দক্তি, মাকু, শানার তালে মণিপুরি তাঁত বুনন দীক্ষা
Published: 13th, February 2025 GMT
হাতে-কলমে ঐতিহ্যবাহী মণিপুরি তাঁতশিল্পের প্রশিক্ষণ নিচ্ছেন ত্রিপুরা জনগোষ্ঠীর নারীরা। আত্মকর্মসংস্থানের ক্ষেত্র বাড়ানোর পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীগুলোর মাঝে ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্পের দীক্ষা বিনিময়ের মাধ্যমে সেগুলো সমৃদ্ধ করতেই এমন আয়োজন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ত্রিপুরা জনগোষ্ঠী অধ্যুষিত ডলুবাড়ি এলাকায় ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে মঙ্গলবার। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমই) আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর নারীদের কর্মসংস্থান নিশ্চিত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
ডলুবাড়ি গিয়ে দেখা যায়, তাঁতযন্ত্রের বিভিন্ন অংশ ব্যবহার করে তাঁতশিল্প পণ্য তৈরির প্রশিক্ষণ নিচ্ছেন বেশ কয়েকজন ত্রিপুরা নারী। এদের কয়েকজন বুননের জন্য সুতা বাছাই করছেন, আরেক পক্ষ হাত ও চরকির সাহায্যে রিলে সেই সুতা জড়িয়ে নিচ্ছেন। নারীদের একটি দল তাঁতযন্ত্রে সেই সুতা স্থাপন করা শিখছেন। আর যন্ত্রের সামনে বসা কয়েকজন নারীকে শাড়ি, চাদর, গামছা ও মাফলার তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
প্রশিক্ষণে অংশ নেওয়া বিনতা দেববর্মা জানান, উৎপাদনশীল কোনো কাজের প্রশিক্ষণ তাঁর ছিল না। এই প্রশিক্ষণে এসে বুননের সুতা গোছানো, তাঁতে সুতা বসানো এবং শাড়ি বুননের কৌশল অনেকটাই রপ্ত করে ফেলেছেন। দক্ষতা বাড়তে আরও কয়েক দিন সময় লাগবে। সেখানে উপস্থিত নারীরা জানান, তাদের জনগোষ্ঠীর বেশ কয়েকজন নারী তাঁতের ছোট ছোট কাজ করতে পারেন। তবে শাড়ি তৈরি বড় কাজ। তাদের গ্রামের ৩০ জন নারী শাড়ি বুনন শিখছেন। ঘরে বসে অর্থ উপার্জনের পথ খুলবে এই কাজ শেখা সম্পন্ন হলে।
এসএমইর প্রশিক্ষক সালেহা বেগম জানান, হস্তশিল্পের কাজ শেখাচ্ছেন তারা। এই নারীদের কয়েকজন তাঁতের টুকটাক কাজ পারতেন। এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের আত্মবিশ্বাসী কর্মগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে চান তারা।
এসএমই ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর রবিউল ইসলাম রাসেল জানান, এই প্রশিক্ষণে ত্রিপুরা জনগোষ্ঠীর নারীরা তাঁতযন্ত্র ব্যবহার করে মণিপুরি সম্প্রদায়ের ঐতিবাহী বস্ত্র ও শিল্প পণ্য তৈরি করা শিখছেন। মণিপুরি শাড়ি, ওড়না, চাদর ও মাফলারের ব্যাপক চাহিদা রয়েছে। প্রশিক্ষণ শেষে একটু চেষ্টা করলেই কাজ পেয়ে যাবে। এটাই এই প্রতিষ্ঠানের সার্থকতা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: জনগ ষ ঠ র
এছাড়াও পড়ুন:
দক্তি, মাকু, শানার তালে মণিপুরি তাঁত বুনন দীক্ষা
হাতে-কলমে ঐতিহ্যবাহী মণিপুরি তাঁতশিল্পের প্রশিক্ষণ নিচ্ছেন ত্রিপুরা জনগোষ্ঠীর নারীরা। আত্মকর্মসংস্থানের ক্ষেত্র বাড়ানোর পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীগুলোর মাঝে ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্পের দীক্ষা বিনিময়ের মাধ্যমে সেগুলো সমৃদ্ধ করতেই এমন আয়োজন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ত্রিপুরা জনগোষ্ঠী অধ্যুষিত ডলুবাড়ি এলাকায় ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে মঙ্গলবার। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমই) আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর নারীদের কর্মসংস্থান নিশ্চিত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
ডলুবাড়ি গিয়ে দেখা যায়, তাঁতযন্ত্রের বিভিন্ন অংশ ব্যবহার করে তাঁতশিল্প পণ্য তৈরির প্রশিক্ষণ নিচ্ছেন বেশ কয়েকজন ত্রিপুরা নারী। এদের কয়েকজন বুননের জন্য সুতা বাছাই করছেন, আরেক পক্ষ হাত ও চরকির সাহায্যে রিলে সেই সুতা জড়িয়ে নিচ্ছেন। নারীদের একটি দল তাঁতযন্ত্রে সেই সুতা স্থাপন করা শিখছেন। আর যন্ত্রের সামনে বসা কয়েকজন নারীকে শাড়ি, চাদর, গামছা ও মাফলার তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
প্রশিক্ষণে অংশ নেওয়া বিনতা দেববর্মা জানান, উৎপাদনশীল কোনো কাজের প্রশিক্ষণ তাঁর ছিল না। এই প্রশিক্ষণে এসে বুননের সুতা গোছানো, তাঁতে সুতা বসানো এবং শাড়ি বুননের কৌশল অনেকটাই রপ্ত করে ফেলেছেন। দক্ষতা বাড়তে আরও কয়েক দিন সময় লাগবে। সেখানে উপস্থিত নারীরা জানান, তাদের জনগোষ্ঠীর বেশ কয়েকজন নারী তাঁতের ছোট ছোট কাজ করতে পারেন। তবে শাড়ি তৈরি বড় কাজ। তাদের গ্রামের ৩০ জন নারী শাড়ি বুনন শিখছেন। ঘরে বসে অর্থ উপার্জনের পথ খুলবে এই কাজ শেখা সম্পন্ন হলে।
এসএমইর প্রশিক্ষক সালেহা বেগম জানান, হস্তশিল্পের কাজ শেখাচ্ছেন তারা। এই নারীদের কয়েকজন তাঁতের টুকটাক কাজ পারতেন। এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের আত্মবিশ্বাসী কর্মগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে চান তারা।
এসএমই ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর রবিউল ইসলাম রাসেল জানান, এই প্রশিক্ষণে ত্রিপুরা জনগোষ্ঠীর নারীরা তাঁতযন্ত্র ব্যবহার করে মণিপুরি সম্প্রদায়ের ঐতিবাহী বস্ত্র ও শিল্প পণ্য তৈরি করা শিখছেন। মণিপুরি শাড়ি, ওড়না, চাদর ও মাফলারের ব্যাপক চাহিদা রয়েছে। প্রশিক্ষণ শেষে একটু চেষ্টা করলেই কাজ পেয়ে যাবে। এটাই এই প্রতিষ্ঠানের সার্থকতা।