১. দেশব্যাপী সন্ত্রাসবাদ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এবং অপরাধীদের আইনের আওতায় নিতে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে এক বিশেষ অভিযান শুরু করা হয়—

ক. ৪ ফেব্রুয়ারি ২০২৫

খ. ৬ ফেব্রুয়ারি ২০২৫

গ. ৮ ফেব্রুয়ারি ২০২৫

ঘ. ১০ ফেব্রুয়ারি ২০২৫

উত্তর: গ. ৮ ফেব্রুয়ারি ২০২৫

২. ২০২৫ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান—

ক.

৮৭তম

খ. ৯৩তম

গ. ৯৬তম

ঘ. ১০০তম

উত্তর: খ. ৯৩তম

আরও পড়ুনডাক অধিদপ্তরে আবারও বড় নিয়োগ, পদ ২৫৫২২ ঘণ্টা আগে

৩. উইন্ডোজে ইউনিকোডভিত্তিক বাংলা লেখার জন্য অভ্র কি–বোর্ড সফটওয়্যারটি আবির্ভূত হয়—

ক. ১ জানুয়ারি ২০০৫

খ. ১৬ ডিসেম্বর ২০০১

গ. ২১ ফেব্রুয়ারি ২০০৭

ঘ. ২৬ মার্চ ২০০৩

উত্তর: ঘ. ২৬ মার্চ ২০০৩

৪. বিবিএসের চূড়ান্ত হিসাবে ২০২৩-২৪ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে—

ক. ৪ দশমিক ২২ শতাংশ

খ. ৪ দশমিক ৭৯ শতাংশ

গ. ৩ দশমিক ৫৬ শতাংশ

ঘ. ৫ দশমিক ০২ শতাংশ

উত্তর: ক. ৪ দশমিক ২২ শতাংশ

৫. জুলাই গণ–অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ চিত্রায়িত করে অবমুক্ত করা স্মারক ডাকটিকিটের মূল্যমান—

ক. ২ টাকা

খ. ৫ টাকা

গ. ১০ টাকা

ঘ. ২০ টাকা

উত্তর: গ. ১০ টাকা

৬. ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান—

ক. ১১তম

খ. ১৪তম

গ. ১৬তম

ঘ. ১৭তম

উত্তর: খ. ১৪তম; ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)

৭. প্রথমবারের মতো বাফুফের আনুষ্ঠানিক কিট স্পনসর করবে কোন ব্র্যান্ড?

ক. অ্যাপেক্স

খ. খেলা ঘর

গ. ওয়াকার

ঘ. দৌড়

উত্তর: ঘ. দৌড়

আরও পড়ুননাসা ইন্টার্নশিপ, হাইস্কুল ও কলেজের শিক্ষার্থীদের সুযোগ১ ঘণ্টা আগে

৮. বর্তমানে বাংলাদেশে তৈরি পোশাক ও বস্ত্র খাতে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা কয়টি?

ক. ২৩৭টি

খ. ২১৩টি

গ. ২৭৭টি

ঘ. ১৯৬টি

উত্তর: ক. ২৩৭টি

৯. ২০২৫ সালে সাংবাদিকতায় ‘একুশে পদক’–এর জন্য মনোনীত হয়েছেন—

ক. মাহফুজ উল্লা (মরণোত্তর)

খ. মাহমুদুর রহমান

গ. মঈদুল হাসান

ঘ. মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)

উত্তর: ক. মাহফুজ উল্লা (মরণোত্তর)

১০. বিপিএলের এবারের আসরের ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছেন—

ক. তানজিদ হাসান

খ. তামিম ইকবাল

গ. মেহেদী হাসান মিরাজ

ঘ. তাসকিন আহমেদ

উত্তর: গ. মেহেদী হাসান মিরাজ

১১. সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশন বাংলাদেশকে কয়টি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে?

ক. ৩টি

খ. ৪টি

গ. ৫টি

ঘ. ৬ টি

উত্তর: খ. ৪টি

১২. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয়—

ক. ২ হাজার ৭৩৮ মার্কিন ডলার

খ. ২ হাজার ৩৬৭ মার্কিন ডলার

গ. ২ হাজার ২২৮ মার্কিন ডলার

ঘ. ২ হাজার ৮৯০ মার্কিন ডলার

উত্তর: ক. ২ হাজার ৭৩৮ মার্কিন ডলার

১৩. সম্প্রতি চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ প্রকল্প থেকে সরে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে—

ক. ইন্দোনেশিয়া

খ. ব্রাজিল

গ. অস্ট্রিয়া

ঘ. পানামা

উত্তর: ঘ. পানামা

আরও পড়ুনবিসিএস লিখিত পরীক্ষায় গণিত বাদ দেওয়ার সুপারিশ১২ ফেব্রুয়ারি ২০২৫

১৪. জাতিসংঘের বর্তমান মানবাধিকারবিষয়ক হাইকমিশনার—

ক. মিশেল বাশলে

খ. নাভি পিল্লাই

গ. ফলকার টুর্ক

ঘ. কেট গিলমোর

উত্তর: গ. ফলকার টুর্ক

১৫. ২০২৫ সালের এয়ারলাইনস অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছে—

ক. কাতার এয়ারওয়েজ

খ. কোরিয়ান এয়ার

গ. এয়ার ফ্রান্স

ঘ. সিঙ্গাপুর এয়ারলাইনস

উত্তর: খ. কোরিয়ান এয়ার

১৬. ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ গঠিত হয় কবে?

ক. ২৬ জুন ২০২৪

খ. ২৯ জুন ২০২৪

গ. ১ জুলাই ২০২৪

ঘ. ৭ জুলাই ২০২৪

উত্তর: গ. ১ জুলাই ২০২৪

আরও পড়ুনসপ্তাহের আলোচিত চাকরির পরীক্ষার প্রশ্ন-১৪০৬ ফেব্রুয়ারি ২০২৫

১৭. ২০২৫ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে শীর্ষে অবস্থানকারী দেশ—

ক. যুক্তরাষ্ট্র

খ. সিঙ্গাপুর

গ. সুইডেন

ঘ. নিউজিল্যান্ড

উত্তর: খ. সিঙ্গাপুর

১৮. সম্প্রতি বাংলাদেশ সরকার কোথায় নতুন স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা করেছে?

ক. নাইক্ষ্যংছড়ি, বান্দরবান

খ. ধামইরহাট, নওগাঁ

গ. শেরপুর, ময়মনসিংহ

ঘ. কলারোয়া, সাতক্ষীরা

উত্তর: ক. নাইক্ষ্যংছড়ি, বান্দরবান

১৯. মৌর্য সম্রাজ্যের প্রতিষ্ঠাতা—

ক. চন্দ্রগুপ্ত মৌর্য

খ. অশোক

গ. বিন্দুসার

ঘ. বিষ্ণুগুপ্ত

উত্তর: ক. চন্দ্রগুপ্ত মৌর্য

২০. বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার (রেপো রেট)—

ক. ৮ দশমিক ৫ শতাংশ

খ. ৯ শতাংশ

গ. ৯ দশমিক ৫ শতাংশ

ঘ. ১০ শতাংশ

উত্তর: ঘ. ১০ শতাংশ

* লেখক: নওশিন সাদিয়া, শিক্ষার্থী

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ২০২৫ স ল দশম ক

এছাড়াও পড়ুন:

শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে এমবিএতে বৃত্তি : নগদ অর্থ নয়, মিলবে অর্থছাড়

যাঁরা বিদেশে বিশেষ করে যুক্তরাজ্যে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (এমবিএ) পড়তে চান, তাঁদের জন্য নানা সুযোগ দিচ্ছে দেশটির শেফিল্ড বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্কুল ৫০ শতাংশ টিউশন ফি মওকুফের সঙ্গে এমবিএতে বৃত্তি দেবে। ম্যানেজমেন্ট স্কুলটি ২০২৫ সালের সেপ্টেম্বরে এমবিএ প্রোগ্রামে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এ সুযোগ রেখেছে। যুক্তরাজ্যের মতো দেশে এমবিএর টিউশন ফি অনেক বেশি। তাই ৫০ শতাংশ টিউশন ফি মওকুফ পেলে শিক্ষার্থীদের পড়াশোনার খরচ কমবে। বৃত্তিটি শুধু সেসব শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য, যাঁরা বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির প্রস্তাব পেয়েছেন। এ বৃত্তি সরাসরি টিউশন ফিতে প্রযোজ্য হবে, কোনো নগদ অর্থ প্রদান করা হবে না।

আরও পড়ুনআইইএলটিএস প্রস্তুতি, ইংরেজির স্পষ্ট উচ্চারণের জন্য প্রতিদিন করণীয়১৩ মার্চ ২০২৫আবেদনের মানদণ্ড—

শিক্ষার্থীদের এ বৃত্তির জন্য আলাদা করে আবেদন জমা দেওয়ার প্রয়োজন নেই

এমবিএ প্রোগ্রামে ভর্তি হওয়া সব আবেদনকারী এ সুযোগের জন্য বিবেচিত হবেন

আবেদনপত্র, জমা দেওয়া নথি এবং ভর্তির সাক্ষাৎকারে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে নির্বাচন করা হবে প্রার্থী

যে সব শিক্ষার্থী ইতিমধ্যে অন্য কোনো বৃত্তি বা আর্থিক সহায়তা পেয়েছেন, তাঁরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না

নির্বাচনপ্রক্রিয়া—

বিশ্ববিদ্যালয়ের নির্বাচন প্যানেল আবেদনকারীর এসওপি, রিকমেন্ডেশন লেটার এবং অন্য সহায়ক নথির ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হবে শিক্ষার্থীদের। প্রার্থীদের নিম্নলিখিত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর (২০০ শব্দের মধ্যে) দিয়েও মূল্যায়ন করা হবে

আপনি কেন এমবিএ করতে চান

আপনার শক্তি কী এবং কোন ক্ষেত্রে উন্নতি প্রয়োজন

শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ আপনার ক্যারিয়ার এগিয়ে নিতে কীভাবে অবদান রাখবে

পেশাদার নানা অর্জন আপনার ক্যারিয়ারের লক্ষ্যের সঙ্গে কীভাবে সামঞ্জস্যপূর্ণ?

এসব প্রশ্নের উত্তরের ওপর ভিত্তি করে আবেদনকারীর একটি স্কোর বরাদ্দ করা হবে।

বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, এইচএসসি পাস ১৮-৩৫ বয়সীর সুযোগ, ভাতা দৈনিক ২০০০৬ মার্চ ২০২৫আরও পড়ুনইউনিসেফের ইয়ং লিডারস প্রোগ্রাম, বয়স ৩০-এর নিচে হলে করুন আবেদন ১২ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • টাইম ম্যাগাজিনের ‘দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অব ২০২৫’–এ স্থান পেল আশুলিয়ার জেবুন নেসা মসজিদ
  • আজ টিভিতে যা দেখবেন (১৭ মার্চ ২০২৫)
  • শিল্পোদ্যোক্তা ও সমাজসেবক
  • দুই রাউন্ড শেষে শীর্ষে ২৯ জন
  • পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, পদ ২৫
  • ৭২ ঘন্টার বিশ্রাম ছাড়া ম্যাচ খেলতে নামবে না রিয়াল
  • শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে এমবিএতে বৃত্তি : নগদ অর্থ নয়, মিলবে অর্থছাড়
  • পড়ে আছে ২৭৫ কোটি টাকার অবকাঠামো
  • হোলি উৎসবে বন্ধ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি
  • বেনাপোল বন্দরে আজ আমদানি-রপ্তানি বন্ধ