Samakal:
2025-04-17@21:31:29 GMT

ডুবের মেলায় মানুষের ঢল

Published: 13th, February 2025 GMT

ডুবের মেলায় মানুষের ঢল

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈয়দামপুর গ্রামে বংশাই নদীতে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ডুবের মেলা। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ডুবের মেলা যুগ যুগ ধরে হয়ে আসছে। মাঘী পূর্ণিমায় এ মেলা হয়; যা ‘ডুবের মেলা’ নামে পরিচিত। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, এ মেলায় নদীতে পুণ্যস্নান করলে পাপমোচন হয়।

মেলায় জেলার দূর-দূরান্ত থেকে আগত জনগণ পূজা ও স্নান পর্বে অংশগ্রহণ করে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে স্নান উৎসব। স্নান উৎসবে অংশ নেন নারী-পুরুষ ও কিশোর-কিশোরী। তারা জমির আইল ধরে ডুবের মেলায় আসেন। 

পুণ্যার্থীরা বলেন, সনাতন ধর্মাবলম্বীরা তাদের পাপ মোচন উপলক্ষে ভোরে মানত ও গঙ্গাস্নান পর্ব সমাপন করেন। গঙ্গাস্নান করলে সারাবছরের পাপ মোচন হয়। মনের আশা ও বাসনা পূরণ হয়। এ স্নানে অংশ নিলে পুণ্য মেলে। 

এ মেলা ব্রিটিশ আমলে বক্ত সাধু নামে খ্যাত সন্যাসীর (মাদব ঠাকুর) মূর্তি প্রতিস্থাপন করে পূজা-অর্চনা শুরু হয়। এ পূজা উপলক্ষে তখন থেকে গঙ্গাস্নান ও মেলা হয়ে আসছে। তখন থেকে এটা ‘ডুবের মেলা’ নামে পরিচিত। ডুবের মেলায় সকাল থেকে দুপুর পর্যন্ত স্নান উৎসব চলে।

স্নানে অংশ নেওয়া শান্তি রায় বলেন, ‘আমি টাঙ্গাইল শহর থেকে আজকে মাঘী পূর্ণিমার মেলায় আসছি। এখানে আমি ১০-১২ বছর ধরে আসি। এখানে এসে স্নান করি, অনেক ভালো লাগে। আমাদের সনাতন ধর্মাবলম্বীদের একটি পুণ্যস্থান।’

আরতি রায় নামে একজন জানান, সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন যে, মাঘী পূর্ণিমার তিথিতে উত্তরবাহিত জলে স্নান করলে সারাবছরের পাপ মোচন হয়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ন ন কর

এছাড়াও পড়ুন:

জব্বারের বলীখেলা ২৫ এপ্রিল

শত বছরের ঐতিহ্যের অংশ চট্টগ্রামের ঐতিহ্যসিক আবদুল জব্বারের বলীখেলার ১১৬তম আসর বসতে যাচ্ছে আগামী ২৫ এপ্রিল (শুক্রবার)। এ উপলক্ষে চট্টগ্রামের লালদীঘির পাড় ঘিরে জমবে তিন দিনব্যাপী বৈশাখী মেলা। জব্বারের বলীখেলা আয়োজক কমিটির সদস্য শওকত আনোয়ার বাদল এই তথ্য নিশ্চিত করেছেন।

আয়োজক সূত্র জানায়, ইতিমধ্যে চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলীখেলার সার্বিক প্রস্তুতি শুরু হয়েছে। এবার লালদীঘির মাঠে বলীখেলার ১১৬তম আসর বসবে ২৫ এপ্রিল। এ উপলক্ষে ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। 

মেলার আয়োজন ঘিরে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা বিষয়ে বুধবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সঙ্গে আয়োজকদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, জনসাধারণের নির্বিঘ্ন চলাচলে আন্দরকিল্লা থেকে কোর্ট বিল্ডিং পর্যন্ত সড়কে স্টল বসানো যাবে না। স্টল বা দোকান বিক্রি, দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন:

ওয়ানডেতে দুই বলের খেলার শর্ত পরিবর্তনের কথা ভাবছে আইসিসি

টিভিতে আজকের খেলা

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি দক্ষিণ মোহাম্মদ আলমগীর হোসেন, এডিসি মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন, এসি (কোতোয়ালি) মোহাম্মদ মাহফুজুর রহমান, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম, পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল আলম খোরশেদ, মিজানুর রহমান চৌধুরী, রবিউল আলম, সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন বালি প্রমুখ।

১৯০৯ সাল থেকে চট্টগ্রামের লালদীঘির ময়দানে জব্বারের বলীখেলা আয়োজন হয়ে আসছে। ১১৫ বছর আগে ব্রিটিশবিরোধী আন্দোলনের অংশ হিসেবে বদরপাতির বিশিষ্ট ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ১৯০৯ সালের ১২ বৈশাখ এ কুস্তিখেলা শুরু করেন। তার উদ্দেশ্য ছিল এ অঞ্চলের তরুণদের শারীরিকভাবে প্রস্তুত করা। সেই থেকে আজও ১২ বৈশাখ লালদীঘি মাঠে আয়োজিত হয় সাড়াজাগানো বলীখেলা।  

ঢাকা/রেজাউল/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদ’র ১ম মৃত্যুবার্ষিকী পালিত
  • সোনারগাঁ জাদুঘরে বর্ণাঢ্য আয়োজনে চলছে বৈশাখীমেলা 
  • জব্বারের বলীখেলা ২৫ এপ্রিল
  • মহেশপুরে চড়ক পূজায় পুণ্যার্থীদের ঢল
  • নববর্ষের ২দিন পর শোভাযাত্রা, অংশ না নেওয়ায় খাবার বন্ধ করলেন প্রাধ্যক্ষ
  • আনন্দ শোভাযাত্রায় দেখা মিলল রবীন্দ্রনাথ নজরুল লালনের
  • দুই ঈদ-বৈশাখে প্রণোদনা পাবেন আউটসোর্সিং‌ কর্মীরা
  • আউটসোর্সিং সেবা কর্মীদের জন্য সেবাগ্রহণ নীতিমালা জারি
  • চড়ক মেলায় মেতে উঠেছিল নাটোরের শংকরভাগ 
  • কুমারখালীতে অন্যরকম আনন্দ শোভাযাত্রা