বাঞ্ছারামপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার
Published: 13th, February 2025 GMT
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ফারহানা ইয়াসমিন শিল্পী (৪৬) নামের এক স্কুল শিক্ষিকার।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের বটতলী এলাকায় এই দুর্ঘটনার ঘটনা ঘটে। ওই স্কুল শিক্ষিকা বাঞ্ছারামপুর এস এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাঞ্ছারামপুর উপজেলার খোশকান্দি গ্রামের গ্রামের মৃত মোহাম্মদ শাজাহান আলমের স্ত্রী। নিহত ফারজানা ইয়াসমিন শিল্পী দুই সন্তান রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার রাতে ওই শিক্ষিকা তার এক আত্মীয়র সঙ্গে মোটরসাইকেল যোগে উজানচর থেকে বাঞ্ছারামপুর আসার পথে বাঞ্ছারামপুর হোমনা সড়কের পূর্ব বাঞ্ছারামপুরের বটতলী মোড়ে আসলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এসময় তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান বলেন, আমি শুনেছি ফারজানা ইয়াসমিন শিল্পী বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক আমাদের বিদ্যালয় তার মতো একজন মেধাবী শিক্ষককে হারিয়ে গভীর শোকাহত।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। মরদেহ নিহতের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। চালক পলাতক থাকায় ট্রাকের নিরাপত্তার জন্য থানায় এনে ট্রাকটি রাখা হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন
এছাড়াও পড়ুন:
জাবিতে ফুচকার দোকানে চাঁদাবাজি: ছাত্রদল নেতাকে অব্যাহতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলার ফুচকা দোকানীদের কাছে দৈনিক ১ হাজার টাকা চাঁদা দাবি ও অনাদায়ে দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠে শাখা ছাত্রদল নেতা গোলাম রাব্বানী অর্নবের বিরুদ্ধে। তীব্র সমালোচনার মুখে তাকে জাবি শাখা ছাত্রদলের সদস্যপদ থেকে অব্যাহতি দিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (সহ-সভাপতি পদমর্যাদা) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য গোলাম রাব্বানী অর্ণবকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
আরও বলা হয়েছে, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং ছাত্রদলের নেতাকর্মীদের তার সঙ্গে কোন ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেন।
গত রোববার (৯ ফেব্রুয়ারি) শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী বটতলা এলাকায় কয়েকটি ভ্রাম্যমাণ দোকান মালিকদের কাছে যান। তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ দোকান বসানো বন্ধ আছে বলে জানান।
তবে তাদের প্রতিদিন ১ হাজার বা দেড় হাজার টাকা করে দিলে নির্বিঘ্নে ব্যবসা করতে পারবেন এবং কোন ধরনের সমস্যা হলে তারা দেখবেন বলে আশ্বাস দেন। তবে দোকানদাররা তৎক্ষণাৎ টাকা দিতে অস্বীকৃতি জানান। অভিযুক্তরা পরে যেকোন সময় টাকা নিতে আসবেন বলে জানান।
এ ঘটনা জানাজানি হলে জাবি শাখা সদস্য সচিব ওয়াসিম আহমেদ তদন্ত সাপেক্ষে এ ঘটনার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
ঢাকা/আহসান/মেহেদী