ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গত মঙ্গলবার শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব’। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে। আজ বৃহস্পতিবার এ আয়োজনে গান গাইবেন নগরবাউল জেমস ও ব্যান্ড আর্টসেল।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কনসার্টটি অনুষ্ঠিত হবে সন্ধ্যার পর থেকে। পুরো কনসার্টটি সবার জন্য থাকবে উন্মুক্ত, কোনো টিকিট লাগবে না। সন্ধ্যা ছয়টায় মঞ্চে পারফর্ম করবে আর্টসেল, এরপর সাড়ে আটটায় নগরবাউলের মঞ্চে ওঠার কথা রয়েছে।

১১ ফেব্রুয়ারি প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উৎসবের প্রথম দিন কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তরুণ উদ্যোক্তাদের স্টল পরিদর্শন, পরিচ্ছন্নতা অভিযান ও বিতর্ক প্রতিযোগিতা।

‘আর্টসেল’ ব্যান্ডের সদস্যেরা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গ্রিন ইউনিভার্সিটির পিঠা উৎসবে মিলনমেলা

বর্ণাঢ্য আয়োজনে গ্রিন ইউনিভার্সিটিতে পিঠা উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির নিজস্ব ক্যাম্পাসে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়।

পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন।

পিঠা উৎসবে অতিথি ছিলেন গ্রিন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার ক্যাপ্টেন (নেভি) (অব.) শেখ মোহাম্মদ সালাহউদ্দিন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,  কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পিঠা উৎসবে নানা রকম পিঠাপুলির পসরা সাজিয়ে বসেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। পিঠার ওপরে লেখা ছিল পরিচিতি নাম। পিঠা উৎসবে ছিল ভাপাপুলি, দুধপুলি, ঝিনুক, পাটিসাপটা, জামাই সোহাগী, গোলাপ, চিতই, পায়েস, পুডিং, তেল পিঠা, দুধ চিতই, ফুল পিঠা, ক্ষির, মুঠা পিঠা, রস গোলাপ ও কেকসহ অর্ধশতাধিক পিঠাপুলি।

পিঠার স্বাদ নেওয়ার পাশাপাশি পুরো ক্যাম্পাস রূপ নিয়েছিল অনিন্দ্য মিলনমেলায়।

পিঠা উৎসবে প্রধান অতিথি গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন এই আয়োজনের ভূয়শী প্রশংসা করেন। 

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • সাতক্ষীরায় বইমেলায় পোড়ানো হলো উদীচীর স্টলের ব্যানার
  • ঢাকার বায়ু আজও অস্বাস্থ্যকর, নির্মল বায়ু কবে পাবে নগরবাসী
  • প্রাণচাঞ্চল্য, উৎসবের আবহ
  • ভালোবাসা দিবসের আয়োজন
  • শেষ হলো কেয়ার অব ঢাকার স্প্রিং কার্নিভাল
  • মিরপুর সমাজসেবা অফিসে ‘তারুণ্যের উৎসব’ উদযাপিত
  • গ্রিন ইউনিভার্সিটির পিঠা উৎসবে মিলনমেলা
  • যাত্রাপথে অসুস্থ সাইদুলকে ঘরে রেখেই তাঁর দল ছোটে আসরে
  • ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর, নগরবাসীর সুরক্ষায় কয়েক পরামর্শ