আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে বলিউডের ছবি ‘ছাবা’। ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর নির্ভর করে বানানো ঐতিহাসিক চলচ্চিত্র  এটি। ভিকি কৌশল ও অক্ষয় খান্না অভিনীত সিনেমাটির অ্যাডভান্স বুকিং শুরু হয়েছে। আর ৪৮ ঘণ্টার মধ্যেই ২ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে সিনেমাটির। 

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার বিকেল পর্যন্ত ২ লাখ ২৪ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে।

ফলে ভারতে এখনও পর্যন্ত সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই ৬ কোটি ৩৬ লাখ টাকা আয় করে ফেলেছে। ব্লক সিটের হিসাবে আয় ছাড়িয়েছে ৭ কোটি। এখনও হাতে ২ দিন আছে, ফলে অ্যাডভান্স বুকিংয়েই যে ‘ছাবা’ বড়সড় আয় করতে যাচ্ছে তা বলাই বাহুল্য। বাণিজ্য বিশ্লেষকদের মতে, ১৫ থেকে ১৮ কোটি টাকা প্রথমদিন আয় করতে পারে ছাবা।

ছাবা’র জন্য নিজেকে নতুন করে গড়েছেন অভিনেতা ভিকি কৌশল। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করার জন্য ভিকি নিজের ওজন ১০০ কেজি করেছিলেন। শিখেছিলেন লাঠি খেলা। বাদ যায়নি ঘোড়া চালানোও।

ছাবা’র ট্রেলারে ভিকি নজর কেড়েছেন সবার। আর স্বাভাবিক ভাবেই তার কারণেই এই সিনেমা নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। ‘ছাবা’ পরিচালনা করেছেন লক্ষ্মণ উটেকর। প্রযোজনা করেছেন দীনেশ বিজন।

ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে দেখা যাবে ভিকি কৌশলকে। তার স্ত্রীর চরিত্রে থাকবেন রাশমিকা মান্দানা। মোঘল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে দেখা মিলবে অক্ষয় খান্নার।    

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

এখনও বিপিএলের পুরো পাওনা পাননি শরিফুল-ইমনরা

বিপিএল শেষ হয়ে গেছে অনেক আগেই—জানুয়ারির শুরুতেই পর্দা নেমেছে আসরের। তবে এখনও চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়দের প্রাপ্য পারিশ্রমিক পরিপূর্ণভাবে মেলেনি। দেশি ক্রিকেটারদের মধ্যে ওপেনার পারভেজ হোসেন ইমন, পেসার শরিফুল ইসলাম এবং শামীম হোসেন পাটোয়ারি—এই তিনজনসহ প্রায় সবাই অর্ধেক টাকা এখনও পাননি।

২০২৫ বিপিএলের সবচেয়ে আলোচিত ইস্যুগুলোর একটি ছিল খেলোয়াড়দের পারিশ্রমিক। ফাইনালের দুই মাস পেরিয়ে গেলেও সেই সমস্যার সমাধান হয়নি। আজ মিরপুর হোম অব ক্রিকেটে ডিপিএলের অনুশীলনের ফাঁকে ইমন জানান,

‘৫০ শতাংশ পেয়েছি, আর এখনও পাইনি। বলছে… দিবে, দিবে। কিন্তু এখনও দিচ্ছে না। আমি, শরিফুল, শামীম ভাই—সব দেশি খেলোয়াড়ই বিপিএলের পর কোনো টাকা পাইনি। যা পেয়েছি, বিপিএলের সময়ই পেয়েছি।’

পারিশ্রমিক নিয়ে দুশ্চিন্তা পারফরম্যান্সে প্রভাব ফেলে বলেও মন্তব্য করেন ইমন। বাঁহাতি এই ব্যাটার বলেন, ‘আমরা সবসময় পারফরম্যান্সে মনোযোগ দিতে চাই। কিন্তু যখন টাকার চিন্তা মাথায় চলে আসে, তখন মনোযোগে ব্যাঘাত ঘটে।’

এর আগে বিপিএল চলাকালে পারিশ্রমিক ইস্যুতে ইমন নাকি দলের ক্যাম্পে না যোগ দিয়ে প্রতিবাদ করেছিলেন—এমন গুঞ্জনও ছড়িয়েছিল। যদিও পরে তা অস্বীকার করে দুই পক্ষই। তবে চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী একবার সরাসরি বলেছিলেন, ‘আমি সন্তুষ্ট না হলে টাকা কেন পাবে!’

শুধু দেশি ক্রিকেটারই নন, ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত বিদেশি হোস্ট ইয়েশা সাগর এবং শুভেচ্ছাদূত হিসেবে আসা শহীদ আফ্রিদির পুরো পারিশ্রমিক না পাওয়ার অভিযোগও রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • হিজড়া খাদ্য নিরাপত্তাহীন জনগোষ্ঠী
  • সরকারি গাছ কাটায় নীরব প্রশাসন
  • ভিজিএফ কর্মসূচির চালের বস্তায় এখনও শেখ হাসিনার নামসহ স্লোগান
  • ৪০০ কোটি টাকার রহস্য এখনও অধরা
  • দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো যুক্তরাষ্ট্র
  • ভাতা, পুনর্বাসন কার্যক্রম নিয়ে হতাশা
  • পীতাম্বর শাহর দোকান
  • এখনও বিপিএলের পুরো পাওনা পাননি শরিফুল-ইমনরা
  • সাফ গেমসের প্রস্তুতির জন্য ছয় মাস
  • এনবিআরে দুর্নীতি এখনও বন্ধ হয়নি