ওয়ালটন ইউনিফাই অল ইন ওয়ান পিসিতে ১৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট
Published: 13th, February 2025 GMT
প্রযুক্তিপ্রেমী ক্রেতা এবং কর্পোরেট গ্রাহকদের জন্য ইউনিফাই অল ইন ওয়ান পিসিতে বিশেষ ডিসকাউন্ট সুবিধা ঘোষণা করেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এখন ওয়ালটনের অল ইন ওয়ান পিসি ক্রয়ে গ্রাহকরা সর্বনিম্ন ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাচ্ছেন। পাশাপাশি ইউনিফাই অল ইন ওয়ান পিসির সঙ্গে ফ্রি ব্লুটুথ কিবোর্ড ও মাউস কম্বো দিচ্ছে ওয়ালটন।
উল্লেখ্য, অল ইন ওয়ান পিসিতে মনিটরের সঙ্গে র্যাম, রমসহ কম্পিউটারের সব ধরনের যন্ত্রাংশ সংযোজিত থাকে। তারহীন স্লিম ডেস্ক কম্পিউটার সেটআপ হিসেবে অল ইন ওয়ান পিসি ক্রমেই দেশে জনপ্রিয় হয়ে উঠছে। বিভিন্ন কর্পোরেট অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠানে অল ইন ওয়ান পিসির চাহিদা বেড়েই চলছে।
আরো পড়ুন:
চট্টগ্রামে ওয়ালটন ব্যাটারির প্রোগ্রাম ‘জোন কানেক্ট ২০২৫’ অনুষ্ঠিত
৪২ ডিস্ট্রিবিউটর, প্লাজা ও কর্মকর্তাকে ‘ব্র্যান্ডিং হিরোজ’ পুরস্কার দিল ওয়ালটন
সহজে সেটআপ করার সুবিধা ও কম জায়গা প্রয়োজন হওয়ার পাশাপাশি অল ইন ওয়ান পিসিতে রয়েছে দৈনন্দিন কাজ করার শক্তিশালী প্রসেসর, দ্রুতগতির স্টোরেজ সহ প্রয়োজনীয় সব ফিচার। এছাড়া অনলাইন মিটিংয়ের জন্য এতে রয়েছে এইচডি ওয়েবক্যাম।
ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার মো.
বর্তমানে বাজারে রয়েছে ওয়ালটনের ৫টি ভিন্ন সিরিজের ২০টিরও বেশি মডেলের অল ইন ওয়ান পিসি যাতে ক্রেতাগণের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ফিচার যুক্ত করা রয়েছে। ইউনিফাই অল ইন ওয়ান পিসিগুলো এখন ডিসকাউন্টে ৪৪,৮৬৫ টাকা থেকে শুরু করে ৮৩,৯৩৭ টাকা পর্যন্ত মূল্যে আকর্ষণীয় ফিচারযুক্ত বিভিন্ন ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।
ওয়ালটন ইউনিফাই অলইনওয়ান পিসিতে রয়েছে ইন্টেলের কোর আই সেভেন ১২ জেনারেশন পর্যন্ত প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত র্যাম, দ্রুতগতির এসএসডি স্টোরেজ, ফুল এইচডি ডিসপ্লে, বিল্টইন ওয়াইফাই ও এইচডি ক্যামেরসহ প্রয়োজনীয় সকল ফিচার। সেই সঙ্গে রয়েছে ২ বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা।
ক্রেতাগণ অনলাইনে ওয়ালটনের অফিশিয়াল ওয়েবসাইট (https://waltondigitech.com/products/all-in-one-pc) অথবা নিকটস্থ ওয়ালটন প্লাজা থেকে ছাড়কৃত মূল্যে সকল ধরনের অল ইন ওয়ান পিসি ক্রয় করতে পারবেন।
ঢাকা/অগাস্টিন সুজন/ফিরোজ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কানাডার অটোয়া ইউনিভার্সিটির বৃত্তি, স্নাতকোত্তরে বছরে ৭৫০০ ও পিএইচডিতে ৯০০০ ডলার
নানা কারণে কানাডা বিদেশি শিক্ষার্থীদের অন্যতম গন্তব্য। যদিও সাম্প্রতিক সময়ে দেশটি বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা বেঁধে দিয়েছে। তবে এরপরও কম টিউশন ফি, আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা এবং নাগরিকত্ব ও চাকরির সুযোগের কারণে কানাডায় যেতে চান অনেকেই। কেউ কেউ পকেটের অর্থ খরচ করে কেউবা স্কলারশিপে দেশটিতে পড়তে যান। দেশটিতে আছে নানা স্কলারশিপের সুযোগ। তেমনি একটি ইউনিভার্সিটি অব অটোয়া অ্যাডমিশন স্কলারশিপ। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আবেদনপ্রক্রিয়া চলছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি অর্জনের সুযোগ পাবেন।
সুযোগ-সুবিধাঅটোয়া ইউনিভার্সিটি স্নাতকোত্তর ডিগ্রির জন্য প্রতিবছর সাড়ে ৭ হাজার ডলার ও পিএইচডি ডিগ্রির জন্য বছরে ৯ হাজার ডলার দেবে।
আবেদনের যোগ্যতা* আগ্রহীদের ভালো ফলাফল থাকতে হবে
* আইইএলটিএসে ন্যূনতম স্কোর ৭ থাকতে হবে।
আরও পড়ুনআয়ারল্যান্ড দিচ্ছে স্কলারশিপ, সুযোগ পাবেন যাঁরা০৯ ফেব্রুয়ারি ২০২৫প্রয়োজনীয় তথ্যপ্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে সিভি, সুপারিশের চিঠি, পাসপোর্টের অনুলিপি এবং একাডেমিক প্রতিলিপি সংযুক্ত করতে হবে। ইংরেজি ভাষা দক্ষতার সনদ দেখাতে হবে।
আরও পড়ুনশেখ পরিবারের নাম ১১ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাদ১৮ ঘণ্টা আগেছবি: বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইট থেকে নেওয়া