র্যাপারের মরদেহ উদ্ধার, স্ত্রীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ
Published: 13th, February 2025 GMT
ভারতের বেঙ্গালুরুর কাদুবীসানাহাল্লির অ্যাপার্টমেন্ট থেকে ওড়িশার জনপ্রিয় র্যাপার অভিনব সিংয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩২ বছরের অভিনবর মৃত্যুতে বেঙ্গালুরুর মারাঠাহাল্লি থানায় একটি মামলা দায়ের হয়েছে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পারিবারিক অশান্তির জেরে বিষ খেয়ে আত্মহত্যা করেন র্যাপার অভিনব। ময়নাতদন্তের পর অভিনবের মরদেহ ওড়িশার বাড়িতে পাঠানো হয়। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
জানা যায়, বেঙ্গালুরুর একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন র্যাপার ও ইঞ্জিনিয়ার অভিনব সিং। তার পরিবারের অভিযোগ, স্ত্রীর সঙ্গে বিরোধের কারণে আত্মহত্যা করেছেন অভিনব। তাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল বলে দাবি পরিবারের।
আরো পড়ুন:
ভালোবাসা দিবসে বর্ষা-মুন্নার গান
প্রশংসা কুড়াচ্ছে সাব্বির-কোনালের গান
ছেলের মৃত্যুর ঘটনায় ওড়িশার লালবাগ থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনবর বাবা বিজয় নন্দ সিং। তার অভিযোগে ৮-১০ জনের নাম উল্লেখ করেছেন। তাদের দাবি, অভিনব স্ত্রী এবং অন্যদের মানসিক নির্যাতন সহ্য করেছেন। এসব বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
র্যাপের দুনিয়ায় ‘জাগারনট’ নামে পরিচিত অভিনব। ওড়িশার র্যাপার হিসেবে জনপ্রিতা লাভ করেন তিনি। ‘কটক অ্যান্থেম’ দিয়ে এই জনপ্রিয়তা লাভ করেন। একই গান গীতিকার হিসেবেও তাকে জনপ্রিয়তা এনে দেয়। তার র্যাপ গানে স্থানীয় সাংস্কৃতিক উপাদান থাকায় আলাদা গ্রহনযোগ্যতা তৈরি করে।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কর ছ ন জনপ র
এছাড়াও পড়ুন:
শাকিবের ‘বরবাদ’ এবার আইএমডিবির জনপ্রিয় সিনেমার তালিকায়
‘বরবাদ’ মুক্তির ১৭ দিন চলছে। এখনো প্রেক্ষাগৃহে হাউসফুল যাচ্ছে। আবার টিকিটের সংকটের খবরও পাওয়া যাচ্ছে। এর মধ্যে জানা গেল, ঈদে মুক্তি পাওয়া এই ছবি আইএমডিবির (ইন্টারনেট মুভি ডেটাবেজ) জনপ্রিয় সিনেমার তালিকায় উঠে এসেছে। মেহেদী হাসান পরিচালিত এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান।
‘বরবাদ’ ছবির ‘মায়াবী’ গানের দৃশ্যে শাকিব খান ও ইধিকা পাল