সরকারি, স্বায়ত্তশাসিত (সামরিক-বেসামরিক) ও বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিতে আবেদন শুরু হয়েছে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে। অনলাইনে আবেদন করা যাবে এক মাস। গত মঙ্গলবার বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত (সামরিক-বেসামরিক) ও বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানে চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং, তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি–ইচ্ছুক প্রার্থীদের আবেদন আহ্বান করা যাচ্ছে।

আরও পড়ুনপ্রাথমিকের শিক্ষকদের বেতন গ্রেড বৃদ্ধি, বিদ্যালয়কে লাল–হলুদ ও সবুজ শ্রেণিতে ভাগ করার সুপারিশ১০ ফেব্রুয়ারি ২০২৫

আবেদনের শর্ত

প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

আবেদনকারীকে ২০২২, ২০২৩ অথবা ২০২৪ সালের এইচএসসি/সমমান এবং ২০২০, ২০২১ অথবা ২০২২ সালের এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে এসএসসি ও এইচএসসি দুই পরীক্ষার মধ্যে ব্যবধান কোনোভাবেই তিন বছরের অধিক হতে পারবে না।

ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে নির্দিষ্ট আসনের ১০ শতাংশ পুরুষ প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্দিষ্ট আসনের সর্বোচ্চ ২০ শতাংশ পুরুষ প্রার্থী ভর্তি করা যাবে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শুধু নারী প্রার্থী আবেদনের যোগ্য হবে।

আরও পড়ুনষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রশ্নের ধরন, নম্বর বিভাজন ও মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ০৬ ফেব্রুয়ারি ২০২৫

(ক) চার বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বিএসসি ইন নার্সিং কোর্স): প্রার্থীকে বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের দুটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দুটি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৭.

০০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ–৩.০০–এর কম হবে না। প্রার্থীকে এইচএসসি/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ–২.৫০ থাকতে হবে

(খ) তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি: প্রার্থীকে যেকোনো বিভাগে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের দুটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দুটি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৬.০০ থাকতে হবে। তবে কোনো একটি পরীক্ষায় জিপিএ–২.৫০–এর কম হবে না।

পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর

বিএসসি ও ডিপ্লোমা কোর্সের জন্য পৃথক পৃথক প্রশ্নপত্রে ১ ঘণ্টার ১০০ (একশত) নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

(ক) বিএসসি ইন নার্সিং: বাংলা-২০, ইংরেজি-২০, গণিত-১০, বিজ্ঞান-৪০ (জীববিজ্ঞান, পদার্থবিদ্যা ও রসায়ন) এবং সাধারণ জ্ঞান-১০।

(খ) ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি: বাংলা-২০, ইংরেজি-২০, সাধারণ গণিত-১০, সাধারণ বিজ্ঞান-৩০ এবং সাধারণ জ্ঞান-২০।

আরও পড়ুননাসা ইন্টার্নশিপ, হাইস্কুল ও কলেজের শিক্ষার্থীদের সুযোগ৪ ঘণ্টা আগে

প্রার্থী নির্বাচন যেভাবে

এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং প্রার্থীর এমসিকিউ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৫ গুণিতক = ২৫ নম্বর (সর্বোচ্চ)। এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৫ গুণিতক = ২৫ নম্বর (সর্বোচ্চ)। এমসিকিউ পরীক্ষা: ১০০ নম্বর, সর্বমোট = (২৫+২৫+১০০) = ১৫০ নম্বর। এ পরীক্ষায় ৪০ (চল্লিশ) বা তদূর্ধ্ব নম্বরপ্রাপ্ত প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন বলে বিবেচিত হবেন। জাতীয় মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। সরকারি প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে প্রার্থীর নির্বাচনী পরীক্ষার মেধাক্রম ও প্রার্থী কর্তৃক প্রদত্ত পছন্দের ক্রমানুসারে প্রার্থী কোনো প্রতিষ্ঠানে ভর্তি হবে তা নির্ধারিত হবে। বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুসারে গভর্নিং বডি/ম্যানেজিং কমিটি ভর্তির অনুমোদন প্রদান করবে।

ভর্তি পরীক্ষার ফি

বিএসসি ইন নার্সিং কোর্সের জন্য ৭০০/- (সাতশত) টাকা, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য ৫০০/- (পাঁচশত) টাকা আবেদন ফি হিসেবে টেলিটক প্রিপেইড মুঠোফোনের মাধ্যমে জমা দিতে হবে। অনলাইনে ফি জমা হলেই আবেদন চূড়ান্তভাবে গৃহীত হবে।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনে আবেদন শুরু: ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার, দুপুর ১২.০০)

অনলাইনে আবেদনের শেষ: ১২ মার্চ ২০২৫ (বুধবার, রাত ১১.৫৯)

অনলাইনে আবেদনের ফি জমার শেষ তারিখ: ১৩ মার্চ ২০২৫ (বৃহস্পতিবার, রাত ১১.৫৯)

অনলাইন প্রবেশপত্র ডাউনলোড শুরু: ১৫ এপ্রিল ২০২৫ (মঙ্গলবার, দুপুর ১২.০০)

ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ২৫ এপ্রিল ২০২৫ (শুক্রবার, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত)

সংরক্ষিত আসনের ক্ষেত্রে যা করণীয়

মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীসহ প্রযোজ্য সংরক্ষিত আসনের ক্ষেত্রে ভর্তি পরীক্ষার দিন কার্যকর সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান প্রযোজ্য হবে। তবে সংরক্ষিত আসনে উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে সাধারণ মেধাক্রমের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ফরম পূরণের নির্দেশিকা ও ভর্তির বিস্তারিত তথ্য

নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তির জন্য অনলাইনে ফরম পূরণের নির্দেশিকা ও ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ভর্তির নীতিমালা স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট www.mefwd.gov.bd, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইট www.dgnm.gov.bd এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইট www.bnmc.gov.bd এর মাধ্যমে জানা যাবে।

নার্সিংয়ে ভর্তির বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ও এইচএসস পর ক ষ র ইন ন র স বছর ম য ত ন বছর ব সরক র র জন য ব এসস আসন র

এছাড়াও পড়ুন:

ইস্টার্ন ব্যাংক চাকরি, লাগবে না অভিজ্ঞতা

ইস্টার্ন ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ফিউচার লিডার ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে লোকবল নিয়োগ দেবে। আবেদনের জন্য লাগবে না কোনো পূর্ব অভিজ্ঞতা। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

ফিউচার লিডার ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৫

পদ সংখ্যা: নির্ধারিত না।

আরো পড়ুন:

নৌবাহিনীতে চাকরি, আবেদন ২৫ এপ্রিল পর্যন্ত

সিটি ব্যাংকে চাকরির সুযোগ

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাস। তবে সিজিপিএ ৪.০০ এর স্কেলে কমপক্ষে ৩.০০ থাকতে হবে। পাশাপাশি সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।

সুবিধা: লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম সফলভাবে সম্পন্নকারীদের সিনিয়র অফিসার বা প্রিন্সিপাল অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • ইস্টার্ন ব্যাংক চাকরি, লাগবে না অভিজ্ঞতা
  • ডাক বিভাগে বিশাল নিয়োগ, পদ সংখ্যা ১২৩
  • ডাক বিভাগে ১২৩ পদে চাকরির সুযোগ
  • আদালতে তিন আসামি ফাঁসির দাবি স্বজনের
  • কৃষি গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১৫ ফেব্রুয়ারি
  • বিজিবি নেবে সিপাহি, আবেদন শেষ কাল
  • ছেলে ঘরে ঢুকে দেখে, মায়ের লাশ ঝুলছে
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জিপিএর ওপর নম্বর কমেছে, মেধা স্কোর নির্ধারণ যেভাবে
  • সরকারি কর্মচারী হাসপাতালে বড় নিয়োগ, ৩৬ ক্যাটাগরিতে নেবে ১৯১ জন