ঢাকার ধামরাইয়ে অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্যসহ আওয়ামী লীগ, যুবলীগ ও সেচ্ছাসেবকলীগের ৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম।

তিনি বলেন, ‘‘বিভিন্ন সময় দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে পাঁয়তারা করছিল তারা। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সাত দিনের রিমান্ড আবেদন করে তাদের আদালতে পাঠানো হবে।’’

আরো পড়ুন:

হবিগঞ্জে ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৮

গ্রেপ্তারকৃতরা হলেন- ধামরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.

আ. সবুর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রবিউল করীম, সুতিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারেক, বাইশাকান্দা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াসিম ইকবাল, সুয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মনির হোসেন ও আমতা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আ. রাজ্জাক।

ঢাকা/সাব্বির/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম

এছাড়াও পড়ুন:

অর্থ বুঝে নামাজ পড়ার ফজিলত

সুরা ফাতিহায় আমরা যখন বলি, ‘আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন (সকল প্রশংসা বিশ্বজগতের মালিক আল্লাহর জন্যই)।’ তখন আল্লাহ তাআলা বলেন, ‘হামিদা নি, আবদি (আমার বান্দা আমার প্রশংসা করল)।’ অতঃপর আমরা যখন বলি—‘আর রাহমানির রাহিম (তিনি পরম করুণাময় অতি দয়ালু)’ তখন আল্লাহ তাআলা বলেন, ‘আছনা আলাইয়া আবদি (আমার বান্দা আমার বিশেষ প্রশংসা করল)।’

এরপর যখন আমরা বলি, ‘মালিকি ইয়াওমিদ্দিন (তিনি বিচারদিনের মালিক)।’ তখন আল্লাহ তাআলা বলেন, ‘মাজ্জাদানি আবদি (আমার বান্দা আমাকে সম্মানিত করল)।’ এরপর আমরা যখন বলি, ‘ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তায়িন (শুধু আপনারই ইবাদত করি আর শুধু আপনার কাছেই সাহায্য চাই)।’ তখন আল্লাহ তাআলা বলেন, ‘হাজা বাইনি ওয়া বাইনা আবদি (এই ফয়সালাই হলো আমার ও আমার বান্দার মধ্যে—বান্দা আমার ইবাদত ও আনুগত্য করবে, আমি তাকে সাহায্য-সহযোগিতা করব)।’

আমরা যখন বলি, ‘ইহদিনাছ ছিরাতল মুস্তাকিম, ছিরাতল্লাজিনা আনআমতা আলাইহিম, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দল্লিন! (আমাদের সঠিক পথ দেখান, তাদের পথ যাদের আপনি নিয়ামত দিয়েছেন; তাদের পথ নয় যারা পথভ্রষ্ট; আর না যারা অভিশপ্ত)।’ তখন আল্লাহ তাআলা বলেন, ‘লিআবদি মা ছাআল (আমার বান্দা যা চায়, তার জন্য তা-ই)।’ (সহিহ মুসলিম, ৩৯৫)

সুরা ফাতিহা ছাড়া নামাজ হয় না সুবহানা রাব্বিয়াল আজিম অর্থ

এরপর আমরা অন্য একটি সুরা মেলাই। আমরা রুকুতে আল্লাহর প্রশংসা করি এবং ক্ষমা চাই। বলি: সুবহানা রাব্বিয়াল আজিম। অর্থ: ‘আমার মহান রবের পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি।’

সামি আল্লাহ হুলিমান হামিদা অর্থ

রুকু থেকে উঠে বলি, ‘সামি আল্লাহ হুলিমান হামিদা।’

অর্থ: আল্লাহ সেই ব্যক্তির কথা শোনেন, যে তঁার প্রশংসা করে।

আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ অর্থ

তারপরই আমরা আবার আল্লাহর প্রশংসা করে বলি, ‘আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ’,

অর্থ: হে আল্লাহ! যাবতীয় প্রশংসা কেবল তোমারই।

সুবহানা রাব্বিয়াল আলা অর্থ

তারপর আমরা সিজদায় গিয়ে বলি: সুবহানা রাব্বিয়াল আলা,

অর্থ: ‘আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি। এভাবে নামাজ শেষে, মধ্য (দুই রাকাত, চার রাকাত ভিত্তিতে) বৈঠক আর শেষ বৈঠকে তাশাহুদে, আল্লাহর প্রশংসা করি।’

পাঁচ ওয়াক্ত নামাজ যেভাবে এল তাশাহুদে যা পড়ি তার অর্থ

‘সকল তাজিম ও সম্মান আল্লাহর জন্য, সকল সালাত আল্লাহর জন্য এবং সকল ভালো কথা ও কর্মও আল্লাহর জন্য। হে নবী! আপনার প্রতি শান্তি, আল্লাহর রহমত ও তাঁর বরকত বর্ষিত হোক। আমাদের ওপরে এবং আল্লাহর নেক বান্দাদের ওপরে শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তাঁর রাসুল।’

দরুদে যা পড়ি তার অর্থ:

‘হে আল্লাহ! আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর বংশধরদের ওপর রহমত বর্ষণ করুন, যেরূপভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরদের ওপর রহমত বর্ষণ করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত সম্মানিত।’

দোয়া মাসুরায় যা পড়ি তার অর্থ

‘হে আল্লাহ! আমি আমার ওপর অত্যধিক জুলুম করেছি, গুনাহ করেছি এবং তুমি ব্যতীত পাপ ক্ষমা করার কেউ নেই। সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। আমার প্রতি রহম কর। নিশ্চয়ই তুমি ক্ষমাশীল দয়ালু।’

দুই কাঁধে সালাম দিয়ে আমরা নামাজ শেষ করি।

নামাজে আল্লাহর দিদার

সম্পর্কিত নিবন্ধ