জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ই’ ইউনিটের ফল প্রকাশ, দেখুন
Published: 13th, February 2025 GMT
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। দুই শিফটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণদের তালিকাও প্রকাশ করা হয়েছে আলাদাভাবে। ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে এ তালিকা দেখা যাবে। ‘ই’ ইউনিটের ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।
গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। প্রথম দুই শিফটে ‘ই’ ইউনিটের অন্তর্ভুক্ত বিসনেজ স্টাডিজ অনুষদের পরীক্ষা নেওয়া হয়েছিল। এর মধ্যে প্রথম শিফটে নারী ও দ্বিতীয় শিফটে ছেলে শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রশ্নের ধরন, নম্বর বিভাজন ও মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ০৬ ফেব্রুয়ারি ২০২৫একই সঙ্গে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণদের তালিকাও প্রকাশ করা হয়েছে আলাদাভাবে।
এদিকে আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ছয় শিফটে ‘সি’ ইউনিটে কলা ও মানবিক অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম তিন শিফটে মেয়েদের এবং পরবর্তী তিন শিফটে ছেলে শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার শেষ দিন ১৭ ফেব্রুয়ারি ১ম শিফটে ‘সি-১’ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের (ছেলেমেয়ে উভয়) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরের তিন শিফটে ‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম দুই শিফটে মেয়েদের এবং তৃতীয় শিফটে ছেলেদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুননাসা ইন্টার্নশিপ, হাইস্কুল ও কলেজের শিক্ষার্থীদের সুযোগ১ ঘণ্টা আগেএ ছাড়া সি-১ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের লিখিত পরীক্ষায় (এমসিকিউ) উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২৩ ফেব্রুয়ারি (রোববার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে উপস্থিত থাকতে হবে এবং চারুকলা বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
*ভর্তি পরীক্ষার ফলাফল দেখুন এখানে
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ র পর ক ষ পর ক ষ র র ফল ফল প রথম
এছাড়াও পড়ুন:
সন্তান পরীক্ষায়, বাবা-মা উৎকণ্ঠায়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা গত রবিবার (৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে। চলবে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
নয় দিনব্যাপী এ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা গেছে অভিভাবক-শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। ভেতরে পরীক্ষা চলতে থাকলেও কেন্দ্রের বাইরে দেখা যায় ভিন্ন এক পরিবেশ। পরীক্ষার্থীদের সঙ্গে আসা বাবা-মাসহ স্বজনদের কেন্দ্রের বাইরে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতে দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে থেকেই কেন্দ্রে কেন্দ্রে পরীক্ষার্থীদের সারি সারি লাইন সারিবদ্ধভাবে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন স্বেচ্ছাসেবীরা। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের পূর্ব মুহূর্তে বাবা-মায়ের কাছ থেকে দোয়া নিচ্ছেন পরীক্ষার্থীরা। তারা কেউ এসেছেন বাবার সঙ্গে, কেউ মায়ের সঙ্গে। আবার কারো বাবা-মা দুজনই এসেছেন।
একদিনে সাধারণত পাঁচটি শিফটে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। প্রতিটি শিফটে ১ ঘণ্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ১ ঘণ্টার প্রতীক্ষা যেন ১ যুগেরও বেশি সময়ের অনুভূতি দেয় বাইরে অপেক্ষারত অভিভাবকদের। তাদের চোখে-মুখে উৎকণ্ঠার চাপ স্পষ্ট।
পরীক্ষা কেন্দ্রের পাশেই গাছের ছায়ায়, জেলা সমিতি বা বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ছাত্রসংগঠনের সহায়তা কেন্দ্রগুলোতে কিংবা ক্যাম্পাসের ঘাসের ওপর মাদুর পেতে বা মাদুর ছাড়াই বসে থাকেন অভিভাবকরা। কেউ সন্তানদের পরীক্ষায় পাঠিয়ে পুরো সময়ই দাঁড়িয়ে থাকেন কেন্দ্রের সামনে। যেন কথা বলার মতোও সময় নেই তাদের।
তবে অনেক অভিভাবকদের বসে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অন্যের সঙ্গে কথা বলে সময় পার করতেও দেখা গেছে। কেউ আবার পত্রিকার পাতায় চোখ বুলিয়ে নিচ্ছেন।
মঙ্গলবার সকাল ১০টা ২৫ মিনিটে ছিল ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা। এ শিফটে ছাত্ররা পরীক্ষা দিচ্ছেন। এর আগে প্রথম শিফটে ছাত্রীদের পরীক্ষা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের পরীক্ষা কেন্দ্রের সামনের বাগানে ঘাসের উপরে বসে আছেন এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর মা। সঙ্গে ছিল তার আরেক সন্তান। মধ্যবয়সী এ ভদ্রমহিলার নাম মুহসেনা বেগম। তিনি সাভারের নবীনগর থেকে এসেছেন।
তিনি রাইজিংবিডিকে বলেন, “আমার বাসার কাছেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছেলে একাই আসতে চেয়েছিল। কিন্তু আমার মন মানেনি। তাই এক সঙ্গে এসেছি। আমার ইচ্ছা ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাক। বাসার কাছে থাকলে আমারো চিন্তা কম হবে।”
এরপরের শিফটে ছিল গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা। পরীক্ষা চলাকালে ঢাকা থেকে আগত ডা. আনওয়ারুল হককে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন একটি সিড়িতে একা বসে থাকতে দেখা যায়। বয়স ষাটোর্ধ্ব হবে। চেহারায় উৎকণ্ঠার ছাপ।
কেমন আছেন জিজ্ঞেস করতেই তিনি রাইজিংবিডিকে বলেন, “নতুন কলা ভবনে ছোট মেয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিচ্ছে। পরীক্ষায় ঠিকভাবে উত্তর করতে পারছে কি না এ নিয়ে চিন্তা হচ্ছে। উচ্চতর গণিতে কিছুটা দূর্বল সে। পরীক্ষার হলে নার্ভাস হয়ে গেলে সহজ উত্তরও ভুল হতে পারে।”
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনের বাগানে ফুলের গাছের ছায়ায় ঘাসের উপর মাদুর পেতে বসেছিলেন অভিভাবক শামসুল আলম ও রাশেদা খাতুন। কথা হয় তাদের সঙ্গে।
শামসুল আলম বলেন, “ঠাকুরগাঁও থেকে এসেছি। মেয়ে ‘এ’ ইউনিটের পরীক্ষা দিচ্ছে। আমি একাই ওকে পরীক্ষা দিতে নিয়ে আসতে চেয়েছিলাম। কিন্তু ওর মা একা বাসায় চিন্তা করবে, তাই দুজনই সঙ্গে এসেছি।”
সমাজবিজ্ঞান অনুষদের সামনে কথা হলো আব্দুল আউয়াল নামের এক বৃদ্ধ অভিভাবকের সঙ্গে। তার নাতনিকে কেন্দ্রে প্রবেশ করিয়ে অপেক্ষা করছেন তিনি।
কথা হতেই জানালেন, তার বড় ছেলের মেয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছে। ছেলে ব্যাবসার কাজে দেশের বাহিরে থাকায় তিনি নাতনিকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে এসেছেন।
তিনি বলেন, “আমার নাতনি আমার অনেক আদরের। ছোটবেলা থেকেই সে মেধাবী ও পড়ুয়া। সে অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করুক এবং মানুষের মত মানুষ হয়ে দেশ, জাতি ও পরিবারের কল্যাণে কাজ করুক, এটাই সৃষ্টিকর্তার কাছে চাওয়া।”
নির্দিষ্ট শিফটের পরীক্ষা শেষ হওয়া মাত্রই দেখা গেল অভিভাবকরা যে যেখানে ছিলেন দ্রুত এসে কেন্দ্রের সামনে জড়ো হয়ে দাঁড়িয়ে পড়লেন। বের হতেই সন্তানকে জড়িয়ে আদর করলেন, কেউবা পরীক্ষা কেমন হলো জিজ্ঞাসা করলেন। সন্তানের এলোমেলো উত্তরে মনে কিছুটা সংশয় থাকলেও এবার বাড়ি ফেরার পালা। সন্তানদেরকে হাতে ধরে বাড়ির পথে ফিরতে শুরু করলেন তারা।
এবারের ভর্তি পরীক্ষা রবিবার (৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে। চলবে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। নয় দিনব্যাপী এবারের ভর্তি পরীক্ষায় মোট ১ হাজার ৮১৪টি আসনের বিপরীতে ২ লাখ ৬২ হাজার ৪৯০টি আবেদন জমা পড়েছে। সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে প্রায় ১৪৫ জন শিক্ষার্থী লড়বেন।
ভর্তি পরীক্ষার ফলাফলসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।
ঢাকা/মেহেদী