বিসিএসের গেজেট থেকে প্রার্থী বাদ না দেওয়ার আইন করছে পিএসসি
Published: 13th, February 2025 GMT
গেজেট থেকে যাতে বাদ দেওয়া না হয়, সে জন্য আইন সংশোধন করতে যাচ্ছে পিএসসি। শিগগিরই এ বিষয়ে পদক্ষেপে নিতে যাচ্ছে পিএসসি। পিএসসির একজন কর্মকর্তা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুনবিসিএস লিখিত পরীক্ষায় গণিত বাদ দেওয়ার সুপারিশ১২ ফেব্রুয়ারি ২০২৫বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের অতীত যাছাইয়ের জন্য একটি নতুন নিয়মের খসড়া প্রণয়ন করেছে। বর্তমানে এটি খসড়া পর্যায়ে রয়েছে এবং শিগগিরই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো (শেয়ার) হবে। নতুন নিয়ম অনুমোদিত হলে প্রার্থীদের অতীত মূল্যায়নে স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত হবে। এ ছাড়া যদি কোনো প্রার্থীর নাম মনগড়াভাবে বা যুক্তিসংগত কারণ ছাড়া সুপারিশের তালিকা থেকে বাদ দেওয়া হয়, তবে তার জন্য প্রয়োজনীয় রক্ষাকবচ খসড়া আইনে রাখা হয়েছে।
আরও পড়ুননাসা ইন্টার্নশিপ, হাইস্কুল ও কলেজের শিক্ষার্থীদের সুযোগ২ ঘণ্টা আগেএ আইনের সম্ভাব্য প্রভাব সম্পর্কে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, ‘এটি একটি ব্যতিক্রমী দলিল, যা তথ্য যাচাইয়ের নামে যেকোনো অন্যায্য কার্যক্রমের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে কাজ করবে। আমরা এটি জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লবের চেতনা সামনে রেখে প্রণয়ন করেছি। আমাদের লক্ষ্য পিএসসিকে একটি শিক্ষার্থী ও প্রার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।’ তিনি আরও বলেন, ‘এই আইন গৃহীত হলে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের হয়রানি লাঘব হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প এসস
এছাড়াও পড়ুন:
খুলনায় চরমপন্থি নেতা শাহীনকে গুলি করে হত্যা
খুলনায় চরমপন্থি নেতা শেখ শাহীনুল হক শাহীনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে খুলনা থানার বাগমারা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
নিহত শাহীন নগরীর দৌলতপুর থানার কার্তিককুল এলাকার শেখ আব্দুর রশিদের ছেলে। সে খুলনা নগরীর দৌলতপুরের আলোচিত শহীদ ওরফে হুজি শহীদ হত্যা মামলাসহ ৩টি মামলার আসামি।
খুলনা থানার ওসি সানোয়ার হোসেন মাসুম বলেন, ‘রাতে সন্ত্রাসীরা গুলি করে শাহীনকে হত্যা করেছে। তার মাথায় গুলির দুটি চিহ্ন রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি।’
তিনি আরও জানান, দৌলতপুর থেকে শাহীনকে ডেকে বাগমারা এলাকায় নিয়ে তার পরিচিত কেউ তাকে হত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
এর আগে রাত ১০টার দিকে নগরীর শের-এ-বাংলা রোডের হাজীবাড়ি এলাকায় রনি নামের এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে আহত করা হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।