অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয়েছে ভারতীয় র‍্যাপার অভিনব সিংয়ের মরদেহ। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বেঙ্গালুরুর কাদুবীসানাহাল্লির অ্যাপার্টমেন্ট থেকে ৩২ বছর বয়সী এ র‌্যাপারের লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ এই মৃত্যুকে আত্মহত্যা বলেই মনে করছে। তাদের ধারণা ঘটনাটি রোববার রাতে ঘটেছে। ইতিমধ্যেই এই ঘটনায় বেঙ্গালুরুর মারাঠাহাল্লি থানায় একটি মামলা করা হয়েছে।
অভিনব সিংয়ের পরিবারের অভিযোগ, স্ত্রীর সঙ্গে বিরোধের জেরেই আত্মহত্যা করেছেন অভিনব। তাঁকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল বলে দাবি পরিবারের সদস্যদের।

র‍্যাপার অভিনব সিং.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জয়ের পর জরিমানা গুনলেন পাকিস্তানের তিন ক্রিকেটার

ত্রিদেশীয় সিরিজে বুধবার (১২ ফেব্রুয়ারি, ২০২৫) রাতে দারুণ এক জয় পেয়েছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ৬ উইকেটে। এই জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালও নিশ্চিত করেছে তারা। কিন্তু জেতা ম্যাচে আচরণবিধি ভঙ্গ করায় পাকিস্তানের তিন ক্রিকেটারকে জরিমানা করা হয়েছে। তারা হলেন- শাহীন আফ্রিদি, সৌদ শাকিল ও কামরান গুলাম। জরিমানার পাশাপাশি তাদেরকে একটি করে ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।

আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করায় শাহীনকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ, সৌদ শাকিল ও বদলি ফিল্ডার হিসেবে নামা কামরানকে ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।

ম্যাচের ২৮তম ওভারে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ম্যাথিউ ব্রিটজকেকে রান নেওয়ার সময় বাধা দেন শাহীন। তাকে ইচ্ছাকৃতভাবে ধাক্কাও দেন। পাশাপাশি উত্তপ্ত বাক্যও বিনিময় করেন। এর মাধ্যমে শাহীন আইসিসির আচরণবিধি ২.১২ অনুচ্ছেদ ভঙ্গ করেন। যেখানে বলা হয়েছে ‘‘একটি আন্তর্জাতিক ম্যাচ চলাকালিন কোনো খেলোয়াড়, খেলোয়াড়দের সহকারী, আম্পায়ার কিংবা দর্শকদের সঙ্গে অযথাযথভাবে ধাক্কা খাওয়া।’’

আরো পড়ুন:

দলগত দারুণ নৈপূণ্যে এক ম্যাচ আগেই সিরিজ পাকিস্তানের

বাবরের সেঞ্চুরিতে পাকিস্তানের অতিমানবীয় জয়

এরপর ২৯তম ওভারে টেম্বা বাভুমা রান আউট হলে উদযাপনের ঢঙে তার দিকে তেড়ে যান শাকিল। অতিরিক্ত উদযাপন করেন কামরানও। এর মাধ্যমে তারা আইসিসির আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ ভঙ্গ করেন। যেখানে বলা হয়েছে- ‘‘কোনো ব্যাটসম্যান আউট হওয়ার পর এমন অঙ্গভঙ্গি কিংবা ভাষা ব্যবহার করা যেটার কারণে ব্যাটসম্যান আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখাতে প্ররোচিত হন।’’

পাকিস্তানের তিন ক্রিকেটার এই জরিমানা ও ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিষয়টি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। শুক্রবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ