বিগত আওয়ামী লীগ সরকারের সময় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলগুলোতে ‘গেস্টরুম’ নামে ছাত্রলীগের নির্যাতনের যে সংস্কৃতি ছিল, সেটি বন্ধ হয়েছে। হলে থাকার জন্য কোনো ছাত্রসংগঠনের কর্মসূচিতে অংশগ্রহণের বাধ্যবাধকতা এখন নেই। আবাসিক হলগুলোতে দখলদারত্বেরও অবসান হয়েছে সব কটি ক্যাম্পাসেই।

তবে ক্যাম্পাসগুলোতে ছাত্রদলসহ বামপন্থী ছাত্রসংগঠনগুলো সক্রিয় আছে। বিভিন্ন ক্যাম্পাসে প্রকাশ্য কার্যক্রম শুরু করেছে এত দিন গোপনে রাজনীতি করে আসা ইসলামী ছাত্রশিবির। বিভিন্ন ক্যাম্পাসে এখন জোরালো হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের দাবি।

শিক্ষার্থীরা বলছেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবাসনসংকট অনেকটাই কমেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের ৯টি বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে এমন চিত্র পেয়েছে প্রথম আলো। সব কটি ক্যাম্পাসেই প্রশাসন পরিবর্তন হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র

আওয়ামী লীগের শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রশাসন অকার্যকর ছিল। ছাত্রদের ১৩টি হল পুরোপুরি নিয়ন্ত্রণ করত ছাত্রলীগ। কে কোন কক্ষে থাকবে, তা ঠিক করতেন ছাত্রলীগের নেতারা। শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে ছাত্রলীগের কর্মসূচিতে যেতে হতো। বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অবস্থা ছিল সবচেয়ে করুণ। গাদাগাদি করে হলের গণরুমে থেকে ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি ‘গেস্টরুমে’ নির্যাতনের শিকারও হতে হতো তাঁদের। ছাত্রলীগের ‘বড় ভাইদের’ কথায় তাঁরা উঠতে-বসতে বাধ্য থাকতেন। এ ছাড়া হলগুলোর ক্যানটিনে ছাত্রলীগের চাঁদাবাজির কারণে শিক্ষার্থীদের নিম্নমানের খাবার খেতে হতো।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগেই গত বছরের ১৬ জুলাই রাতে ক্যাম্পাস থেকে ছাত্রলীগ বিতাড়িত হয়েছে। নতুন প্রশাসন আসার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্রও অনেকটা বদলে গেছে। এখন হলগুলোতে রাজনৈতিক গণরুম নেই, ‘গেস্টরুমে’ নির্যাতনও নেই। প্রশাসনিক তত্ত্বাবধানে মেধা ও প্রয়োজনের ভিত্তিতে হলে আসন বণ্টন করা হচ্ছে। কিন্তু অতিরিক্ত শিক্ষার্থীর চাপের কারণে কিছু হলে প্রথম বর্ষের শিক্ষার্থীদের গাদাগাদি করে থাকতে হচ্ছে। অবশ্য ক্যানটিনের খাবারের মানে তেমন পরিবর্তন আসেনি। এর প্রধান কারণ বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।

বিশ্ববিদ্যালয়ের ৬টি হলের শিক্ষার্থীরা বলছেন, আগে হলে তাঁরা একধরনের আতঙ্কে থাকতেন। সেই ভয়ের পরিবেশ এখন নেই। মাস্টারদা সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী আলী হাসান ওয়াহিদ প্রথম আলোকে বলেন, এখন হলে গণরুম-গেস্টরুম নেই। তবে ক্যানটিনের খাবারের মানে বিশেষ কোনো পরিবর্তন আসেনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের ৯টি বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে এমন চিত্র পেয়েছে প্রথম আলো। সব কটি ক্যাম্পাসেই প্রশাসন পরিবর্তন হয়েছে।

সন্ত্রাসী কর্মকাণ্ড ও জোরজবরদস্তির রাজনীতির বিপরীতে এখন হলে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি হয়েছে বলে জানান শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী আবদুল্লাহ আল রিফাত।

৫ আগস্টের পর ছাত্রীদের হলেও এসেছে পরিবর্তন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রী আনিকা তামজীদ প্রথম আলোকে বলেন, আগে হলে বেশ কিছু রাজনৈতিক কক্ষ ছিল, যেগুলোতে হল প্রশাসন আসন বণ্টন করতে পারত না। তবে এখন সব রাজনৈতিক কক্ষ খালি হওয়ায় হল প্রশাসন সেগুলোতে প্রশাসনিকভাবে আসন বণ্টন করতে পারছে। এমনকি প্রথম বর্ষের ছাত্রীরাও প্রয়োজনের ভিত্তিতে হলে আসন পাচ্ছেন। অবশ্য খাবারের মানে তেমন কোনো পরিবর্তন আসেনি বলে জানালেন তিনি।

হলের বাইরে ক্যাম্পাসে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের আচরণেও পরিবর্তন এসেছে বলে জানালেন বেশ কয়েকজন শিক্ষার্থী। তাঁরা আরও জানান, হলগুলোর অভ্যন্তরে রাজনৈতিক কার্যক্রম এখন বন্ধ আছে। কিন্তু হলের বাইরে ক্যাম্পাসের টিএসসিসহ বিভিন্ন জায়গায় রাজনৈতিক কর্মসূচি অব্যাহত আছে। ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্রসংগঠন তাদের কার্যক্রম পরিচালনা করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি উঠেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটি কমিটি গঠন করেছে। ছাত্রসংগঠনসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে এখন কমিটিগুলো আলোচনা করছে।

৫ আগস্টের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও কোনো ছাত্রসংগঠনের দখলদারত্ব নেই, কোনো সংঘর্ষও হয়নি। গত ৪ অক্টোবর দীর্ঘ সাত বছর পর হলগুলোতে আসন বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা ফলাফলের ভিত্তিতে আসন বরাদ্দ পেয়েছেন।

অন্য বিশ্ববিদ্যালয়ের চিত্র

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও গত ১৬ জুলাই রাতে ছাত্রলীগকে বিতাড়িত করেন শিক্ষার্থীরা। সরকার পতনের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কনিষ্ঠ শিক্ষার্থীসহ সবাই নিজের আসন বুঝে পেয়েছেন। আগে ক্যাম্পাসে গেস্টরুমে নির্যাতন ও র‌্যাগিংয়ের যে সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতি এখন আর নেই। ফলে ক্যাম্পাসে আতঙ্কের পরিবেশ নেই।

জুলাই গণ-অভ্যুত্থানে হামলার সরাসরি মদদ ও নির্দেশ দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর, সাবেক ডিনসহ কয়েকজন শিক্ষক ক্যাম্পাসে ফিরতে পারেননি।

জাহাঙ্গীরনগরে ছাত্র সংসদ নির্বাচনের জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ১ ফেব্রুয়ারি জাকসুর তফসিল ঘোষণার কথা থাকলেও ছাত্রদলসহ কয়েকটি সংগঠনের আপত্তির মুখে প্রশাসন সেটি ঘোষণা করতে ব্যর্থ হয়।

আওয়ামী লীগের পতনের পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) হলগুলোতেও দখলদারত্বের অবসান হয়েছে। অবশ্য এই বিশ্ববিদ্যালয়ে এখনো কেউ ছাত্র সংসদ নির্বাচনের দাবি তোলেনি।

আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগের বিভিন্ন উপপক্ষের দলাদলি ও মারামারিতে কিছুদিন পরপরই উত্তপ্ত হতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। হলগুলো ছাত্রলীগের বিভিন্ন পক্ষের দখলে ছিল। ৫ আগস্টের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও কোনো ছাত্রসংগঠনের দখলদারত্ব নেই, কোনো সংঘর্ষও হয়নি। গত ৪ অক্টোবর দীর্ঘ সাত বছর পর হলগুলোতে আসন বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা ফলাফলের ভিত্তিতে আসন বরাদ্দ পেয়েছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এখন পর্যন্ত ২০টির বেশি কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা, বিভিন্ন ছাত্রসংগঠনও নির্বাচন চেয়ে বিবৃতি দিয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগ সিট–বাণিজ্য করত। কিন্তু ৫ আগস্টের পর সব কটি হলে এখন শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন নিয়ে মৌখিক পরীক্ষার মাধ্যমে হল কর্তৃপক্ষ আসন বরাদ্দ দিচ্ছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের নির্যাতনের ঘটনা নেই।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখনো শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও নিরাপত্তার ঘাটতি রয়েছে বলে জানান রাকসু আন্দোলন মঞ্চের সদস্যসচিব আমান উল্লাহ খান। তিনি বলেন, অনেকেই সেশনজটে ধারাবাহিকভাবে পড়ে আছে। তাঁরা দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছেন। বর্তমান উপাচার্য বলেছেন, চলতি মাস ফেব্রুয়ারিতেই নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।

আওয়ামী লীগের পতনের পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) হলগুলোতেও দখলদারত্বের অবসান হয়েছে। অবশ্য এই বিশ্ববিদ্যালয়ে এখনো কেউ ছাত্র সংসদ নির্বাচনের দাবি তোলেনি।

আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছাত্রলীগের দখলে ছিল। কিন্তু ৫ আগস্টের পর যাঁরা আসন বরাদ্দ পেয়েছেন, তাঁরাই হলে থাকছেন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফুলপরী খাতুনের ওপর ছাত্রলীগের নির্যাতনের ঘটনা ব্যাপক আলোচিত হয়েছিল। কিন্তু গত ছয় মাসে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি। এই বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ নির্বাচনের দাবি উঠেছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবির তাদের কার্যক্রম চালাচ্ছে। তবে কারও একক আধিপত্য নেই। ৫ আগস্টের পর ক্যাম্পাসে খেলাধুলা বেড়েছে। এই বিশ্ববিদ্যালয়ে এখন প্রশাসনিকভাবে আসন বণ্টন হচ্ছে। গণরুম বিলুপ্ত হয়েছে, ‘গেস্টরুম’ নির্যাতনও বন্ধ হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে হলের নামফলক পরিবর্তন ছাড়া তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। এই বিশ্ববিদ্যালয়ে আবাসনসংকট প্রকট হচ্ছে, শিক্ষকসংকটও আছে। ক্যাম্পাসে রাজনৈতিক অস্থিরতার কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। আন্দোলনে সরাসরি হামলায় জড়িতরা ছাড়া ছাত্রলীগের অন্য নেতা-কর্মীরা ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারছেন।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আবাসিক হলে মেধার ভিত্তিতে আসন বণ্টনের চেষ্টা চলছে। এখানে গত ছয় মাসে গেস্টরুম নির্যাতনের কোনো অভিযোগ ওঠেনি। কুয়েটে ছাত্রলীগের পদধারী নেতারা ক্লাস-পরীক্ষা দিতে আসছেন না।

[প্রতিবেদনে তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা]

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ৫ আগস ট র পর ল গ সরক র র র জন ত ক ক স গঠন র র হলগ ল হলগ ল ত ন হয় ছ অবস ন আসন ব আওয় ম অবশ য র অবস

এছাড়াও পড়ুন:

সন্তান পরীক্ষায়, বাবা-মা উৎকণ্ঠায়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা গত রবিবার (৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে। চলবে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

নয় দিনব্যাপী এ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা গেছে অভিভাবক-শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। ভেতরে পরীক্ষা চলতে থাকলেও কেন্দ্রের বাইরে দেখা যায় ভিন্ন এক পরিবেশ। পরীক্ষার্থীদের সঙ্গে আসা বাবা-মাসহ স্বজনদের কেন্দ্রের বাইরে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতে দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে থেকেই কেন্দ্রে কেন্দ্রে পরীক্ষার্থীদের সারি সারি লাইন সারিবদ্ধভাবে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন স্বেচ্ছাসেবীরা। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের পূর্ব মুহূর্তে বাবা-মায়ের কাছ থেকে দোয়া নিচ্ছেন পরীক্ষার্থীরা। তারা কেউ এসেছেন বাবার সঙ্গে, কেউ মায়ের সঙ্গে। আবার কারো বাবা-মা দুজনই এসেছেন।

একদিনে সাধারণত পাঁচটি শিফটে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। প্রতিটি শিফটে ১ ঘণ্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ১ ঘণ্টার প্রতীক্ষা যেন ১ যুগেরও বেশি সময়ের অনুভূতি দেয় বাইরে অপেক্ষারত অভিভাবকদের। তাদের চোখে-মুখে উৎকণ্ঠার চাপ স্পষ্ট।

পরীক্ষা কেন্দ্রের পাশেই গাছের ছায়ায়, জেলা সমিতি বা বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ছাত্রসংগঠনের সহায়তা কেন্দ্রগুলোতে কিংবা ক্যাম্পাসের ঘাসের ওপর মাদুর পেতে বা মাদুর ছাড়াই বসে থাকেন অভিভাবকরা। কেউ সন্তানদের পরীক্ষায় পাঠিয়ে পুরো সময়ই দাঁড়িয়ে থাকেন কেন্দ্রের সামনে। যেন কথা বলার মতোও সময় নেই তাদের।

তবে অনেক অভিভাবকদের বসে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অন্যের সঙ্গে কথা বলে সময় পার করতেও দেখা গেছে। কেউ আবার পত্রিকার পাতায় চোখ বুলিয়ে নিচ্ছেন।

মঙ্গলবার সকাল ১০টা ২৫ মিনিটে ছিল ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা। এ শিফটে ছাত্ররা পরীক্ষা দিচ্ছেন। এর আগে প্রথম শিফটে ছাত্রীদের পরীক্ষা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের পরীক্ষা কেন্দ্রের সামনের বাগানে ঘাসের উপরে বসে আছেন এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর মা। সঙ্গে ছিল তার আরেক সন্তান। মধ্যবয়সী এ ভদ্রমহিলার নাম মুহসেনা বেগম। তিনি সাভারের নবীনগর থেকে এসেছেন।

তিনি রাইজিংবিডিকে বলেন, “আমার বাসার কাছেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছেলে একাই আসতে চেয়েছিল। কিন্তু আমার মন মানেনি। তাই এক সঙ্গে এসেছি। আমার ইচ্ছা ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাক। বাসার কাছে থাকলে আমারো চিন্তা কম হবে।”

এরপরের শিফটে ছিল গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা। পরীক্ষা চলাকালে ঢাকা থেকে আগত ডা. আনওয়ারুল হককে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন একটি সিড়িতে একা বসে থাকতে দেখা যায়। বয়স ষাটোর্ধ্ব হবে। চেহারায় উৎকণ্ঠার ছাপ।

কেমন আছেন জিজ্ঞেস করতেই তিনি রাইজিংবিডিকে বলেন, “নতুন কলা ভবনে ছোট মেয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিচ্ছে। পরীক্ষায় ঠিকভাবে উত্তর করতে পারছে কি না এ নিয়ে চিন্তা হচ্ছে। উচ্চতর গণিতে কিছুটা দূর্বল সে। পরীক্ষার হলে নার্ভাস হয়ে গেলে সহজ উত্তরও ভুল হতে পারে।”

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনের বাগানে ফুলের গাছের ছায়ায় ঘাসের উপর মাদুর পেতে বসেছিলেন অভিভাবক শামসুল আলম ও রাশেদা খাতুন। কথা হয় তাদের সঙ্গে।

শামসুল আলম বলেন, “ঠাকুরগাঁও থেকে এসেছি। মেয়ে ‘এ’ ইউনিটের পরীক্ষা দিচ্ছে। আমি একাই ওকে পরীক্ষা দিতে নিয়ে আসতে চেয়েছিলাম। কিন্তু ওর মা একা বাসায় চিন্তা করবে, তাই দুজনই সঙ্গে এসেছি।”

সমাজবিজ্ঞান অনুষদের সামনে কথা হলো আব্দুল আউয়াল নামের এক বৃদ্ধ অভিভাবকের সঙ্গে। তার নাতনিকে কেন্দ্রে প্রবেশ করিয়ে অপেক্ষা করছেন তিনি।

কথা হতেই জানালেন, তার বড় ছেলের মেয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছে। ছেলে ব্যাবসার কাজে দেশের বাহিরে থাকায় তিনি নাতনিকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে এসেছেন।

তিনি বলেন, “আমার নাতনি আমার অনেক আদরের। ছোটবেলা থেকেই সে মেধাবী ও পড়ুয়া। সে অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করুক এবং মানুষের মত মানুষ হয়ে দেশ, জাতি ও পরিবারের কল্যাণে কাজ করুক, এটাই সৃষ্টিকর্তার কাছে চাওয়া।”

নির্দিষ্ট শিফটের পরীক্ষা শেষ হওয়া মাত্রই দেখা গেল অভিভাবকরা যে যেখানে ছিলেন দ্রুত এসে কেন্দ্রের সামনে জড়ো হয়ে দাঁড়িয়ে পড়লেন। বের হতেই সন্তানকে জড়িয়ে আদর করলেন, কেউবা পরীক্ষা কেমন হলো জিজ্ঞাসা করলেন। সন্তানের এলোমেলো উত্তরে মনে কিছুটা সংশয় থাকলেও এবার বাড়ি ফেরার পালা। সন্তানদেরকে হাতে ধরে বাড়ির পথে ফিরতে শুরু করলেন তারা।

এবারের ভর্তি পরীক্ষা রবিবার (৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে। চলবে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। নয় দিনব্যাপী এবারের ভর্তি পরীক্ষায় মোট ১ হাজার ৮১৪টি আসনের বিপরীতে ২ লাখ ৬২ হাজার ৪৯০টি আবেদন জমা পড়েছে। সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে প্রায় ১৪৫ জন শিক্ষার্থী লড়বেন।

ভর্তি পরীক্ষার ফলাফলসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।

ঢাকা/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • জাহাঙ্গীরনগরে সি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি পরীক্ষার্থী ১২১
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ই’ ইউনিটের ফল প্রকাশ, দেখুন
  • জাবির ভর্তি পরীক্ষার দায়িত্বে স্কুলের শিক্ষক
  • অপূর্ণাঙ্গ প্রশ্নে জাবির ‘এ’ ইউনিটের পরীক্ষা
  • সন্তান পরীক্ষায়, বাবা-মা উৎকণ্ঠায়
  • জাহাঙ্গীরনগরে দোকানে চাঁদা দাবির অভিযোগে নেতাকে অব্যাহতি দিল ছাত্রদল
  • জাহাঙ্গীরনগরে ছাত্রদলের টাঙানো ব্যানার খুলে ফেলার ঘটনায় বিক্ষোভ
  • জাবিতে ছাত্রদলের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ
  • ভর্তি পরীক্ষা: যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা জাবি প্রশাসনের