৩৫০ পেরিয়ে পাকিস্তানের প্রথম জয়, সবচেয়ে বেশিবার জিতেছে কারা
Published: 13th, February 2025 GMT
অবশেষে ওয়ানডেতে রান তাড়ায় ৩৫০ রানের লক্ষ্য ছুঁয়ে জিতল পাকিস্তান। কাল করাচিতে দক্ষিণ আফ্রিকার করা ৩৫২ রান ৬ উইকেট ও ৬ বল হাতে রেখে পেরিয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল। ৫০ ওভারের ক্রিকেটে ১৬তম চেষ্টায় এই প্রথম রান তাড়ায় ৩৫০ বা এর বেশি রানের লক্ষ্য ছুঁয়ে জিতল পাকিস্তান। অন্যদিকে এই প্রথম ৩৫০ রানের বেশি করেও হারল দক্ষিণ আফ্রিকা।
৫৪ বছরের ওয়ানডে ইতিহাসে ৩৫০ রানের লক্ষ্য ছুঁয়ে জয় পাওয়া পঞ্চম দল পাকিস্তান। এর আগে ৩৫০ পেরিয়ে জিতেছে দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
ওয়ানডে ক্রিকেট ৩৫০ পেরিয়ে কোনো দলকে প্রথম জিততে দেখে ২০০৬ সালের ১২ মার্চ। জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার করা ৪৩৪ রান ১ বল ও ১ উইকেট হাতে রেখে পেরিয়ে জিতে যায় দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে রান তাড়ার বিশ্ব রেকর্ড এটিই। ওই ম্যাচের পর আর কোনো দল ৪০০ পেরিয়ে জিততে পারেনি।
রেকর্ড রান তাড়ায় ১৭৫ রান করার পথে দক্ষিণ আফ্রিকার হারশেল গিবস.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম
এছাড়াও পড়ুন:
‘নিষিদ্ধ’ নাসির কি ফিরছেন ক্রিকেটে
ক্যারিয়ারজুড়েই নানা বিতর্কের সঙ্গে জড়িয়েছেন ক্রিকেটার নাসির হোসেন। ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে আইফোন ‘উপহার’ পাওয়ার তথ্য গোপন করায় তাঁকে সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি।
২০২৪ সালের জানুয়ারিতে পাওয়া সে নিষেধাজ্ঞা শেষ হবে আগামী মাসে। নাসিরের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা যেন কার্যকর না হয়—এ জন্য আইসিসিতেও কথা বলেছে বিসিবি। সব ঠিক থাকলে ৭ এপ্রিল তাঁর নিষেধাজ্ঞা শেষ হবে।
আর তাহলে চলমান ঢাকা প্রিমিয়ার লিগেও দেখা যেতে পারে নাসিরকে। ক্রিকেটে ফিরতে এরই মধ্যে অনুশীলনও শুরু করেছেন এই অলরাউন্ডার। প্রিমিয়ার লিগে নিজের ঠিকানা খুঁজে পাওয়ার প্রাথমিক আলাপও শুরু হয়েছে।
আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ–জিম্বাবুয়ে টেস্ট সিরিজ। জাতীয় দলের ক্রিকেটারদের তখন ঢুকে যেতে হবে আন্তর্জাতিক ক্রিকেটের আবহে। ওই সময় বিকল্প হিসেবে নাসিরকে দলে নেওয়ার কথা ভাবছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।