 
জানা যায়, ‘জনম জনম’ গান ছাড়া এ সিনেমায় আরও তিনটি গানের সুর ও সংগীত আয়োজনের দায়িত্ব পালন করবেন প্রিন্স মাহমুদ।  ‘জংলি’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। এ সিনেমায় অভিনেতা একাধিক লুকে দর্শকদের সামনে হাজির হবেন।

সিনেমাটির নির্মাণশৈলীর দায়িত্বে রয়েছেন নির্মাতা এম রাহিম।  আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে পেৃক্ষাগৃহে। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স য় ম আহম দ

এছাড়াও পড়ুন:

এবার রণবীরকে কটাক্ষ করলেন এ আর রাহমান

মুখচোরা স্বভাবের মানুষ এ আর রাহমান। বিতর্কিত বিষয় নিয়ে সচরাচর মন্তব্য করেন না অস্কারজয়ী এই সংগীত পরিচালক। তবে এবার এক মন্তব্য করে সবাইকে অবাক করে দিয়েছেন রাহমান। বিতর্কিত ইউটিউবার রণবীর এলাহাবাদিয়াকে পরোক্ষভাবে বিঁধেছেন রাহমান।

আরও পড়ুনআপত্তিকর মন্তব্য, ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না রণবীর১২ ফেব্রুয়ারি ২০২৫

গতকাল বুধবার ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত নতুন সিনেমা ছবি ‘ছাবা’র গানের অ্যালবাম প্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। লক্ষ্মণ উতেকর পরিচালিত এই ঐতিহাসিক ড্রামাধর্মী ছবির সংগীত পরিচালক হলেন এ আর রাহমান। ‘ছাবা’ছবির গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিকি কৌশল, রাশমিকা মান্দানা, পরিচালক লক্ষ্মণ উতেকর, প্রযোজক দীনেশ বিজন ও এ আর রাহমান।

এই অনুষ্ঠানে রাহমানকে ভিকি তিনটি ‘ইমোজি’ দিয়ে তাঁর সংগীতকে বর্ণনা করতে বলেন। তখন এই সংগীত পরিচালক তিনটি ‘ইমোজি’র মধ্য থেকে ‘মুখ বন্ধ’ রাখার ইমোজি বেছে নেন। তিনি আলতো হেসে মজার সুরে বলেন, ‘গত সপ্তাহে আমরা দেখেছি যে মুখ খুললে কী হয়।’

এ আর রাহমান

সম্পর্কিত নিবন্ধ