নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল র্যাংগস ইলেকট্রনিক্স
Published: 13th, February 2025 GMT
র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কাস্টমার কেয়ার, র্যাংগস ইলেকট্রনিক্স সার্ভিস টিম বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: কাস্টমার কেয়ার, র্যাংগস ইলেকট্রনিক্স সার্ভিস টিম।
পদসংখ্যা: ০৫টি
শিক্ষাগত যোগ্যতা: আর্টস (বিএ)
অন্যান্য যোগ্যতা: সফটওয়্যার এবং ইআরপি সিস্টেমে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৭ ফেব্রুয়ারি ২০২৫
.উৎস: Samakal
কীওয়ার্ড: চ কর
এছাড়াও পড়ুন:
রাজশাহীতে বৈষম্যবিরোধী কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদ্য ঘোষিত কমিটি নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজশাহী কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি মনিচত্বর, সাহেববাজার ও কুমারপাড়া ঘুরে সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিল থেকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘ভুয়া কমিটি মানি না, মানব না’, ‘পকেট কমিটি বাতিল করো, করতে হবে’— এমন নানা স্লোগান দেন।
পরে সমাবেশে আবদুর রহিম, আদিব মাহমুদ, শাহাদাত হোসেন, মোশাররফ হোসেন ফিরোজ, নিসাত তাসনীম, হাফিজ সরকার প্রমুখ বক্তব্য দেন। তারা আগামী শনিবারের (১৫ ফেব্রুয়ারি) মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগর কমিটি বাতিলের দাবি জানান।
তারা বলেন, প্রকৃত বিপ্লবীদের বাদ দিয়ে কমিটি করা হয়েছে। শনিবারের মধ্যে কমিটি বাতিল না হলে রোববার (১৬ ফেব্রুয়ারি) থেকে তারা নগরের তালাইমারি মোড়ে অবস্থান কর্মসূচি পালন করবে।
ছয় মাসের জন্য গত ৩০ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পরদিনই কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেন কিছু শিক্ষার্থীরা। তাদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবারও বিক্ষোভ-সমাবেশ হয়।
ঢাকা/কেয়া/বকুল