Samakal:
2025-02-13@09:44:32 GMT

ভালোবাসার জুটি

Published: 13th, February 2025 GMT

ভালোবাসার জুটি

অন্য আট-দশজনের মতো তারকাদের হৃদয় খুঁড়েও কেউ কেউ বেদনা জাগায়। সেই বেদনার ভাষাও সাধারণ মানুষের মতো। মাঝেমধ্যে সাধারণের ব্যক্তিজীবনের একান্ত প্রিয় গল্পগুলো ক্যামেরায় তারা জুটির মাধ্যমে তুলে ধরেন, নিজেদের মতো করেই। আমরা তা দেখি গান, নাটক, চলচ্চিত্র কিংবা বিজ্ঞাপনে। এ যেন ভালোবাসার চিরন্তন জয়ধ্বনি। লিখেছেন এমদাদুল হক মিলটন

ভালোবাসা ভবিষ্যতের দৃশ্যপট আঁকতে শেখায় স্বপ্নের রং-তুলিতে। সেসব স্বপ্নের আলোকেই যুগ যুগ ধরে বিশ্বব্যাপী চলছে সংগীত, টেলিছবি, চলচ্চিত্র নির্মাণ। আগামীকাল ১৪ ফেব্রুয়ারি। বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফালগুন। এ বিশেষ দিবসটি ঘিরে আয়োজনের কমতি নেই। ফেব্রুয়ারি মাস শুরুর পর থেকেই নাটকপ্রেমীরা রীতিমতো মুখিয়ে রয়েছে ছোটপর্দার বর্ণিল আয়োজন দেখার জন্য। এই উদ্দীপনার খোরাক জোগাতে নির্মাতারাও টিজার, ট্রেলার ও ফার্স্টলুকে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম। এসব আয়োজনে একাত্ম হয়ে যাওয়া ছাড়াও মোবাইল ফোন, চিঠি, ফুলের তোড়া কিংবা অন্য কোনো উপহার নিয়ে প্রিয় মানুষটির সঙ্গে দেখা করা যেন প্রেমিক-প্রেমিকার রীতি হয়ে দাঁড়িয়েছে। ১৪ ফেব্রুয়ারি তারিখটি শুধু একটি বিশেষ দিবসের মধ্যে সীমাবন্ধ হয়ে থাকেনি। হয়ে উঠেছে ভালোবাসা প্রকাশের এক অনন্য উৎসব। সেই উৎসব উপলক্ষে একাধিক নাটক ও টেলিছবিতে ভালোবাসার গল্প তুলে ধরেছেন ইয়াশ রোহান-তানজিম সাইয়ারা তটিনী, খাইরুল বাশার-সামিরা খান মাহি, ফারিন খান ও পার্থ শেখ জুটি। প্রথমেই ইয়াশ রোহান-তটিনীর কাছে প্রশ্ন ছিল, তাদের কাছে ভালোবসার সংজ্ঞা কী? এর উত্তরে ইয়াশ রোহান বলেন, ভালোবাসার সংজ্ঞা এক কথায় তুলে ধরা কঠিন। এটি শুধু প্রেমিক-প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ, তা বলা যাবে না।

নিজের প্রতি ভালোবাসা আছে বলেই নিজস্ব ভালোলাগা প্রাধান্য পায়। নির্দিষ্ট কোনো কিছু বা কাউকে একান্ত আপন করে নেওয়ার আকাঙ্ক্ষা বড় হয়ে ধরা দেয়। তখন যে অনুভূতি নাড়া দেয়, সেটিই ভালোবাসা বলতে চাই। তটিনীর কথায়, ‘ভালোবাসা হলো এক পলকে মুগ্ধতা, যার রেশ ধরে চলে স্বপ্নের বুনন।’ এই জুটি এবার অভিনয় করেছেন ‘তোমায় পাব কি?’ নাটকে।  নাটকটি প্রচার হবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। অভিনেতা খাইরুল বাশার ও সামিরা খান মাহি একসঙ্গে অভিনয় করেছেন দুটি নাটকে। সেতু আরিফের পরিচালনায় ‘যদি তোমারে না পাই’ নাটকটি প্রচার হবে ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেলে। পথিক সাধনের পরিচালনায় ‘সত্য মিথ্যার প্রেম’ নাটকটি দেখা যাবে জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে। এই জুটিও কথা বলেছে ‘ভালোবাসা’ নিয়ে। সামিরা খান মাহি বলেন, ‘ভালোবাসা মানে হলো রেসপনসিবিলিটি। একে অপরকে বুঝবে।’ খাইরুল বাশারের ভাষ্যে, ‘ভালোবাসার সংজ্ঞা যতই দেওয়া হোক না কেন, এর অস্তিত্ব হৃদয়ের অনুভবজুড়ে। কোনো কিছুই ভালোবাসার বাইরে নয়।’  তরুণ জুটি ফারিন খান ও পার্থ শেখ। অভিনয় করেছেন ‘প্রথম প্রেমের গল্প’ নাটকে।

ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ হয়েছে ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলে। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আব্রাহাম তামিম। পরিচালনা করছেন রুবেল আনুশ। এই দুই তারকার কাছে আরও জানতে চাওয়া হয়েছিল, পর্দায় তারা যেসব ভালোবাসার গল্প তুলে ধরেন, নানা চরিত্রের মধ্য দিয়ে দর্শকের মনে আঁচড় কাটেন, সেখানে কখনও বাস্তব জীবনের ছায়া খুঁজে পান কিনা? এর জবাবে পার্থ শেখ  বলেন, ‘শিল্পী বা তারকারা যেসব কাজ করেন, সেখানে চেনাজানা মানুষের ছায়া না থাকলে মানুষের মনে আঁচড় কাটত না। এমন চরিত্রই কখনও কখনও দর্শককে নানাভাবে প্রভাবিত করে। আবার কখনও কখনও চলমান জীবনে ঘটনা গল্পের মতো উঠে আসে, যেখানে দর্শক তাঁর চেনাজানা মানুষের ছায়া খুঁজে পান। ভালোবাসার গল্পও তার ব্যতিক্রম নয়।’ এ নাটক প্রসঙ্গে ফারিন খানের ভাষ্য, ‘ভালোবাসার গল্পে যে অনেক বাঁকবদল থাকতে পারে, তা এই নাটকের মধ্য দিয়ে নির্মাতা তুলে ধরার চেষ্টা করেছেন। একই সঙ্গে চরিত্রগুলোর নানা ঘটনার মধ্য দিয়ে যাপিত জীবনের অনেক মিল খুঁজে নিতে পারবেন।’  

ভালোবাসা দিবস উপলক্ষে তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবার জুটি বেঁধেছেন নাজনীন নাহার নিহার সঙ্গে। ‘মনদুয়ারি’ নামে নাটকটি নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। সিএমভির ইউটিউব চ্যানেলে এটি প্রচার হবে। সংগীতশিল্পী সাবরিনা পড়শী আবারও আসছেন নতুন একটি নাটক নিয়ে। ‘মনেরই রঙে রাঙিয়ে’ নাটকটিতে এবার তিনি অভিনয় করেছেন তৌসিফ মাহবুবের বিপরীতে। নাটকটি মুক্তি পাবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। ফরিদ উদ্দিন মোহাম্মদ পরিচালিত নাটক ‘কাঠগোলাপের বিয়ে’। এতে অভিনয় করেছেন মীর রাব্বি, আনিকা আইরা, সাইদা ইসলাম এবং সালমান আরাফাত। এটি মুক্তি পাবে কে এস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে। তৌফিকুল ইসলামের পরিচালনায় ‘লস্ট ইন লাভ’ নাটকে দেখা যাবে মুশফিক ফারহান ও আইশা খানকে। 

মাহমুদুর রহমান হিমির ‘প্রথম প্রথম প্রেম’ নামে এ নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘সমুদ্রনীলা’য় অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও তানিয়া ইসলাম।  আব্রাহাম তামিমের গল্প, চিত্রনাট্য ও সংলাপে নাটকটি পরিচালনা করেছেন ইমরান হাসান। এটি  বারফি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। এ ছাড়া তানজিন তিশাকে দেখা যাবে ‘বসন্ত বৌরি’ নাটকে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পর চ ল ন টকট প রথম

এছাড়াও পড়ুন:

রোমান্টিক সংলাপ

বলিউডের অনেক সিনেমায় ব্যবহৃত প্রেমিক-প্রেমিকার মুখের কত বুলি যে বাস্তবের প্রেমিক-প্রেমিকা সঠিক প্রয়োগ করে প্রিয়জনের হৃদয় জিতে নিয়েছেন, তা বলা মুশকিল। ‘মুঘল-ই-আজম’ থেকে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’সহ আরও অনেক ছবির রোমান্টিক সংলাপগুলো এখনও চিরসবুজ। আগামীকাল ভালোবাসা দিবস। মনের মানুষকে ভালোবাসা প্রকাশের জন্য উপযুক্ত দিন এটি। সিনেমায় ব্যবহার করা সংলাপগুলোতে একবার চোখ বুলিয়ে নিতে পারেন। বলা যায় না, কখন কোনটা কাজে লেগে যায়!

ইয়ে জাওয়ানি হে দিওয়ানি

আমার দিকে এভাবে তাকিয়ে থেকো না, আমি আবার তোমার প্রেমে পড়ে যাব।

আশিকি টু

প্রেম, ভালোবাসা– এসব কেবলই শব্দ, বাক্যের বাইরে কিছুই নয়। আবার তুমি যখন প্রেমে পড়বে, কেবল তখনই ওই সব শব্দ, বাক্য ভাষা পাবে, অর্থ তৈরি করবে।

দিল চাহতা হ্যায়

আমি নিশ্চিত যে, আমি জন্মেছি শুধু তোমাকে ভালোবাসতে এবং তুমি একদিন আমার হয়ে উঠবে।

কাহো না প্যায়ার হ্যায়

তোমাকে দেখার জন্য আমার এই দুই চোখের দরকার নেই। আমি চোখ বন্ধ করে মনের দরজা খুলে তোমাকে আরও স্পষ্ট দেখতে পাই।

কোয়ি মিল গায়া

আমার বিশ্বাস, আমার জন্ম হয়েছে তোমার প্রেমে পড়ার জন্য। তোমাকে ভালোবাসার জন্য। তুমি জন্মেছ একদিন আমার হবে বলে।

যাব উই মেট

যখন কেউ প্রেমে পড়ে, তখন সে ভুল, নির্ভুলের ঊর্ধ্বে চলে যায়।

কাল হো না হো

প্রেম তো কত লোকেই করে। আমার মতো তীব্র প্রেমে কেউ কখনও পড়েনি। কারণ, অন্য কারও কাছে তো তুমি নেই।

ফানা

আমাকে ছেড়ে যাবে কীভাবে? আমাকে মুছে ফেলবে কীভাবে? আমি তোমার নিঃশ্বাসের ঘ্রাণ, শ্বাসপ্রশ্বাস ছাড়া বাঁচবে কীভাবে?

কুছ কুছ হোতা হ্যায়

আমরা একবার জন্ম নিই, একবার মারা যাই, একবার বিয়ে করি আর একবারই প্রেমে পড়ি।

ওম শান্তি ওম

আমি পাগলের মতো হন্যে হয়ে তোমাকে খুঁজেছি, পেতে চেয়েছি। তাই মহাবিশ্ব আর তার সবকিছু, সব শক্তি তোমাকে আমার কাছে পৌঁছে দিয়েছে।

এ দিল হ্যায় মুশকিল

ভালোবাসা। ভালোবাসা হলো এক তুফানের মতো; যা তোমাকে পৃথিবীর বিরুদ্ধে কখনও বিদ্রোহী করে তোলে, আবার সেই ভালোবাসাই তোমাকে পৃথিবীর সব থেকে শান্তি এনে দিতে পারে।

মহব্বতে

ভালোবাসাও জীবনের মতোই। সব মুহূর্ত সহজ হয় না, সব পরতে সুখ মেলে না। আমরা যদি জীবনের সঙ্গ না ছাড়ি তবে ভালোবাসার সঙ্গ কেন ছাড়ব।

দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে

আমার এমনই একজন প্রয়োজন, যাকে দেখতেই মনের সব আকাঙ্ক্ষা, সব রং, সব স্বপ্ন জীবন্ত হয়ে ওঠে। এখনও তা হয়নি। এখন মনে হচ্ছে, মেঘের আড়াল থেকে কোনো একজনের চেহারা উঁকি দিচ্ছে। জানি না কখন সে মেঘ সরিয়ে দেখা দেবে।

হাম দিল দে চুকে সনম

পরের সাত জনম ধরে তুমি বনরাজেরই থাকবে। আট নম্বর জনমে তুমি আমার হবে। তখন কোনো বনরাজ থাকা যাবে না, প্লিজ। আর নন্দু তুমি আমায় এভাবে দেখো না– কারণ, তুমি আবার আমার প্রেমে পড়ে যাবে...

বীর-জারা

আমি জানি না ভালোবাসা কী জিনিস... হ্যাঁ, জারার জন্য অন্তর থেকে দোয়া করি যে, তার চোখে কখনও অশ্রু না আসুক। সে সব সময় সুখী থাকুক। এখন এটা যদি ভালোবাসা হয়, তবে ভালোবাসাই হোক।

সিলসিলা

আমি ও আমার একাকিত্ব প্রায়ই কথা বলি, তুমি থাকলে কী হতো, তুমি এটা বলতে, তুমি সেটা করতে। তুমি এ কথায় চিন্তায় পড়তে, তুমি ওই কথায় কতটা হাসতে, তুমি থাকলে এমন হতো, তুমি থাকলে কেমন হতো!

বাজিরাও মাস্তানি

ভালোবাসা জটিল। সেই জটিল ভালোবাসার মধ্যেও কীভাবে শান্তি পেতে হয় তা খুব কম লোকই জানে।

সম্পর্কিত নিবন্ধ

  • কলেজ জীবনের বন্ধুর সঙ্গে ভালোবাসা দিবসে মিথিলা
  • কলেজজীবনের বন্ধু সঙ্গে ভালোবাসা দিবসে মিথিলা
  • এমন জীবন কখনও দেখিনি: মিথিলা
  • ওই রকম জীবন কখনও দেখিনি: মিথিলা
  • জলে জ্বলে তারা’র মিথিলা
  • রোমান্টিক সংলাপ
  • ডুবের মেলায় মানুষের ঢল
  • কোটালীপাড়ায় তারুণ্যের উৎসব উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
  • ঐক্যবদ্ধ থাকলেই সমাজ পরিবর্তন সম্ভব: ঢাবি উপাচার্য