আজ বৃহস্পতিবার সকাল সোয়া আটটার আইকিউএয়ারের মানসূচকে ঢাকার গড় বায়ুর মান ১৭২। এমন অবস্থাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।

আজ সকালে বিশ্বের ১২৪ নগরীর মধ্যে ঢাকার অবস্থান পঞ্চম। বায়ুদূষণে ঢাকার এ অবস্থান তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।

প্রতিষ্ঠানটি বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

রাজধানী ও এর আশপাশের এলাকাগুলোর মধ্যে যেসব এলাকায় বায়ুর মান মারাত্মক দূষিত, সেগুলোর মধ্যে আছে গোরান (২০৩), মিরপুরের ইস্টার্ন হাউজিং (১৬৬) ও ঢাকার মার্কিন দূতাবাস (১৫৮)।

আজ আইকিউএয়ারের দেওয়া সতর্কবার্তায় ঢাকাবাসীর উদ্দেশে পরামর্শ, বাইরে বের হলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২ দশমিক ৫-এর উপস্থিতি। ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে প্রায় ১০ গুণ বেশি।

দূষণসংক্রান্ত বিষয় নিয়ে গবেষণাপ্রতিষ্ঠান ক্যাপসের এক জরিপে দেখা গেছে, ডিসেম্বরে যত বায়ুদূষণ ছিল, তা গত ৯ বছরে সর্বোচ্চ। আবার গত জানুয়ারিতে দূষণের মান ছিল ৯ বছরের মধ্যে সর্বোচ্চ।

ঢাকায় গত জানুয়ারিতে একাধিক দিন বায়ুর মান ৩০০-এর বেশি হয়েছে। আজ অন্য বিভাগীয় শহরগুলোর বায়ুর মান চট্টগ্রামে ৯৫, রাজশাহীতে ১৬০ ও খুলনায় ১০১।

আরও পড়ুনঢাকায় ৯ বছরের মধ্যে সবচেয়ে দূষিত মাস ২০২৪-এর ডিসেম্বর০২ জানুয়ারি ২০২৫আরও পড়ুনঢাকায় বায়ুদূষণ কমার লক্ষণ নেই, জানুয়ারিতে ভয়াবহ ০৭ ফেব্রুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পানির নিচে ছবি তোলার পাশাপাশি ভিডিও করা যায় এই ৫জি স্মার্টফোনে

দেশের বাজারে ৫জি প্রযুক্তির নতুন স্মার্টফোন এনেছে অপো। ‘অপো রেনো১৩ ৫জি’ মডেলের পানিরোধী ফোনটিতে আন্ডারওয়াটার ফটোগ্রাফি প্রযুক্তি থাকায় পানির নিচে ছবি তোলার পাশাপাশি ভিডিও করা যায়। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অপো বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির এডিটিং টুলস থাকায় ছবি তোলার পর স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনা করা যায়। শুধু তা–ই নয়, এআই ইরেজার টুল ব্যবহার করে চাইলেই ছবিতে থাকা অবাঞ্ছিত কোনো ব্যক্তি বা স্থাপনা মুছে ফেলা সম্ভব। ফলে ব্যবহারকারীরা তাঁদের পছন্দের মুহূর্তকে নিখুঁতভাবে ক্যামেরাবন্দী করতে পারেন।

আরও পড়ুনপড়ে গেলে ভাঙে না, পর্দায় দাগও পড়ে না এই স্মার্টফোনে১৮ মার্চ ২০২৫

৬ দশমিক ৫৯ ইঞ্চি পর্দার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফলে সহজেই উন্নত রেজল্যুশনের ছবি ও ভিডিও দেখা যায়। ১২ গিগাবাইট র‍্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটিতে ৫ হাজার ৬০০ এমএএইচ ব্যাটারি থাকায় চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। সাদা ও নীল রঙে বাজারে আসা ফোনটির দাম ধরা হয়েছে ৬৯ হাজার ৯৯০ টাকা।

আরও পড়ুন১০ মিনিট চার্জ করে ৬ ঘণ্টা কথা বলা যায় এই ফোনে০৯ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ