চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের প্রথম লেগের ম্যাচে আজ চোখ ছিল সাবেক দুই চ্যাম্পিয়নস বায়ার্ন মিউনিখ ও এসি মিলানের ওপর। শেষ ষোলোতে যাওয়ার প্রথম ধাপে লড়াইয়ে বায়ার্ন জিতলেও হেরে গেছে এসি মিলান। সেল্টিকের বিপক্ষে বায়ার্ন জিতেছে ২- ১ গোলে। আর ফেইনুর্ডের মাঠে মিলানের হার ১-০ গোলে। অন্য ম্যাচে মোনাকোর বিপক্ষে জিতেছে বেনফিকা। আর রাতের প্রথম ম্যাচে আতলান্তাকে হারিয়ে দিয়েছে ক্লাব ব্রুগা।শেষ ষোলোর পথে এগিয়ে গেল বায়ার্ন

সেল্টিক ১ : ২ বায়ার্ন মিউনিখ

সেল্টিকের মাঠে ম্যাচের প্রথম মিনিটেই পিছিয়ে পড়ে বায়ার্ন। যদিও অফসাইডের কারণে বেঁচে যায় জার্মান পরাশক্তিরা। বাতিল হওয়া এই গোলের পর প্রথমার্ধের বাকি সময় দাপট ছিল বায়ার্নেরই। একের পর আক্রমণে প্রতিপক্ষকে কাঁপিয়ে দেয় তারা। তবে বারবার চেষ্টা করেও গোল পাচ্ছিল না বায়ার্ন। শেষ পর্যন্ত অবশ্য ৪৫ মিনিটে কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যায় বায়ার্ন।

দারুণ এক শটে গোল করে দলকে এগিয়ে দেন মাইকেল ওলিস। বিরতির পর অবশ্য ব্যবধান দ্বিগুণ করতে বেশি সময় নেয়নি বায়ার্ন। কর্নার থেকে বল পেয়ে দারুণ এক ভলিতে বায়ার্নকে ২-০ গোলে এগিয়ে দেন হ্যারি কেইন। ৭৯ মিনিটে দাইজেন মায়েদা সেল্টিকের হয়ে এক গোল শোধ করে ম্যাচে রোমাঞ্চ ফেরানোর আভাস দেন। যদিও শেষ পর্যন্ত সমতাসূচক গোলটি আর পায়নি তারা।

আরও পড়ুনশেষ মুহূর্তের নাটকীয়তায় লিভারপুলের হতাশা৪১ মিনিট আগেহারের হতাশা মিলানের

ফেইনুর্ড ১ : ০ এসি মিলান

ফেইনুর্ডের মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে এসি মিলান। ৩ মিনিটে গোল করেন ইগর পায়াক্সাও। এই গোলের শোধের জন্য শেষ পর্যন্ত চেষ্টা করেছে মিলান। সুযোগও এসেছিল বেশ কিছু। কিন্তু ৯০ মিনিটের পর যোগ করা সময়েও গোলটি আর পাওয়া হয়নি ইতালিয়ান ক্লাবটির। হার মেনেই ছাড়তে হয়েছে মাঠ। এখন আগামী মঙ্গলবার দ্বিতীয় লেগে নিজেদের মাঠে মিলান পাশার দান বদলাতে পারে কি না সেটাই দেখার অপেক্ষা।

ফেইনুর্ড-মিলান ম্যাচের একটি মুহূর্ত.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র প রথম ইন র ড

এছাড়াও পড়ুন:

মিয়ানমারে নিহত বেড়ে ২০৫৬, এক সপ্তাহের শোক ঘোষণা

মিয়ানমারে মৃত মানুষের সংখ্যা বেড়ে ২ হাজার ৫৬ জনে দাঁড়িয়েছে। আহত মানুষের সংখ্যা ৩ হাজার ৯০০। এখনো নিখোঁজ ২৭০ জন। এমন অবস্থায় দেশটিতে এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

গতকাল সোমবার দেশটির জান্তা সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় শোকের অংশ হিসেবে দেশটিতে ৬ এপ্রিল পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

গত শুক্রবার মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই কম্পন থাইল্যান্ডসহ প্রতিবেশী আরও সাতটি দেশে অনুভূত হয়েছে। এর মধ্যে থাইল্যান্ডেও বহুতল ভবন ধসে পড়াসহ প্রাণহানির ঘটনা ঘটেছে।

ভূমিকম্পে মিয়ানমারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় রয়েছে। শহরটিকে ১৭ লাখ লোকের বসবাস। ভূমিকম্পে সেখানে এমন বিপর্যয় নেমে এসেছে যে সেখানে উদ্ধার তৎপরতা ও জরুরি সহায়তার কার্যক্রম থুবড়ে পড়েছে। মূলত সেখানকার এমন পরিস্থিতি সামনে আসার পর সরকারের পক্ষ থেকে এ শোকের ঘোষণা এল। মান্দালয়ের বাসিন্দারা শুক্রবার থেকে টানা দিনরাত সড়কে খোলা আকাশের নিচে অবস্থান করছেন।

জাতিসংঘের আবেদন

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাহায্যকারী সংস্থাগুলো বলছে, গৃহযুদ্ধে নাকাল মিয়ানমারের অবস্থা ভূমিকম্পের ঘটনায় আরও খারাপের দিকে যাচ্ছে। সেখানে রাস্তাঘাটে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, হাসপাতালগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে মিয়ানমারের জন্য জরুরি ভিত্তিতে ৮০ লাখ মার্কিন ডলারের তহবিল সহায়তা চেয়ে আবেদন জানিয়েছে জাতিসংঘ।

৬০ ঘণ্টা পর জীবিত উদ্ধার ৪

মিয়ানমারে ভূমিকম্পের প্রায় ৬০ ঘণ্টার পর ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার সাগাইং অঞ্চলে ধসে পড়া একটি স্কুল ভবন থেকে তাঁদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস।

সম্পর্কিত নিবন্ধ