ক্যাপ্টেন মো. আব্দুল বাসিত মাহতাবকে সভাপতি এবং ক্যাপ্টেন সাদাত জামিলকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বাংলাদেশ এয়ারলাইনস পাইলটস অ্যাসোসিয়েশনের (বাপা)। 

বুধবার এ তথ্য নিশ্চিত করেছে বিমানের জনসংযোগ বিভাগ। গত মঙ্গলবার রেজিঃ নং বি-২১৪৬ এর ২০২৫-২০২৬ সনের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় বলে জানান সংশ্লিষ্ট বিমান কর্মকর্তারা।

কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন মো.

মেহেদী হাসান। এ ছাড়া কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন মুনতাসির মাহবুব, যুগ্ম-সচিব (প্রশাসন) পদে ক্যাপ্টেন মানব দীপ্ত, যুগ্ম-সচিব (অপারেশনস) পদে ফার্স্ট অফিসার ইশতিয়াক আহমেদ এবং যুগ্ম-সচিব (সাম্প্রতিক বিষয়াবলী) পদে ক্যাপ্টেন আতিয়াব যুবায়ের নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটির নির্বাহী সদস্যরা হলেন ফার্স্ট অফিসার মো. সোলাইমান, মহসিন কামাল, শামির উদ্দিন আহমেদ, আবু জাফর মাহমুদ রাফসান, মো. রুবাব ইসলাম খান ও আলাউদ্দিন আল নোমান।

বিমানের মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম সমকালকে জানান, বাপা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিবন্ধিত ট্রেড ইউনিয়ন এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশনের (ইফালপা) একটি সক্রিয় সদস্য। এটি ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) সঙ্গে নিবিড়ভাবে কাজ করে থাকে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ধোবাউড়ায় পুকুর খনন করতে গিয়ে উদ্ধার হলো বুলেট

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের গবিন্দপুর গ্রামে একটি পুকুর খননের কাজ করতে গিয়ে ৬০টি পরিত্যক্ত রাইফেল বুলেট উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে তালুকদার বাড়ির পুকুর খননকালে শ্রমিক রমজান আলী কিছু গুলি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৬০টি বুলেট উদ্ধার করে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার জানিয়েছেন, উদ্ধারকৃত বুলেটগুলো বেশ পুরনো এবং ধারণা করা হচ্ছে, এগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের। 
তিনি আরো বলেন, এই ধরনের বুলেট দীর্ঘদিন আগে ব্যবহৃত হয়েছিল এবং এগুলো মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে।

এলাকাবাসীর মতে, এটি একটি গুরুত্বপূর্ণ ইতিহাসের অবশিষ্ট চিহ্ন হতে পারে, যা স্বাধীনতা সংগ্রামের সময়ের স্মৃতিকে স্মরণ করিয়ে দেয়।

পুলিশ বুলেটগুলো সংগ্রহ করে নিরাপদে থানায় নিয়ে গেছে।

সম্পর্কিত নিবন্ধ