জুলাই আগস্ট গণহত্যায় দেশব্যাপী ৮৪৮ নেতাকর্মী নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ করা হয় বলে জানান বিএনপির মামলা ও সমন্বয় প্রধান সালাউদ্দিন খান।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী আরাফাতসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়। তালিকাসহ অডিও ভিডিও ও ৮৪টি মামলার এজাহারের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে বিএনপি। 

পহেলা জুলাই ২০২৪ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত সারা দেশে কোটাবিরোধী আন্দোলনে সমর্থন করে বিএনপির পক্ষ থেকে অংশ গ্রহণ করে। সেখানে ৮৪৮ জনের শহীদের তালিকা জমা দিয়েছে বিএনপি। একই সঙ্গে দেশব্যাপী হওয়া মামলার এজাহার, পত্রিকার ছবি, অডিও ভিডিও জমা দেওয়া হয়েছে। এ সময় তারা হত্যার সঠিক বিচার, ন্যায় বিচার দাবি করেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ব এনপ

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে ভারতীয় মার্কিনরা উদ্বিগ্ন

ভারতের ভবিষ্যৎ নিয়ে ক্রমেই বেশি আশাবাদী হয়ে উঠছেন ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। তবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে ব্যাপকভাবে উদ্বিগ্ন তাঁরা। নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

‘দ্য ২০২৪ ইন্ডিয়ান-আমেরিকান সার্ভে’ নামের এ জরিপ গত অক্টোবরে পরিচালনা করেছে ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিকবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান ‘কার্নেগে এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস’ ও ইন্টারনেটভিত্তিক জরিপ প্রতিষ্ঠান ‘ইউগভ’। জরিপে ভারতীয়-মার্কিন নাগরিকদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পরীক্ষা করে দেখা হয়েছে।

ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক ক্রমেই গভীর, কিন্তু মাঝেমধ্যে বাধাগ্রস্ত হওয়ার মধ্যেই গত বছর দেশ দুটিতে হয়ে গেল গুরুত্বপূর্ণ নির্বাচন। উভয় দেশের সম্পর্কে সাম্প্রতিকতম উত্তেজনার শুরু ভারতীয় ধনকুবের ও ব্যবসায়ী গৌতম আদানিকে একটি ঘটনায় যুক্তরাষ্ট্রের অভিযুক্ত করা এবং সে দেশের মাটিতে এক হত্যার ষড়যন্ত্রে দিল্লির সমর্থন থাকার অভিযোগ ওঠার মধ্য দিয়ে।

উভয় দেশের সম্পর্কে সাম্প্রতিকতম উত্তেজনার শুরু ভারতীয় ধনকুবের ও ব্যবসায়ী গৌতম আদানিকে একটি ঘটনায় যুক্তরাষ্ট্রের অভিযুক্ত করা এবং সে দেশের মাটিতে এক হত্যার ষড়যন্ত্রে দিল্লির সমর্থন থাকার অভিযোগ ওঠার মধ্য দিয়ে।

যুক্তরাষ্ট্রে থাকা ৫০ লাখের বেশি ভারতীয় বংশোদ্ভূত অধিবাসীর উদ্দেশে জরিপে কয়েকটি মূল প্রশ্ন করা হয়। এগুলো হলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারত-মার্কিন সম্পর্ক যেভাবে সামলেছেন, তা তাঁরা কীভাবে দেখেন? ডোনাল্ড ট্রাম্পকে কি তাঁরা অধিকতর ভালো বিকল্প হিসেবে বিবেচনা করেন? ২০২৪ সালের নির্বাচন-পরবর্তী ভারতের যাত্রাপথকে তাঁরা কীভাবে মূল্যায়ন করেন?

জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্বমূলক এ অনলাইন জরিপে ১ হাজার ২০৬ প্রাপ্তবয়স্ক ভারতীয়-মার্কিন নাগরিকের মতামত গ্রহণ করা হয়। এতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো উঠে এসেছে, তা হলো—

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও খালিস্তান আন্দোলনের নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকা বিষয়ে ভারতের সাবেক একজন গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র

সম্পর্কিত নিবন্ধ

  • দালালের জালে তরুণরা, স্বপ্ন দেখিয়ে সর্বনাশ
  • নোবিপ্রবিতে ২ ছাত্রদল নেতার জন্য মাস্টার্স চালু
  • সাধারণ জ্ঞান–২: ফেব্রুয়ারি-২০২৫। বাংলাদেশ ও আর্ন্তজাতিক বিশ্ব
  • মোবাইলে ইন্টারনেট গ্রাহক কমেছে ১.৩২ কোটি 
  • ২৩ কোটি রুপির চাপ টের পাচ্ছেন কলকাতা অলরাউন্ডার
  • ৪৪১ কোটি টাকা লভ্যাংশ দেবে লাফার্জহোলসিম
  • ঢাকার বাতাস আজ ছুটির দিনেও অস্বাস্থ্যকর
  • বাজেটে ৫৩ হাজার কোটি টাকার কাটছাঁট
  • দেশে কোটিপতি আমানতকারী বাড়ছে
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে ভারতীয় মার্কিনরা উদ্বিগ্ন