উল্টো ঝুলিয়ে নির্যাতন করা হতো মাজেদকে
Published: 13th, February 2025 GMT
ব্যবসায়ী লুৎফুল্লাহেল মাজেদকে বাসা থেকে তুলে নিয়ে আয়নাঘরে রাখা হয়েছিল। উল্টো করে নির্যাতনের পর পানি চাইলে তাঁকে বলা হয় প্রস্রাব খেতে। গুম-সংক্রান্ত কমিশনে দেওয়া অভিযোগে এমন তথ্য জানিয়েছেন এই ব্যবসায়ী।
অভিযোগে বলা হয়, গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাজেদের ওপর নেমে আসে ভয়ংকর নির্যাতন। অস্ত্রধারীরা বাসা থেকে তুলে নেওয়ার ৬ দিন পর তাঁকে মিথ্যা মামলায় কারাগারে পাঠায়। আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন ৬ আগস্ট মুক্তি পান।
মাজেদ এভিয়েশন খাতের ঠিকাদারি প্রতিষ্ঠান এরোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিএনপির ময়মনসিংহ জেলার সহসভাপতি। তিনি জানান, ২৮ জুলাই রাতে তাঁকে রাজধানীর গুলশানের বাসা থেকে সাদা পোশাকের অস্ত্রধারী ব্যক্তিরা তুলে নেয়। গাড়িতে তোলার আগে যমটুপি পরিয়ে দেওয়া হয়।
অভিযোগে মাজেদ আরও জানান, শেখ হাসিনার পতনের আন্দোলনে অংশ নেওয়ার কারণেই তাঁকে গুমের শিকার হতে হয়েছিল। গুমকারীরা তাঁর কাছে জানতে চান ছাত্র আন্দোলনে কত টাকা খরচ করেছেন, লন্ডন থেকে তারেক রহমান কত টাকা পাঠিয়েছেন। নির্যাতনের এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে ৩ আগস্ট তাঁর চোখ খোলা হয়। পরে তাঁকে পাঠানো হয় কারাগারে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
যুক্তরাজ্যের বাজারে রেনাটার ওষুধ
যুক্তরাজ্যের বাজারে ক্যাবারগোলিন ০.৫ মিলিগ্রামের একটি ওষুধের জেনেরিক সংস্করণের প্রথম চালান পাঠিয়েছে পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা পিএলসি। হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া এবং পারকিনসন রোগের চিকিৎসায় এ ওষুধ ব্যবহৃত হবে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ওষুধের প্রথম চালান ইতোমধ্যে যুক্তরাজ্যে পৌঁছেছে। ক্যাবারগোলিন যুক্তরাজ্যে ক্যাবোলিন নামে বাজারজাত করা হবে এবং বাংলাদেশে রেনাটার যুক্তরাজ্যের এমএইচআরএ অনুমোদিত উৎপাদনকেন্দ্রে উৎপাদন করা হবে।
আরো পড়ুন:
মিউচুয়াল ফান্ড-মার্জিন রুলস নিয়ে পুঁজিবাজার টাস্কফোর্সের সুপারিশ
শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিল ১১ কোম্পানি
এর আগে গত বছরের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বাজারে ক্যাবারগোলিন ০.৫ মিলিগ্রামের একটি জেনেরিক সংস্করণ চালু করে রেনাটা পিএলসি। দোসটামাইনের ব্র্যান্ড নামে বাজারজাত করা এ ওষুধটি রেনাটার পার্টনার নোভা ফার্মাসিউটিক্যালস অস্ট্রালেসিয়া পিটি লিমিটেডের মাধ্যমে অস্ট্রেলিয়ায় বিতরণ করা হয়।
ক্যাবারগোলিন ০.৫ মিলিগ্রাম ওষুধটি রাজধানীর মিরপুরে রেনাটার কারখানায় তৈরি করা হয়, যা অস্ট্রেলিয়ার থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন এবং ইউকে মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি অনুমোদিত।
অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক অনুমোদনের পাশাপাশি রেনাটা পিএলসি যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নে ক্যাবারগোলিনের জন্য অনুমোদন পেয়েছে।
ঢাকা/এনটি/রফিক