হ্যারি কেইন তাহলে ব্রান্ডন অব্রে হতে চাচ্ছেন!

অব্রে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগে (এনএফএল) দল ডালাস কাউবয়েজের কিকার। কিন্তু তাঁর ক্যারিয়ার শুরু হয়েছিল ফুটবলার হিসেবে। মেজর লিগ সকারে (এমএলএস)  টরন্টো এফসির রিজার্ভ দলে খেলেছেন। কেইনের সঙ্গে অব্রেকে মেলানো কেন? বায়ার্ন মিউনিখের এই ইংলিশ স্ট্রাইকারও যে এনএফএলে খেলতে চান!

আরও পড়ুনবায়ার্নের আনন্দের রাতে এসি মিলানের হারের বেদনা৫ ঘণ্টা আগে

সেল্টিক পার্কে গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগ প্লে–অফ প্রথম লেগে সেল্টিককে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাবটির হয়ে ৫৯ মিনিট দ্বিতীয় গোলটি করেন কেইন। জয়ের পর সিবিএস এর আলাপচারিতায় পেশাদার আমেরিকান ফুটবল লিগে খেলার ইচ্ছা প্রকাশ করেন ৩১ বছর বয়সী এ স্ট্রাইকার।

এনএফএলে নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের ভক্ত কেইন। এই প্রতিযোগিতার প্রতি ভালোবাসা প্রকাশ করে কেইন বলেছেন, ফুটবল ছেড়ে আমেরিকান ফুটবলে ‘যোগ দেওয়ার ভাবনাটা আমার মাথায় আছে।’

চ্যাম্পিয়নস লিগে কাল রাতে গোল পেয়েছেন কেইন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন ফ টবল

এছাড়াও পড়ুন:

চূড়ান্ত হলো ভারতের বাংলাদেশ সফরের সূচি

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগস্টে বাংলাদেশ সফরে আসবে, তা আইসিসির ভবিষ্যৎ সূচি পরিকল্পনায় (এফটিপি) আগে থেকেই ছিল। আজ সেই দুটি সিরিজের দিনক্ষণ জানিয়ে দিল বিসিবি।

সব ঠিক থাকলে আগামী ১৩ আগস্ট ঢাকায় আসবে ভারতীয় দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে হবে ১৭ ও ২০ আগস্ট। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) শেষ ওয়ানডে ২৩ আগস্ট।

বন্দর নগরীতেই প্রথম টি-টোয়েন্টি ২৬ আগস্ট। এরপর দুই দল ঢাকায় ফিরে মিরপুরে শেষ দুই টি-টোয়েন্টি খেলবে ২৯ ও ৩১ আগস্ট। পরদিন ১ সেপ্টেম্বর ঢাকা ছাড়বে ভারতীয় দল।

ভারতের বাংলাদেশ সফরের সূচি

২০২২ সালের ডিসেম্বরের পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছে ভারত। সেবার ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। তবে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছিল।

আরও পড়ুন‘নন স্টপ’ ক্রিকেটে নেই দম ফেলার ফুরসত০৪ এপ্রিল ২০২৫

বাংলাদেশের মাটিতে দুই দল এর আগে একাধিকবার টেস্ট ও ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে। তবে এবারই প্রথম টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ