হ্যারি কেইন তাহলে ব্রান্ডন অব্রে হতে চাচ্ছেন!

অব্রে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগে (এনএফএল) দল ডালাস কাউবয়েজের কিকার। কিন্তু তাঁর ক্যারিয়ার শুরু হয়েছিল ফুটবলার হিসেবে। মেজর লিগ সকারে (এমএলএস)  টরন্টো এফসির রিজার্ভ দলে খেলেছেন। কেইনের সঙ্গে অব্রেকে মেলানো কেন? বায়ার্ন মিউনিখের এই ইংলিশ স্ট্রাইকারও যে এনএফএলে খেলতে চান!

আরও পড়ুনবায়ার্নের আনন্দের রাতে এসি মিলানের হারের বেদনা৫ ঘণ্টা আগে

সেল্টিক পার্কে গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগ প্লে–অফ প্রথম লেগে সেল্টিককে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মান ক্লাবটির হয়ে ৫৯ মিনিট দ্বিতীয় গোলটি করেন কেইন। জয়ের পর সিবিএস এর আলাপচারিতায় পেশাদার আমেরিকান ফুটবল লিগে খেলার ইচ্ছা প্রকাশ করেন ৩১ বছর বয়সী এ স্ট্রাইকার।

এনএফএলে নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের ভক্ত কেইন। এই প্রতিযোগিতার প্রতি ভালোবাসা প্রকাশ করে কেইন বলেছেন, ফুটবল ছেড়ে আমেরিকান ফুটবলে ‘যোগ দেওয়ার ভাবনাটা আমার মাথায় আছে।’

চ্যাম্পিয়নস লিগে কাল রাতে গোল পেয়েছেন কেইন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন ফ টবল

এছাড়াও পড়ুন:

‘গোট’ মেসিকে দর্শক হিসেবে পেয়ে মাহোমেসের উচ্ছ্বাস

লিওনেল মেসিকে ‘গোট’ (G.O.A.T) ভাবার তালিকায় যোগ হলো আরেকটি নাম—প্যাট্রিক মাহোমেস। যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) দল কানসাস সিটি চিফসের কোয়ার্টারব্যাক। গতকাল রাতে লুইজিয়ানার সুপারডোমে অনুষ্ঠিত হয়ে গেল খেলাধুলার দুনিয়ায় আমেরিকান ফুটবলের সবচেয়ে চিত্তাকর্ষক ম্যাচ সুপার বোল। সেখানে অতিথি হিসেবে মেসি উপস্থিত হওয়ার আগেই তাঁকে তাঁর খেলায়, মানে ফুটবলে ‘সর্বকালের সেরা’ হিসেবে ঘোষণা করেন মাহোমেস।

আরও পড়ুন৪৮১ দিন পর একাদশে নেইমার, গোল নেই, ড্রিবলেও জিরো৭ ঘণ্টা আগে

মাহোমেসকে হালকা-পাতলা কেউ ভাবলে ভুল হবে। এনএফএলের ইতিহাসে যে পাঁচজন কোয়ার্টারব্যাক দলের একাদশের হয়ে ন্যূনতম তিনটি সুপার বোল জিতেছেন, মাহোমেস তাঁদের একজন। মেসির ছেলেরাও সম্ভবত তাঁর ভক্ত। ক্রিম রঙের অ্যাডিডাস ব্র্যান্ডের সোয়েটার পরে দুই ছেলে চিরো ও মাতেওকে নিয়ে সুপারডোমে গিয়েছিলেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন কিংবদন্তি। মাহোমেসের জার্সি ছিল তাঁর ছেলেদের গায়ে। যদি ধরে নেওয়া হয় মেসির ছেলেরা কানসাস সিটির সমর্থক হিসেবে সুপার বোলের ৫৯তম সংস্করণ দেখতে গিয়েছিল, তাহলে বলতে হবে, তাদের মনের ইচ্ছা পূরণ হয়নি। কানসাসকে ৪০-২২ ব্যবধানে হারিয়ে এ বার্ষিক প্রতিযোগিতাটি জিতেছে ফিলাডেলফিয়া ইগলস।

তবে যে-ই জিতুক, ন্যাশনাল ফুটবল কনফারেন্স (এনএফসি) ও আমেরিকান ফুটবল কনফারেন্সের (এএফসি) দুই চ্যাম্পিয়নের মধ্যে এ ম্যাচ নিয়ে তুমুল আগ্রহ ছিল অন্য খেলার তারকা থেকে বিনোদনজগতের তারকাদের মধ্যে। পপ তারকা টেলর সুইফট থেকে হলিউড কিংবদন্তি স্যামুয়েল এল জ্যাকসন, কেভিন কস্টনার, ব্র্যাডলি কুপার, অ্যান হ্যাথওয়ে, বিটলস কিংবদন্তি পল ম্যাকার্টনিও গিয়েছিলেন সুপার বোল দেখতে। ঢুঁ মেরেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। মেসির সঙ্গে সুপারডোমে ছিলেন তাঁর মায়ামি সতীর্থরা—জর্দি আলবা, লুইস সুয়ারেজ ও সের্হিও বুসকেতস। দক্ষিণ আমেরিকা সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরে প্রাক্‌–মৌসুমে অরল্যান্ডো সিটির বিপক্ষে শেষ ম্যাচ খেলার আগে অন্য রকম ফুটবল দেখতে গিয়েছিলেন তাঁরা।

আরও পড়ুনরিয়াল-আতলেতিকোর ঘাড়ে বার্সার নিশ্বাস, ধরাছোঁয়ার বাইরে যাচ্ছে বায়ার্ন ৯ ঘণ্টা আগে

মেসি এবারের সুপার বোলে কোন দলের সমর্থন দিয়েছেন, তা জানা যায়নি। তবে গত বছর একটি ফুটবল ম্যাচের আগে কানসাস সিটি তারকা মাহোমেসের সঙ্গে দেখা করেছিলেন মেসি। আর মাহোমেস মেসি সুপার বোল দেখতে যাওয়ার আগেই আর্জেন্টাইন কিংবদন্তিকে নিয়ে সংবাদমাধ্যমে বলে দিয়েছেন, ‘সে তার খেলার সর্বকালের সেরা (গোট)। এই ম্যাচে তার মতো কাউকে পাওয়াটা দারুণ ব্যাপার।’

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) শুরুর আগে মেসিকে নিয়ে বিজ্ঞাপনও করিয়ে নিয়েছে অ্যাপল টিভি। গত রোববার রাতে সুপার বোল শেষে বিজ্ঞাপনটি ছাড়া হয় অ্যাপল টিভির সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা যায়, আমেরিকান ফুটবলের চ্যাপটা বল নিয়ে ‘জাগলিং’ (কসরত) করছেন মেসি। কিছুক্ষণ কসরত করে একটি কিক নেন। তারপর ঘুরে চলে যাওয়ার সময় স্ক্রিনে লেখা ওঠে, ‘ফুটবল (football) শেষ হলে ফুটবল (futbol) শুরু হয়।’

২২ ফেব্রুয়ারি শুরু হবে এমএলএসের নতুন মৌসুম। সেদিন নিউইয়র্ক সিটি এফসির মুখোমুখি হবে মেসি-আলবাদের দল মায়ামি।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘গোট’ মেসিকে দর্শক হিসেবে পেয়ে মাহোমেসের উচ্ছ্বাস