আ.লীগ রাজনীতি করার বিন্দু পরিমাণ অধিকার রাখে না: আখতার
Published: 12th, February 2025 GMT
জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, গণহত্যা চালানো আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার আর বিন্দু পরিমাণ অধিকার রাখে না। শহীদ ভাইয়ের লাশের শপথ নিয়ে বলছি, আওয়ামী লীগ যদি আর কোনো আপত্তিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে, আমাদের শরীরের শেষ রক্তবন্ধু দিয়ে আমরা তাদের বিরুদ্ধে লড়ে যাব।
বুধবার রাত ৯টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গাজীপুরের সংঘাতে নিহত কাশেমের জানাযায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সম্প্রতি আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন লাগাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন কাশেম। শহীদ মিনারে জানাজা ও কফিন মিছিলের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
কফিন মিছিলে অংশ নিয়ে আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশ মুক্তির ৬ মাস পেরিয়েছে। আমাদের ভাইকে কুপিয়ে আহত করা হলো। এতটাই অসুস্থ হয়ে গেলেন যে তিনি শহীদ হলেন। আওয়ামী ফ্যাসিস্টরা ত্রাসের রাজত্ব করেছিল। আমরা বিগত ফ্যাসিবাদের সময়ের আয়না ঘর দেখেছি। ২ ফিট বাই ৪ ফিট রুমে আমাদের ভাইদের রেখেছিল। তারই ধারাবাহিকতায় অভ্যুত্থানের সময়ও আমাদের ভাইদের আয়না ঘরে রাখা হয়েছিলো। আমাদের ভাইকে হত্যার পেছনে যারা সক্রিয়, হুমকি দিয়েছে, পরিকল্পনা করেছে তারা সবাই পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ।’
আখতার বলেন, জাতিসংঘের রিপোর্টে আমরা দেখেছি, পুলিশ শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ গণহত্যা করেছিল, মানবতাবিরোধী অপরাধ করেছিল। ভারতে থাকুক আর যেখানেই থাকুক; দেশীয় শক্তি আন্তর্জাতিক পরিমণ্ডলের সব শক্তিকে কাজে লাগিয়ে অবশ্যই শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আর কী প্রয়োজন প্রশ্ন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘আজকে আয়না ঘর উন্মোচিত হয়েছে। জাতিসংঘের রিপোর্টের মাধ্যমে হাসিনা যে সরাসরি গণহত্যায় জড়িত, সে বিষয়টি প্রকাশ পেয়েছে, ছয় মাস পরেও আমাদের আওয়ামী লীগের দোসরদের হাতে নিহত হতে হয়। গণতন্ত্রকামী ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের এটা সামগ্রিক ব্যর্থতা। আমরা এতদিনেও সুবিচার নিষিদ্ধ করতে পারি নাই।’
তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনাদের আর কি লাগবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে?’
হাসনাত বলেন, ‘আমরা দেখছি, কালচারাল এক্টিভিজম, শ্যাডো একটিভিজমের মাধ্যমে আওয়ামী লীগ রাজনীতি করেছে। এখন সেটার বৈধতা উৎপাদন করছে। আমাদের সার্বভৌমত্ব রেখে আওয়ামী লীগ নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করেছিল। হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকব। আমরা একসঙ্গে থাকতে পারি না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল বলেন, ‘৬ মাস পরেও বিপ্লবীদের শহীদ হতে হচ্ছে। ৬ মাসে অন্তর্বর্তীকালীন সরকার কি করল? আজকে আমাদের ভাইয়ের রক্তকে সামনে রেখে শপথ করতে হবে। গাজীপুরের মোজাম্মেল, জাহাঙ্গীর রাসেলের জন্যে আমাদের ভাই শহীদ হলেন। যারা নতুন করে আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরি করছে, তাদেরও বিচার করতে হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আম দ র ভ ই র জন ত কর ছ ল আখত র আওয় ম
এছাড়াও পড়ুন:
গণহত্যার অভিযোগে গ্রেফতার এএসপি জাবেদ ইকবাল ট্রাইব্যুনালে
ছাত্র-জনতার আন্দোলনের সময় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় তৎকালীন এ এস পি জাবেদ ইকবালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত বিষয় নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি জানান, এএসপি জাবেদ ইকবাল জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
বিএইচ