সেল্টিকের মাঠে জিতে এগিয়ে গেল বায়ার্ন
Published: 13th, February 2025 GMT
উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্লে’অফের প্রথম লেগে বুধবার (১২ ফেব্রুয়ারি, ২০২৫) দিবাগত রাতে সেল্টিককে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। এই জয়ে শেষ ষোলোর যাওয়ার দৌড়ে এগিয়ে গেল তারা। ঘরের মাঠে ফিরতি লেগে কোনোরকমে হার এড়াতে পারলেই পরের রাউন্ডে চলে যায় বাভারিয়ানরা।
অবশ্য সেল্টিকের মাঠে গোলের দেখা পেতে বেশ সময় নেয় বায়ার্ন। ম্যাচের ৪৫ মিনিটে মাইকেল অলিসের গোলে লিড নেয় তারা। বিরতির পর ৪৯ মিনিটে হ্যারি কেনের গোলে ব্যবধান বাড়ে।
অবশ্য ৭৯ মিনিটে সেল্টিকের ডাইজেন মায়েদা গোল করে ব্যবধান কমান। ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। কিন্তু বাদবাকি সময় নিজেদের জাল অক্ষুন্ন রেখে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।
আরো পড়ুন:
চ্যাম্পিয়নস লিগে ১৮ ম্যাচের মহারণ, দলগুলোর শেষ সমীকরণ
চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতের ম্যাচের ফলাফল
জয় পেলেও খুশি নন হ্যারি কেন। তার মতে ম্যাচে এমন অনেক জায়গা ছিল যেখানে তারা আরও ভালো খেলতে পারতো, ‘‘অবশ্যই ম্যাচে এমন বেশ কিছু জায়গা ছিল যেখানে আমরা আরও ভালো পারফরম্যান্স করতে পারতাম। সেক্ষেত্রে আগামী সপ্তাহে আমাদেরকে উন্নতি করতে হবে। তবে সব মিলিয়ে সঠিক সময়ে আমরা গোল করতে পেরেছিলাম। যদিও তারা আমাদের বেশ চাপে রেখেছিল। বিশেষ করে শেষ মুহূর্তে আমাদেরকে অনেক সতর্ক হয়ে খেলতে হয়েছে। যেটা আমরা করতে পেরেছি। যখন আপনি এই ধরনের ম্যাচ জিতেন তখন সন্তুষ্ট থাকতে হয়। কারণ, এই ধরনের মাঠে অ্যাওয়ে ম্যাচ জেতা সহজ নয়।’’
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ইরান খুব বেশি দূরে নয়: জাতিসংঘ
পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ইরান খুব বেশি দূরে নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি। তেহরানে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার আগে এ মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে, পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টা করছে ইরান। যদিও তেহরান কখনোই তাদের অভিযোগ স্বীকার করেনি।
তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোটাই বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এ ছাড়া ইরান বিপজ্জনকভাবে পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।
গালফ টাইমসের খবরে বলা হয়, বুধবার ফরাসি পত্রিকা লে মন্ডেকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রোসি বলেন, এ বিষয়টি ধাঁধার মতো। তাদের কাছে খণ্ড খণ্ড (পারমাণবিক) শক্তি আছে, একদিন তারা এগুলো একত্রিত করতে পারবে। ইরানের ওই পর্যায়ে পৌঁছাতে এখনও বহু পথ বাকি থাকলেও সময়টা খুব বেশি দূরে নয়, যা আমাদের স্বীকার করতেই হবে।
ইরানের পারমাণবিক সক্ষমতার বিষয়টি যাচাই করার ওপর জোর দিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে শুধু এটা বললেই হবে না যে, আমাদের কাছে পারমাণবিক অস্ত্র নেই, যার ভিত্তিতে তারা আপনাকে বিশ্বাস করবে। এ ক্ষেত্রে বিষয়টি আমাদের যাচাই করতে দিতে হবে। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পরিকল্পনা আটকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিবর্তে তিনি একটি চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যক্রম সীমিত করার চেষ্টা করছেন। মার্কিন প্রশাসনসহ অন্যদের বরাত দিয়ে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
রয়টার্স জানায়, ইরানের তেল রপ্তানিকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে একটি চীনা ‘টিপট’ তেল পরিশোধনাগারও রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের ওপর চাপ বাড়াতে আবারও তার ‘সর্বোচ্চ চাপ’ নীতি চালু করেছে।