ভারতের বরেণ্য কণ্ঠশিল্পী পণ্ডিত প্রভাকর কারেকর মারা গেছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে মুম্বাইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিবৃতি প্রকাশ করেছে পণ্ডিত প্রভাকরের পরিবার। তাতে জানানো হয়েছে, মুম্বাইয়ের শিবাজি পার্ক এলাকায় অবস্থিত বাসভবনে গতকাল রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন পণ্ডিত প্রভাকর কারেকর।
১৯৪৪ সালে ভারতের গোয়াতে জন্মগ্রহণ করেন পণ্ডিত প্রভাকর কারেকর। পরবর্তীতে পণ্ডিত সুরেশ, পণ্ডিত জিতেন্দ্র অভিষেকি এবং পণ্ডিত সিআর ব্যাসের কাছে হিন্দুস্তানি ধ্রুপদী মিউজিকের তালিম নেন প্রয়াত এই শিল্পী।
আরো পড়ুন:
অনিল কাপুরের সঙ্গে চুম্বন দৃশ্য, অঞ্জনার পাশে দাঁড়ান প্রিয়াঙ্কা
আপনি ফিল্ম ইন্ডাস্ট্রিকে হত্যা করার চেষ্টা করছেন: জয়া
পণ্ডিত প্রভাকর কারেকর ‘বোলাভা বিটল পাহাভা বিটল’ এবং ‘বাক্রাতুন মহাকায়’ পরিবেশনের জন্য বিখ্যাত। গায়কির পাশাপাশি খুব ভালো একজন শিক্ষক হিসেবে প্রশংসিত ছিলেন তিনি।
কাজের স্বীকৃতিস্বরূপ তানসেন সম্মান, সংগীত নাটক আকাদেমি পুরস্কার, গোমন্ত বিভূষণ পুরস্কারসহ বেশ কয়েকটি সম্মাননা জমা হয়েছে তার প্রাপ্তির ঝুলিতে।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দেখা গেল সিয়াম-দীঘির রোমান্স!
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি জুটি বেঁধে অভিনয় করেছেন ‘জংলি’ সিনেমায়। এরই মধ্যে নির্মাণ কাজ শেষ।
মুক্তি পেয়েছে সিনেমাটির প্রথম গান ‘জনম জনম’। রোমান্টিক ঘরানার এ গানে রোমান্স করতে দেখা যায় সিয়াম-দীঘিকে। গানটির কথা ও সুর করেছেন অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা প্রিন্স মাহমুদ।
গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান ও আতিয়া আনিসা; যেখানে প্রথমবারের মতো সিনেমার আবহ সংগীতে কাজ করলেন তারা। গানটির সংগীতায়োজনে ছিলেন ইমরান মাহমুদুল।
আরো পড়ুন:
‘চুপ ছিলাম দেখে ভাবিস না জংলি তোদের ভুলে গেছে’
‘টগর’ সিনেমায় হিংস্র আদর, অসহায় দিঘী
‘জংলি’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সিনেমাটিতে একাধিক লুকে দেখা যাবে তাকে। এটি নির্মাণ করেছেন এম রাহিম। আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
ঢাকা/রাহাত/শান্ত