Samakal:
2025-02-13@02:21:11 GMT

বিল্টইন পিসিতে সুবিধা

Published: 12th, February 2025 GMT

বিল্টইন পিসিতে সুবিধা

সাধারণ ক্রেতা ও করপোরেট গ্রাহকের জন্য ইউনিফাই অল-ইন-ওয়ান পিসিতে বিশেষ সুবিধা ঘোষণা করেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ। পিসি ক্রয়ে গ্রাহক ন্যূনতম থেকে সর্বোচ্চ ছাড় মিলবে। ইউনিফাই অল-ইন-ওয়ান পিসির সঙ্গে ফ্রি ব্লুটুথ কিবোর্ড ও মাউস কম্বো অফার ঘোষণা করেছে ব্র্যান্ডটি।

পিসি ও মনিটরের সঙ্গে র‌্যাম, রমসহ কম্পিউটারের সব ধরনের যন্ত্রাংশ সংযোজিত থাকে। তারহীন স্লিম ডেস্ক কম্পিউটার সেটআপ হিসেবে এমন পিসি দেশে ক্রমে জনপ্রিয় হচ্ছে। করপোরেট অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে এমন পিসির প্রয়োজন সামনে আসছে।

সহজে সেটআপ করার সুবিধা ও কম জায়গা প্রয়োজন হওয়ার সঙ্গে এতে রয়েছে দৈনন্দিন কাজ করার শক্তিশালী প্রসেসর, দ্রুতগতির স্টোরেজ ছাড়াও প্রয়োজনীয় সব ফিচার। অনলাইন সভায় প্রয়োজন পূরণ করবে এইচডি ওয়েবক্যাম।

ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার মো.

তৌহিদুর রহমান রাদ বলেন, বর্তমানে ডেস্কটপ পিসির চেয়ে অল-ইন-ওয়ান পিসির কদর বাড়ছে। উল্লিখিত পিসি এমনভাবে ডিজাইন ও কনফিগারেশন করা, যাতে কম্পিউটার গ্রাহক নান্দনিকতার সঙ্গে সর্বোচ্চ পারফরম্যান্স পান। রয়েছে ইচ্ছামতো কাস্টমাইজেশন সুবিধা। গ্রাহক তাঁর চাহিদা ও প্রয়োজনে ফিচার যুক্ত করে পণ্য ডেলিভারি নিতে পারবেন।

বর্তমানে পাঁচটি ভিন্ন সিরিজের ২০টির বেশি মডেলের অল-ইন-ওয়ান পিসি রয়েছে। আগ্রহীরা প্রয়োজনে কয়েকটি ফিচার যুক্ত করে নিতে পারবেন। বিশেষ মূল্যে ফিচারযুক্ত কয়েকটি ভ্যারিয়েন্টে পিসিগুলো নেওয়া যাবে।

পিসির বৈশিষ্ট্যে রয়েছে ইনটেলের কোর আই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত র‌্যাম, দ্রুতগতির এসএসডি স্টোরেজ, ফুল এইচডি ডিসপ্লে, বিল্টইন ওয়াইফাই, এইচডি ক্যাম ছাড়াও প্রয়োজনীয় সব ফিচার। থাকবে দুই বছরের বিক্রয়োত্তর সেবা।

উৎস: Samakal

কীওয়ার্ড: গ র হক

এছাড়াও পড়ুন:

কানাডার অটোয়া ইউনিভার্সিটির বৃত্তি, স্নাতকোত্তরে বছরে ৭৫০০ ও পিএইচডিতে ৯০০০ ডলার

নানা কারণে কানাডা বিদেশি শিক্ষার্থীদের অন্যতম গন্তব্য। যদিও সাম্প্রতিক সময়ে দেশটি বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা বেঁধে দিয়েছে। তবে এরপরও কম টিউশন ফি, আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা এবং নাগরিকত্ব ও চাকরির সুযোগের কারণে কানাডায় যেতে চান অনেকেই। কেউ কেউ পকেটের অর্থ খরচ করে কেউবা স্কলারশিপে দেশটিতে পড়তে যান। দেশটিতে আছে নানা স্কলারশিপের সুযোগ। তেমনি একটি ইউনিভার্সিটি অব অটোয়া অ্যাডমিশন স্কলারশিপ। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আবেদনপ্রক্রিয়া চলছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি অর্জনের সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা

অটোয়া ইউনিভার্সিটি স্নাতকোত্তর ডিগ্রির জন্য প্রতিবছর সাড়ে ৭ হাজার ডলার ও পিএইচডি ডিগ্রির জন্য বছরে ৯ হাজার ডলার দেবে।

আবেদনের যোগ্যতা

* আগ্রহীদের ভালো ফলাফল থাকতে হবে

* আইইএলটিএসে ন্যূনতম স্কোর ৭ থাকতে হবে।

আরও পড়ুনআয়ারল্যান্ড দিচ্ছে স্কলারশিপ, সুযোগ পাবেন যাঁরা০৯ ফেব্রুয়ারি ২০২৫প্রয়োজনীয় তথ্য

প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে সিভি, সুপারিশের চিঠি, পাসপোর্টের অনুলিপি এবং একাডেমিক প্রতিলিপি সংযুক্ত করতে হবে। ইংরেজি ভাষা দক্ষতার সনদ দেখাতে হবে।

আরও পড়ুনশেখ পরিবারের নাম ১১ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাদ১৮ ঘণ্টা আগেছবি: বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইট থেকে নেওয়া

সম্পর্কিত নিবন্ধ

  • কানাডার অটোয়া ইউনিভার্সিটির বৃত্তি, স্নাতকোত্তরে বছরে ৭৫০০ ও পিএইচডিতে ৯০০০ ডলার