পাসপোর্টের জন্য যে পুলিশি যাচাই ব্যবস্থা রয়েছে, তা তুলে দেওয়া যায় কিনা তা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া বাংলাদেশে আসার ১০ মিনিটেই বিদেশিরা অন অ্যারাইভাল ভিসা পাবেন বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত অ্যাপ উদ্বোধন করে এ নিয়ে কথা বলেন তিনি। 

বিদেশি নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সেবা সহজ করতে এ অ্যাপ উদ্বোধন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘অন অ্যারাইভাল ভিসা পেতে অনেক সময় লাগে; ৪৫ মিনিট-এক ঘণ্টা সময় লাগে। যে সিস্টেম (অ্যাপ) করা হচ্ছে, সেটা কার্যকরী হলে ৫-১০ মিনিটে উনি অন অ্যারাইভাল ভিসা পেয়ে যাবেন।’ এছাড়া পাসপোর্টের জন্য যে পুলিশি যাচাই ব্যবস্থা রয়েছে, তা তুলে দেওয়া যায় কিনা তা বিবেচনা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ অ্যাপ উদ্বোধন করে এ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অনলাইনে ইনফরমেশন দেওয়ার পরে আমাদের এখানে কাগজপত্র ঠিক থাকলে একটা কোড আবেদনকারী পাবেন। এরপর বাংলাদেশে আসার পরে কোড দেখানোর পর ডলারে পেমেন্ট করলে ভিসা পেয়ে যাবেন। এই প্রক্রিয়া সারতে ৫ থেকে ১০ মিনিট সময় লাগতে পারে। ব্যাংকিং চ্যানেলে যতটুকু সময় ততটুকুই। এই পেমেন্ট কার্ড ও ক্যাশে দুটোতেই দেওয়া যাবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যেসব দেশের সাথে চুক্তি আছে, অন অ্যারাইভেল ভিসা তাদের জন্যই। আর যেসব দেশের সাথে চুক্তি নাই, তাদের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে। অন অ্যারাইভাল ভিসার মেয়াদ ৩০ দিন থাকবে। 

তিনি বলেন, পাসপোর্ট যেন সহজ হয়, এজন্য পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়া যায় কি না বা থাকলেও কত সহজ করা যায়- এ ব্যাপারে আমাদের চিন্তাভাবনা আছে। আমরা চেষ্টা করব পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশনের যাতে দরকারই না হয়। 
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

দর্শনায় কেরু চত্বরে বোমাসদৃশ বস্তু, ছড়িয়ে পড়েছে আতঙ্ক

চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড চত্বরে বোমাসদৃশ বস্তু পড়ে আছে। স্থানীয় লোকজন বলছেন, কে বা কারা বুধবার দিবাগত রাত থেকে আজ বৃহস্পতিবার সকালের মধ্যে কেরুজ ক্লাব এলাকায় ঝোপের মধ্যে লাল টেপ মোড়ানো বোমাসদৃশ বস্তুটি (কৌটা) ফেলে রেখেছে। আজ সকালে বিষয়টি জানাজানি হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর চুয়াডাঙ্গা ক্যাম্পের এক কর্মকর্তা, পুলিশের দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিকেল সোয়া চারটার দিকে এই প্রতিবেদন লেখার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেরু চত্বর এলাকা ঘিরে রেখেছিলেন। চুয়াডাঙ্গা ও পাশের জেলায় কোনো বোমা নিষ্ক্রিয়কারী দল নেই। ফলে রাজশাহীর র‍্যাব-৫–এর বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর বলেন, বোমাসদৃশ বস্তুটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে রাজশাহীতে কর্মরত র‍্যাব-৫–এর বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

র‍্যাব-৫–এর বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটটি কখন দর্শনায় পৌঁছাতে পারে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, র‌্যাবের ওই ইউনিট পৌঁছানোর আগপর্যন্ত পুলিশ সতর্ক পাহারায় আছে।

সম্পর্কিত নিবন্ধ