বেপরোয়া এক অটোচালক। একটি বাইকের পেছনে এলোমেলোভাবে ছুটছিল। একটু পরই সামনে আসে চালকের উদ্দেশ্য। বাইকে ধাক্কা দিয়ে নির্মমভাবে খুন করে বাইকের চালককে। কী এই খুনের কারণ? কে করে এই খুন? পরবর্তী দৃশ্যে দেখা যায়, ফাতেমা আর দুলু মিয়া মেলায় ঘুরে বেড়াচ্ছে। দুলু মিয়া ফাতেমার মুখে হাসি ফোটানোর জন্য নানা চেষ্টা করছে। কিন্তু ফাতেমার মুখে হাসি নেই। দুলু মিয়া একপর্যায়ে অনুরোধ করে বলে ওঠে, ‘একটু হাসো না, ফাতেমা। একবার। সারাটা দিন তোমার মুখে একটু হাসি দেখার জন্য কত কিছু করলাম।’
একনজরেসিনেমা: ‘দরদ’
জনরা: রোমান্টিক সাইকো থ্রিলার
স্ট্রিমিং প্লাটফর্ম: আইস্ক্রিন
রানটাইম: ২ ঘণ্টা ২১ মিনিট
অভিনয়: শাকিব খান, সোনাল চৌহান, পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেব, ইমতু রাতিশ, সাফা মারওয়া
অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমার শুরুটা এভাবেই হয়। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমাটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়। বড় উৎসব ছাড়াই গত বছরের ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। কিন্তু মুক্তির পর সিনেমাটি হলে বেশি দিন চলেনি। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে গত ১৬ জানুয়ারি মুক্তি পায় ‘দরদ’। মুক্তির আগে ছবিটি নিয়ে অনেক প্রত্যাশা ছিল দর্শকের। সেটা কতটা পূরণ করতে পারল সিনেমাটি?
প্রথমে আসা যাক গল্প নিয়ে। রহস্য, নিষ্ঠুরতা, ক্রমিক খুনি, প্রেম মিলিয়ে ‘দরদ’-এর ট্রেলার ভক্তদের মধ্যে সাড়া ফেলেছিল। ভারতের বেনারসের অলিগলি, গঙ্গার তীর, সিনেমার গানে যেভাবে ‘দরদ’–এর গল্প ফুটে উঠেছিল, তা বেশ আশাব্যঞ্জক ছিল।
‘দরদ’ ছবিতে শাকিব খানের সঙ্গে বলিউড তারকা সোনাল চৌহান.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গাইবান্ধায় দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পুলিশ সদস্যের মৃত্যু
ছবি: সংগৃহীত