এক মাস পানি খেয়ে বেঁচে ছিল বিড়ালটি
Published: 13th, February 2025 GMT
জাপানে একটি বিড়ালকে নিয়ে হইচই পড়ে গেছে। অনেকেই বিড়ালটিকে ‘মিরাকল’ নামে ডাকছে। একটি ফ্ল্যাটে এক মাসের বেশি সময় আটকে থাকার পরও প্রাণীটি বেঁচে ছিল শৌচাগারের পানি আর মালিকের ফেলে যাওয়া সামান্য বাসি খাবার খেয়ে।
অবশ্য এই সময়ে বিড়ালটি অনেকটাই মৃত্যুর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। অচেতন অবস্থায় প্রাণীটিকে উদ্ধার করা হয়।
জাপানে প্রাণী অধিকার সুরক্ষায় কাজ করে ‘অ্যানিমেল রেসকিউ টানপোপো’। গত বছরের আগস্টে সংস্থাটির সদস্যরা ওসাকার একটি খালি ফ্ল্যাট থেকে বিড়ালটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। ফ্ল্যাটের মেঝেতে খালি মদের ক্যান, আবর্জনা ও বাসি খাবার ছড়িয়ে পড়ে ছিল।
জাপানের একটি টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়, মিরাকল শৌচাগারের পানি আর বাসি খাবার খেয়ে কোনোমতে প্রাণ রক্ষা করেছে।
যে দলটি মিরাকলকে উদ্ধার করেছে, চিয়াকি হোন্ডা ছিলেন তাঁদের নেতা। তিনি বলেন, শৌচাগারের পাশে বিড়ালটিকে পড়ে থাকতে দেখে তিনি প্রথমে ভেবেছিলেন সেটি জীবিত নেই। কিন্তু যখনই তিনি বুঝতে পারেন প্রাণীটি অচেতন হয়ে পড়ে আছে, দ্রুত সেটিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
হাসপাতালে শুরুতে আক্রমণাত্মক আচরণ করত মিরাকল। সেটি মাথায় ও পায়ে ক্ষতচিহ্ন ছিল।
পুলিশ ৩ ফেব্রুয়ারি মিরাকলের সাবেক মালিককে গ্রেপ্তার করেছে। ২৭ বছরের ওই তরুণী স্বীকার করেছেন, তিনি ফ্ল্যাটের মালিককে কিছু না জানিয়ে গত জুলাই মাসে তাঁর ভাড়া করা ফ্ল্যাটে মিরাকলকে ফেলে গিয়েছিলেন।
ওই নারীর বিরুদ্ধে প্রাণী নির্যাতনের অভিযোগে তদন্ত চলছে। জাপানের প্রাণিকল্যাণ ও ব্যবস্থাপনা আইন অনুযায়ী, দোষী সাব্যস্ত হলে তাঁর এক বছরের কারাদণ্ড এবং ১০ লাখ ইয়েন জরিমানা হতে পারে।
মিরাকলকে দত্তক নিতে অনলাইনে আবেদনের বন্যা বইছে। তবে অ্যানিমেল রেসকিউ টানপোপো নিজেরাই বিড়ালটি রেখে দিতে চায়। কারণ, সেটির হৃদ্যন্ত্র ও কিডনিতে জটিলতা রয়েছে এবং প্রাণীটি শুধু দামি ‘ক্যাট ফুড’ খায়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম র কল
এছাড়াও পড়ুন:
নগদের প্রশাসকের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি
মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘নগদ’-এর প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, ঢাকা (বিবিওডব্লিউসিডি)।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিবিওডব্লিউসিডির সভাপতি এ কে এম মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবন স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে এ দাবি জানানো হয়।
প্রতিবাদলিপিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের পরিচালক এবং মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ-এ কেন্দ্রীয় ব্যাংকের নিযুক্ত প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার ১২ ফেব্রুয়ারি (বুধবার) বিকেলে অফিস থেকে ফেরার পথে রাজধানীর বনানী এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। হামলায় তার গাড়িচালকও আহত হন এবং গাড়ি ভাঙচুর করা হয়। বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, ঢাকা এ ঘটনার তীব্র নিন্দা জানায় ও হামলার সঙ্গে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার ও তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করছে। বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল হামলায় আহত পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারের দ্রুত সুস্থতা কামনা করছে। তিনি ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।
বুধবার সকালে দুর্নীতি দমন কমিশনের একটি টিম নগদে অভিযান চালায়। তখন নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে নগদে ১ হাজার ৭০০ কোটি টাকা পাচার ও ৬৪৫ কোটি টাকার ই-মানি সংক্রান্ত অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। দুদক টিম এ-সংক্রান্ত নথি-পত্র সংগ্রহ করেছে এবং তারা বিষয়টি যাচাই-বাছাই করে দেখবে।
এর আগে মুহম্মদ বদিউজ্জামান দিদার নগদের সাবেক সিইওর কাছ থেকে হুমকির পরিপ্রেক্ষিতে নিরাপত্তা চেয়ে রাজধানীর বনানী থানায় গত ৫ সেপ্টেম্বর একটি সাধারণ ডায়েরি করেছিলেন। এর আগেও তার ওপর হামলার চেষ্টা করা হয়। বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল, ঢাকা এ সন্ত্রাসী হামলার বিষয়ে সরকারের পক্ষ থেকে অনতিবিলম্বে কঠোর ব্যবস্থা এবং দেশের ব্যাংক ও আর্থিক খাত সংস্কার-সংশ্লিষ্ট ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের বিশেষ নিরাপত্তার জোর দাবি জানাচ্ছি।
ঢাকা/এনএফ/রফিক