Risingbd:
2025-02-13@10:04:35 GMT

ফেয়েনূর্ড রূপকথা চলছেই

Published: 13th, February 2025 GMT

ফেয়েনূর্ড রূপকথা চলছেই

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফেয়েনূর্ড রূপকথা চলছেই। লিগপর্বে বেনফিকার বিপক্ষে জয়, ম্যানচেস্টার সিটির সঙ্গে ড্র, স্পার্টার বিপক্ষে জয় ও বায়ার্ন মিউনিখের বিপক্ষেও জয় পেয়েছিল নেদারল্যান্ডসের ক্লাবটি। এরপর জায়গা করে নেয় প্লে’অফে। সেখানে তারা পায় উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে সফল দল এসি মিলানকে। এবার প্লে’অফের প্রথম লেগে বুধবার (১২ ফেব্রুয়ারি, ২০২৫) দিবাগত রাতে মিলানকেও হারিয়ে দিয়েছে ফেয়েনূর্ড। হারিয়েছে ১-০ গোলে। শেষ ষোলোর পথে একধাপ এগিয়ে রয়েছে।

এদিন ম্যাচের শুরুতেই লিড নেয় ফেয়েনূর্ড। তৃতীয় মিনিটে খাইস্মলের বাড়িয়ে দেওয়া বল পেয়ে ইগোর পেয়াও ডান পায়ে শটে গোল করে এগিয়ে নেন দলকে। বাকি সময় প্রাণান্তকর চেষ্টা করেও এই গোলটি আর শোধ দিতে পারেনি এসি মিলান। অন্যদিকে ফেয়েনূর্ডও পারেনি ব্যবধান বাড়াতে। 

ম্যাচের ৫৩ শতাংশ বলের দখল ছিল মিলানের কাছে। তারা ১২টি কার্যকর আক্রমণ শানিয়েছিল। তার মধ্যে ৬ বার গোলমুখে শট নিয়েছিল। অন্যদিকে ফেয়েনূর্ড ১১টি আক্রমণ শানিয়েছিল। গোলমুখে শট নিয়েছিল ২টি। তার মধ্যে একটি থেকে গোল হয়েছিল। এসি মিলান ৬টি কর্নার পেয়েও কোনো গোল আদায় করতে পারেনি। ফেয়েনূর্ডও পেয়েছিল ৫টি কর্নার।

আরো পড়ুন:

রিজওয়ান-সালমানের জোড়া সেঞ্চুরিতে ফাইনালে পাকিস্তান

চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরে খেলা হচ্ছে না যে তারকাদের

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার নামে নাইকো দুর্নীতি মামলা: রায় ১৯ ফেব্রুয়ারি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতির মামলায় যুক্তিতর্ক ও শুনানি শেষ হয়েছে। ১৯ ফেব্রুয়ারি মামলার রায় ঘোষণার দিন ঠিক করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক রবিউল আলম আজ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত দেন।

খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, নাইকো দুর্নীতি মামলায় আজ উভয় পক্ষের যুক্তিতর্ক ও শুনানি শেষ হয়েছে। এ মামলায় খালেদা জিয়াকে খালাস দিতে আবেদন করা হয়েছে।

আমিনুল ইসলাম জানান, এ মামলায় ৬৮ জনের মধ্যে ৩৯ জনের সাক্ষ্য নেওয়া হয়।
নাইকো দুর্নীতি মামলায় ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। ২০২৩ সালের ১৯ মার্চ অভিযোগ গঠন করেন আদালত। কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি করে দুদক।

দুদকের তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেছিলেন।

মামলায় অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।

সম্পর্কিত নিবন্ধ