Samakal:
2025-02-13@09:45:58 GMT

স্মরণীয় প্রেমের সিনেমা

Published: 13th, February 2025 GMT

স্মরণীয় প্রেমের সিনেমা

কাসাব্ল্যাঙ্কা

কাসাব্ল্যাঙ্কায় জনপ্রিয় ক্যাফে চালায় যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত রিক ব্লেইন। ঘটনাক্রমে ট্রানজিটের দুটো কাগজ পায় ব্লেইন। এই শহরেই সে আবিষ্কার করে সাবেক প্রেমিকা ইলসাকে। ইলসার স্বামী লাজলো চেকেস্লোভাকিয়ার বিদ্রোহী নেতা, জার্মানরা যাকে হন্যে হয়ে খুঁজছে। ইলসা জানে, কেবল ব্লেইনই সাহায্য করতে পারবে তাদের। ঈর্ষাকাতর ব্লেইন কি সাহায্য করবে? সে কি ছিনিয়ে নেবে তাঁর ভালোবাসাকে, নাকি পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবে তাকে। প্রেমিকার স্বামীর ব্যাপারে বা কী পদক্ষেপ নেবে সে? এ উত্তরগুলো পেতে আপনাকে দেখতে হবে সিনেমাটি। ১৯৪২ সালে মুক্তি পাওয়া এ সিনেমাটি পরিচালনা করেছেন মাইকেল কার্টিজ। এতে অভিনয় করেছেন হামফ্রি বোগার্ট, ইনগ্রিড বার্গম্যান প্রমুখ। ছবিটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে গণ্য করা হয়।

গন উইথ দ্য উইন্ড

১৯৩৯ সালের ছবি। ভিক্টর ফ্লেমিং পরিচালিত এ সিনেমাটি নির্মিত হয়েছে মার্গারেট মিচেলের লেখা একই নামের উপন্যাস থেকে। ১০৩৭ পৃষ্ঠার ঢাউস উপন্যাস ‘গন উইথ দ্য উইন্ড’ প্রথম প্রকাশিত হয় ১৯৩৬ সালে। এ উপন্যাস পুলিৎজার পুরস্কারও পায়। প্রযোজক ডেভিড ও সেলজনিক উপন্যাস ছাপা হওয়ার পর পরই লেখকের কাছ থেকে এর চলচ্চিত্র কিনে নেন ৫০ হাজার ডলারে। তখন পর্যন্ত এটিই ছিল কোনো উপন্যাসের সর্বোচ্চ দাম। প্রায় ৫০ লাখ মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এ ছবি ১৯৩৯ সালের ১৫ ডিসেম্বর আটলান্টায় মুক্তি পায়। মুক্তির আগে ছবির প্রচারণা চলে তিন বছর ধরে। মুক্তি পাওয়ার পর শুধু হলিউডে নয়, সারা বিশ্বেই এ ছবি একটি ইতিহাস হয়ে ওঠে। অস্কারে ১৩ নমিনেশন ও ১০টি পুরস্কার পায় এ ছবি।

রোমান হলিডে

১৯৫৩ সালে মুক্তি পাওয়া ছবিটি পরিচালনা করেছেন উইলিয়াম ওয়াইলার। এ সিনেমাটি চলচ্চিত্রপ্রেমীর কাছে ভালোবাসার ছবি, আবেগের নাম। চলচ্চিত্রবোদ্ধাদের রায়ে ধ্রুপদি সিনেমা। এ সিনেমার শেষ দৃশ্য বুকের মধ্যে যেমন হাহাকার জাগায়, মন খারাপ করিয়ে দেয়। অড্র্রে হেপবার্ন ও গ্রেগরি পেক অভিনীত ‘রোমান হলিডে’ তিনটি অস্কারসহ, গোল্ডেন গ্লোব ও আমেরিকান রাইটার্স গিল্ডের পুরস্কারও পায়। 

ওয়েস্ট সাইড স্টোরি

শেক্সপিয়ারের অমর সৃষ্টি রোমিও অ্যান্ড জুলিয়েট-অনুপ্রাণিত এ ছবির গল্প। নিউইয়র্ক শহরে রাস্তার দুই মাস্তান দলের মধ্যে মহাবিরোধ। জেটস বনাম শার্কস একে অপরের ছায়াও সহ্য করতে নারাজ। দুই শত্রুগোষ্ঠীর দুই তরুণ-তরুণীর মধ্যে অলৌকিক প্রেম বাসা বাঁধে। জেটস দলের নেতা টনি প্রেমে পড়ে শার্কস দলনেতা বার্নার্ডোর বোন মারিয়ার। কী ভবিষ্যৎ এই প্রেমের? মিউজিক্যাল ধাঁচের এ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৬১ সালে। ছবির পরিচালক রবার্ট ওয়াইজ ও জেরম রবিনস।

অ্যান অ্যাফেয়ার টু রিমেম্বার

নিকি হচ্ছে ‘প্লেবয়’, প্রেম তার কাছে ছেলেখেলা। ইউরোপ থেকে নিউইয়র্কের জাহাজে করে যাওয়ার সময় নিকের সঙ্গে পরিচয় টেরির। দু’জনের মধ্যে হয়ে গেল প্রেম। কথা ছিল ছয় মাস পর এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের ছাদে আবার দেখা হবে দু’জনের। দুর্ভাগ্যজনক দুর্ঘটনার শিকার হয়ে টেরি যেতে পারল না নির্দিষ্ট দিনে। অপেক্ষা করে ভাঙা মন নিয়ে ফিরে এলো নিকি। ভাবল, হয়তো টেরি সত্যিই তাকে ভালোবাসেনি। হয়তো সে বিয়েথাও করে ফেলেছে। কখনোই কি দেখা হবে না নিকি-টেরির? পরিচালনা করেছেন লিও ম্যাকক্যারি। ১৯৫৭ সালে মুক্তি পায় ছবিটি। মূল চরিত্রে অভিনয় করেছেন ক্যারি গ্র্যান্ট এবং ডেবরা কের। 

টাইটানিক

মূল চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডিকাপ্রিও এবং কেট উইন্সলেট। নর্থ আটলান্টিক সমুদ্রের বুকে সৃষ্টি একটি মানবিক প্রেম এবং তার করুণ সমাপ্তি নিয়ে তৈরি টাইটানিক ছবিটি। ১৯৯৭ সালে নির্মিত একটি ট্র্যাজেডিক প্রেমকাহিনি টাইটানিক। বিপুল জনপ্রিয়তার সঙ্গে এই ছবিটি অস্কার জয় করে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: চলচ চ ত র উপন য স পর চ ল কর ছ ন

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানের মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলা, নিহত ১

আফগানিস্তানের নগর উন্নয়ন ও গৃহায়ণ মন্ত্রণালয়ে আজ বৃহস্পতিবার আত্মঘাতী হামলায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। তালেবান সরকারের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। খবর আল অ্যারাবিয়া নিউজের। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, “আত্মঘাতী হামলাকারী মন্ত্রণালয়ে প্রবেশ করতে চেয়েছিল। হামলাকারীকে নিরাপত্তা বাহিনীর একজন গুলি করে। এরপর বিস্ফোরণের ফলে তার কাছে থাকা আরেকজন নিহত এবং তিনজন আহত হয়।”

২০২১ সালে তালেবানরা ক্ষমতায় ফিরে আসা এবং তাদের বিদ্রোহের অবসান ঘটানোর পর থেকে আফগানিস্তানে সহিংসতা হ্রাস পেয়েছে। তবে ইসলামিক স্টেট অব সিরিয়া অ্যান্ড লেভান্ট (আইএসআইএস) গোষ্ঠী প্রায়শই তাদের শাসনকে চ্যালেঞ্জ করে বন্দুক ও বোমা হামলা চালিয়ে থাকে।

আরো পড়ুন:

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫
আফগানিস্তানের দল ঘোষণা, ফিরলেন ইব্রাহিম

রশিদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে আফগানিস্তানের সিরিজ জয়

বৃহস্পতিবারের এ হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।

তবে, ডিসেম্বরে তালেবান সরকারের শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানিকে তার কাবুল অফিসে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে হত্যার ঘটনায় আইএসআইএস দায় স্বীকার করে। 

এই গোষ্ঠীটি গতকাল বুধবার উত্তর আফগানিস্তানের একটি ব্যাংকে আত্মঘাতী বোমা হামলার দায়ও স্বীকার করেছে। ওই হামলায় আটজন নিহত হন।

২০২৩ সালে তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আইএসআইএসের দাবি করা এক হামলায় ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন।

ক্ষমতায় ফিরে আসার পর থেকে তালেবান সরকার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছে। বিশ্লেষকরা বলছেন, তালেবান সরকার ব্যাপক দমন-পীড়নের মাধ্যমে আইএসআইএসকে দমন করতে কিছুটা সাফল্য পেয়েছে।

তবে, এই গোষ্ঠীটি সক্রিয় রয়েছে। তালেবান সরকারের কর্মকর্তা, বিদেশি পর্যটক ও বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে।

তালেবান সরকারের দেওয়া হতাহতের সংখ্যা ও স্থানীয় কর্মকর্তাদের প্রতিবেদনের তথ্যের মধ্যে প্রায়শই পার্থক্য দেখা যায়। 

আফগানিস্তানে আইএসআইএসের আঞ্চলিক শাখাটি ‘আইএসআইএস খোরাসান’ নামে পরিচিত। ২০১৫ সালে এটি প্রতিষ্ঠিত হয়।

২০২১ সালের আগস্টে কাবুল বিমানবন্দর থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময় বোমা হামলা চালিয়ে ১৩ জন মার্কিন সেনার সঙ্গে প্রায় ১৭০ জন আফগানকে হত্যা করার মাধ্যমে গোষ্ঠীটি আন্তর্জাতিক মহলে ব্যাপক পরিচিতি পায়।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ