Prothomalo:
2025-02-13@06:15:49 GMT

দারুণ গল্পের করুণ নির্মাণ

Published: 13th, February 2025 GMT

বেপরোয়া এক অটোচালক। একটি বাইকের পেছনে এলোমেলোভাবে ছুটছিল। একটু পরই সামনে আসে চালকের উদ্দেশ্য। বাইকে ধাক্কা দিয়ে নির্মমভাবে খুন করে বাইকের চালককে। কী এই খুনের কারণ? কে করে এই খুন? পরবর্তী দৃশ্যে দেখা যায়, ফাতেমা আর দুলু মিয়া মেলায় ঘুরে বেড়াচ্ছে। দুলু মিয়া ফাতেমার মুখে হাসি ফোটানোর জন্য নানা চেষ্টা করছে। কিন্তু ফাতেমার মুখে হাসি নেই। দুলু মিয়া একপর্যায়ে অনুরোধ করে বলে ওঠে, ‘একটু হাসো না, ফাতেমা। একবার। সারাটা দিন তোমার মুখে একটু হাসি দেখার জন্য কত কিছু করলাম।’

একনজরে
সিনেমা: ‘দরদ’
জনরা: রোমান্টিক সাইকো থ্রিলার
স্ট্রিমিং প্লাটফর্ম: আইস্ক্রিন
রানটাইম: ২ ঘণ্টা ২১ মিনিট
অভিনয়: শাকিব খান, সোনাল চৌহান, পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেব, ইমতু রাতিশ, সাফা মারওয়া

অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমার শুরুটা এভাবেই হয়। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমাটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়। বড় উৎসব ছাড়াই গত বছরের ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। কিন্তু মুক্তির পর সিনেমাটি হলে বেশি দিন চলেনি। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে গত ১৬ জানুয়ারি মুক্তি পায় ‘দরদ’। মুক্তির আগে ছবিটি নিয়ে অনেক প্রত্যাশা ছিল দর্শকের। সেটা কতটা পূরণ করতে পারল সিনেমাটি?

প্রথমে আসা যাক গল্প নিয়ে। রহস্য, নিষ্ঠুরতা, ক্রমিক খুনি, প্রেম মিলিয়ে ‘দরদ’-এর ট্রেলার ভক্তদের মধ্যে সাড়া ফেলেছিল। ভারতের বেনারসের অলিগলি, গঙ্গার তীর, সিনেমার গানে যেভাবে ‘দরদ’–এর গল্প ফুটে উঠেছিল, তা বেশ আশাব্যঞ্জক ছিল।

‘দরদ’ ছবিতে শাকিব খানের সঙ্গে বলিউড তারকা সোনাল চৌহান.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জীবন বীমা করপোরেশনে চাকরি, নবম গ্রেডে পদ ৫৯

জীবন বীমা করপোরেশন জনবল নিয়োগে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে নবম গ্রেডে ৫৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সহকারী ম্যানেজার

পদসংখ্যা: ৫৯

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সম্মানসহ দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, ব্যবসায় প্রশাসন ও বাণিজ্য বিষয়ে ডিগ্রিপ্রাপ্তরা অগ্রাধিকার পাবেন। (চার বছর মেয়াদি অনার্স ডিগ্রি, তিন বছর মেয়াদি অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রির সমতুল্য হিসেবে গণ্য হবে)।

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইট বা করপোরেশনের নিজস্ব ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে। ২০২২ সালের ২৭ এপ্রিল তারিখের ৫৩.১৯.৯০০১.০০২.১১.০৫৭.২২-৫৪৫ নম্বর স্মারকে জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যাঁরা ইতিপূর্বে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১৭ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ ২০২৫, বিকেল পাঁচটা পর্যন্ত।

সম্পর্কিত নিবন্ধ