কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিন চৌধুরী নিলয় (৪০) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি ইউনিয়নের ফকিরবাজার এলাকায় অজ্ঞাত বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। রাত সাড়ে ১০টার দিকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জসিম এশিয়ান টেলিভিশনের নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার গুণবতী ইউনিয়নের দশবাহ এলাকার প্রয়াত আবদুল খালেকের ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি ইউনিয়নের ফকিরবাজার এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জসিম আহত হন। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে জসিমকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান মিনু জানান, জসিম বাইক নিয়ে পদুয়া যাওয়া পথে বাসের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী ও ২ সন্তান রয়েছে। 

মিয়ারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, অজ্ঞাত বাসের ধাক্কায় সাংবাদিক জসিম উদ্দিন নিলয় আহত হন। লোকজন উদ্ধার করে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

জীবন বীমা করপোরেশনে চাকরি, নবম গ্রেডে পদ ৫৯

জীবন বীমা করপোরেশন জনবল নিয়োগে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে নবম গ্রেডে ৫৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সহকারী ম্যানেজার

পদসংখ্যা: ৫৯

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সম্মানসহ দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, ব্যবসায় প্রশাসন ও বাণিজ্য বিষয়ে ডিগ্রিপ্রাপ্তরা অগ্রাধিকার পাবেন। (চার বছর মেয়াদি অনার্স ডিগ্রি, তিন বছর মেয়াদি অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রির সমতুল্য হিসেবে গণ্য হবে)।

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইট বা করপোরেশনের নিজস্ব ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে। ২০২২ সালের ২৭ এপ্রিল তারিখের ৫৩.১৯.৯০০১.০০২.১১.০৫৭.২২-৫৪৫ নম্বর স্মারকে জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যাঁরা ইতিপূর্বে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১৭ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ ২০২৫, বিকেল পাঁচটা পর্যন্ত।

সম্পর্কিত নিবন্ধ