বেপরোয়া এক অটোচালক। একটি বাইকের পেছনে এলোমেলোভাবে ছুটছিল। একটু পরই সামনে আসে চালকের উদ্দেশ্য। বাইকে ধাক্কা দিয়ে নির্মমভাবে খুন করে বাইকের চালককে। কী এই খুনের কারণ? কে করে এই খুন? পরবর্তী দৃশ্যে দেখা যায়, ফাতেমা আর দুলু মিয়া মেলায় ঘুরে বেড়াচ্ছে। দুলু মিয়া ফাতেমার মুখে হাসি ফোটানোর জন্য নানা চেষ্টা করছে। কিন্তু ফাতেমার মুখে হাসি নেই। দুলু মিয়া একপর্যায়ে অনুরোধ করে বলে ওঠে, ‘একটু হাসো না, ফাতেমা। একবার। সারাটা দিন তোমার মুখে একটু হাসি দেখার জন্য কত কিছু করলাম।’
একনজরেসিনেমা: ‘দরদ’
জনরা: রোমান্টিক সাইকো থ্রিলার
স্ট্রিমিং প্লাটফর্ম: আইস্ক্রিন
রানটাইম: ২ ঘণ্টা ২১ মিনিট
অভিনয়: শাকিব খান, সোনাল চৌহান, পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেব, ইমতু রাতিশ, সাফা মারওয়া
অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমার শুরুটা এভাবেই হয়। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমাটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়। বড় উৎসব ছাড়াই গত বছরের ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। কিন্তু মুক্তির পর সিনেমাটি হলে বেশি দিন চলেনি। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে গত ১৬ জানুয়ারি মুক্তি পায় ‘দরদ’। মুক্তির আগে ছবিটি নিয়ে অনেক প্রত্যাশা ছিল দর্শকের। সেটা কতটা পূরণ করতে পারল সিনেমাটি?
প্রথমে আসা যাক গল্প নিয়ে। রহস্য, নিষ্ঠুরতা, ক্রমিক খুনি, প্রেম মিলিয়ে ‘দরদ’-এর ট্রেলার ভক্তদের মধ্যে সাড়া ফেলেছিল। ভারতের বেনারসের অলিগলি, গঙ্গার তীর, সিনেমার গানে যেভাবে ‘দরদ’–এর গল্প ফুটে উঠেছিল, তা বেশ আশাব্যঞ্জক ছিল।
‘দরদ’ ছবিতে শাকিব খানের সঙ্গে বলিউড তারকা সোনাল চৌহান.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘ইনসাফ যেন শুরু হয় জাতিসংঘের নিজের অফিস থেকে’
জাতিসংঘের তিনটি প্রতিষ্ঠানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিনজন আত্মীয় কাজ করছেন বলে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন, ‘আমি জাতিসংঘের মহাসচিবকে বলেছি, জাতিসংঘ যেহেতু ইনসাফ চায়, ইনসাফটা যেন শুরু হয় জাতিসংঘের নিজের অফিস থেকে।’
শনিবার দুপুরে বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠক শেষে বেরিয়ে গণমাধ্যমের কাছে এ কথাগুলো বলেন আসাদুজ্জামান ফুয়াদ। রাজধানীর শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ বৈঠক হয়।
আসাদুজ্জামান বলেন, ‘আমরা বলেছি, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় শেখ হাসিনার মেয়ে কাজ করছেন, ইউএনডিপিতে (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি) শেখ রেহানার ছেলে ববি কাজ করছেন এবং ববির স্ত্রী কাজ করছেন মাইগ্রেশন অর্গানাইজেশনে। আমরা বলেছি এই নিয়োগগুলোকে পুনর্বিবেচনা করার জন্য।’ এ ছাড়া বাংলাদেশে মানবাধিকার কমিশনের অস্থায়ী কার্যালয় খোলা যায় কি না, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য জাতিসংঘ যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটা যেন আরও বেগবান করা হয়—এসব বিষয়ে জাতিসংঘ মহাসচিবকে বলেছেন বলে জানান তিনি।
আজকের গোলটেবিল বৈঠকের আয়োজন করে জাতিসংঘের ঢাকা অফিস। এতে সরকারের প্রতিনিধি, সংস্কার কমিশনের প্রধানেরা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। বৈঠকে এবি পার্টি ছাড়াও বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), নাগরিক ঐক্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), আমার বাংলাদেশ (এবি) পার্টি ও গণসংহতি আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।
১৩ মার্চ বিকেলে চার দিনের সফরে বাংলাদেশে আসেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। দ্বিতীয় দিনে শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও আন্তোনিও গুতেরেস কক্সবাজারের উখিয়ায় শরণার্থীশিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেন।