ব্রিটিশ কাউন্সিল কালচার অ্যান্ড ক্রিয়েটিভিটি অ্যাওয়ার্ড পেলেন শাহমান মৈশান
Published: 13th, February 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক শাহমান মৈশান ‘ব্রিটিশ কাউন্সিল কালচার অ্যান্ড ক্রিয়েটিভিটি অ্যাওয়ার্ড’ লাভ করেছেন। ‘ইউকে স্টাডি অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৫’-এর আওতায় সংস্কৃতি ও সৃজনশীলতা ক্যাটাগরিতে স্কলার-নাট্যকার-নির্দেশক হিসেবে তিনি এই অ্যাওয়ার্ড লাভ করেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় ব্রিটিশ কাউন্সিল প্রাঙ্গণে এক অনুষ্ঠানে তাঁর হাতে সংস্কৃতি ও সৃজনশীলতা ক্যাটাগরিতে ‘ইউকে স্টাডি অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৫’ তুলে দেওয়া হয়। যুক্তরাজ্যে যাঁরা উচ্চশিক্ষা গ্রহণ করে নিজ দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ কাজের মাধ্যমে অবদান রাখেন, তাঁদের ব্রিটিশ কাউন্সিল এই পুরস্কার দেয়। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের দেওয়া হয় মেডেল, সনদ ও অর্থ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহমান মৈশান উত্তর-ঔপনিবেশিক বাংলাদেশে আধুনিক নাট্যরূপ বিষয়ে একজন পণ্ডিত, গবেষক, নাট্যকার ও নাট্যনির্দেশক।
তাঁর কাজে নাট্যশিল্প ও অভিনয়ের শিকড়, ইতিহাস ও সাংস্কৃতিক পরিবেশনাবিষয়ক সমালোচনাধর্মী উপস্থাপনা প্রতিফলিত হয়। তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনিভার্সিটির শেক্সপিয়ার ইনস্টিটিউট থেকে রাজনৈতিক শেক্সপিয়ার এবং আন্তসাংস্কৃতিক পারফরম্যান্সের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সৃজনশীলতার নতুন ভাষা তৈরিতে অবদান রাখার জন্য তাঁকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেলেন প্রীতি চক্রবর্তী
নারী নেতৃত্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ‘বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী। শনিবার রাজধানীর একটি হোটেলে এই সম্মাননা প্রদান করা হয়।
এনআরবি ওয়ার্ল্ড ও বিজনেস আমেরিকা ম্যাগাজিনের যৌথ উদ্যোগে সাপ্তাহিক অর্থকণ্ঠ–এর ২৫ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রীতি চক্রবর্তী একজন সুদক্ষ স্বাস্থ্য উদ্যোক্তা ও সমাজসেবী। নারীর ক্ষমতায়নে তিনি এক উজ্জ্বল ব্যক্তি। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের নেতৃত্বে তিনি স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
প্রীতি চক্রবর্তীর এই অর্জনে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল পরিবার গর্বিত ও আনন্দিত। তাঁদের আশা, এই সম্মাননা ভবিষ্যতের নারীনেত্রীদের অনুপ্রাণিত করবে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার প্রয়াত আশুতোষ চক্রবর্তী ও পুষ্প চক্রবর্তীর জ্যেষ্ঠ কন্যা।
বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের প্রভাবশালী নারী উদ্যোক্তা, করপোরেট নেতারা, সংস্কৃতি ও সংবাদমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।