Samakal:
2025-03-17@03:51:50 GMT

ডুবের মেলায় মানুষের ঢল

Published: 13th, February 2025 GMT

ডুবের মেলায় মানুষের ঢল

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈয়দামপুর গ্রামে বংশাই নদীতে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ডুবের মেলা। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ডুবের মেলা যুগ যুগ ধরে হয়ে আসছে। মাঘী পূর্ণিমায় এ মেলা হয়; যা ‘ডুবের মেলা’ নামে পরিচিত। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, এ মেলায় নদীতে পুণ্যস্নান করলে পাপমোচন হয়।

মেলায় জেলার দূর-দূরান্ত থেকে আগত জনগণ পূজা ও স্নান পর্বে অংশগ্রহণ করে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে স্নান উৎসব। স্নান উৎসবে অংশ নেন নারী-পুরুষ ও কিশোর-কিশোরী। তারা জমির আইল ধরে ডুবের মেলায় আসেন। 

পুণ্যার্থীরা বলেন, সনাতন ধর্মাবলম্বীরা তাদের পাপ মোচন উপলক্ষে ভোরে মানত ও গঙ্গাস্নান পর্ব সমাপন করেন। গঙ্গাস্নান করলে সারাবছরের পাপ মোচন হয়। মনের আশা ও বাসনা পূরণ হয়। এ স্নানে অংশ নিলে পুণ্য মেলে। 

এ মেলা ব্রিটিশ আমলে বক্ত সাধু নামে খ্যাত সন্যাসীর (মাদব ঠাকুর) মূর্তি প্রতিস্থাপন করে পূজা-অর্চনা শুরু হয়। এ পূজা উপলক্ষে তখন থেকে গঙ্গাস্নান ও মেলা হয়ে আসছে। তখন থেকে এটা ‘ডুবের মেলা’ নামে পরিচিত। ডুবের মেলায় সকাল থেকে দুপুর পর্যন্ত স্নান উৎসব চলে।

স্নানে অংশ নেওয়া শান্তি রায় বলেন, ‘আমি টাঙ্গাইল শহর থেকে আজকে মাঘী পূর্ণিমার মেলায় আসছি। এখানে আমি ১০-১২ বছর ধরে আসি। এখানে এসে স্নান করি, অনেক ভালো লাগে। আমাদের সনাতন ধর্মাবলম্বীদের একটি পুণ্যস্থান।’

আরতি রায় নামে একজন জানান, সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন যে, মাঘী পূর্ণিমার তিথিতে উত্তরবাহিত জলে স্নান করলে সারাবছরের পাপ মোচন হয়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স ন ন কর

এছাড়াও পড়ুন:

সিয়াম চমক, বুবলীর ঝলক

উষ্কখুষ্ক দাড়ি, লম্বা চুল, চোখে সানগ্লাস। এক যুবক হেঁটে যাচ্ছে। ভয়েস ওভারে শোনা যায়, ‘বারুদ, আগুন আর হাওয়া; এক হইলেই ধোঁয়া।’ হাঁটতে হাঁটতে যুবক হাজির হয় এমন এক জায়গায়, যেখানে উৎসবের আমেজ; বিয়ে বাড়ির প্যান্ডেল কি! এরপরেই বিস্ফোরণ। ধীরে ধীরে চেহারা মালুম হয়, সিয়াম আহমেদই বটে। বাংলা নাটক আর সিনেমায় সিয়ামকে বেশির ভাগ সময়ই দেখা গেছে রোমান্টিক চরিত্রে। তবে আগে মুক্তি পাওয়া পোস্টার আর প্রাক্‌-টিজার দেখে বোঝা গিয়েছিল, এবার ভিন্ন সিয়ামকে পাওয়া যাবে। গত বৃহস্পতিবার রাতে মুক্তি পাওয়া টিজারে সেটা আরও স্পষ্ট হয়েছে। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা এম রাহিমের ‘জংলি’ সিনেমার টিজারে সিয়ামকে দেখে চমকে গেছেন ভক্তরা। অনেকে টিজারের নিচে মন্তব্য করেছেন, ‘বরবাদ’, ‘দাগি’র পর ‘জংলি’র ধামাকা টিজার; এবারের ঈদ উৎসব জমে যাবে।

মুক্তির পর থেকে ‘জংলি’র টিজারের প্রশংসা করেছেন ভক্ত–অনুসারী আর ইউটিউবাররা। অনেকে ১ মিনিট ১১ সেকেন্ডের টিজার দেখে গল্প নিয়ে ‘ফ্যান থিওরি’ দিয়েছেন। বহুল চর্চিত একটা থিওরি এমন, সিয়াম হয়তো উঠতি ক্রিকেটার ছিলেন, কোনো কারণে প্রেমিকার সঙ্গে পরিণয় হয়নি। সেই প্রেমিকা হয়তো মারা গেছেন।

‘জংলি’তে বুবলী। ভিডিও থেকে

সম্পর্কিত নিবন্ধ

  • ২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ঈদ ও স্বাধীনতা দিবস ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র সচিব
  • ঈদ উপলক্ষে বাটায় আকর্ষণীয় ছাড় ও অফার
  • বাঙালির রঙের উৎসব দোল পূর্ণিমা
  • আরএসএসকে ‘বিষ’ বলে উল্লেখ করলেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার
  • বেনাপোল বন্দরে আজ আমদানি-রপ্তানি বন্ধ
  • সিয়াম চমক, বুবলীর ঝলক
  • আমিরের নতুন প্রেমিকা কে এই গৌরী
  • হোলি উৎসবে রঙ ও লাঠি নাচে মেতেছেন চা শ্রমিকরা
  • নিরাপত্তার চাদরে ঢাকা রোহিঙ্গা ক্যাম্প, অপেক্ষায় লাখো রোহিঙ্গা