অবশেষে ওয়ানডেতে রান তাড়ায় ৩৫০ রানের লক্ষ্য ছুঁয়ে জিতল পাকিস্তান। কাল করাচিতে দক্ষিণ আফ্রিকার করা ৩৫২ রান ৬ উইকেট ও ৬ বল হাতে রেখে পেরিয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল। ৫০ ওভারের ক্রিকেটে ১৬তম চেষ্টায় এই প্রথম রান তাড়ায় ৩৫০ বা এর বেশি রানের লক্ষ্য ছুঁয়ে জিতল পাকিস্তান। অন্যদিকে এই প্রথম ৩৫০ রানের বেশি করেও হারল দক্ষিণ আফ্রিকা।

৫৪ বছরের ওয়ানডে ইতিহাসে ৩৫০ রানের লক্ষ্য ছুঁয়ে জয় পাওয়া পঞ্চম দল পাকিস্তান। এর আগে ৩৫০ পেরিয়ে জিতেছে দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

ওয়ানডে ক্রিকেট ৩৫০ পেরিয়ে কোনো দলকে প্রথম জিততে দেখে ২০০৬ সালের ১২ মার্চ। জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার করা ৪৩৪ রান ১ বল ও ১ উইকেট হাতে রেখে পেরিয়ে জিতে যায় দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে রান তাড়ার বিশ্ব রেকর্ড এটিই। ওই ম্যাচের পর আর কোনো দল ৪০০ পেরিয়ে জিততে পারেনি।

রেকর্ড রান তাড়ায় ১৭৫ রান করার পথে দক্ষিণ আফ্রিকার হারশেল গিবস.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম

এছাড়াও পড়ুন:

বিএসসির পরিচালনা পর্ষদ সভা ১৭ ফেব্রুয়ারি

পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেডের (বিএসসি) পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩৫ মিনিটে কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

 

ঢাকা/এনটি/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ