কৃষক লীগ নেতা ইউনিয়ন বিএনপির কমিটিতে
Published: 12th, February 2025 GMT
রংপুরের পীরগঞ্জে মদনখালী ইউনিয়ন বিএনপির কমিটি গঠনে কৃষক লীগের নেতা শাহজাহান আলীকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করায় ক্ষুব্ধ হয়েছেন স্থানীয় নেতাকর্মী। এ ছাড়া একই উপজেলার চৈত্রকোল ইউপিতেও তপশিল ঘোষণার পরও পকেট কমিটি গঠনের অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার দুপুরে রংপুরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন চৈত্রকোল ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি সদস্য মমিনুর রহমান এবং মদনখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী ছাত্রদলের সাবেক সভাপতি, উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ও যুবদলের সাবেক আহ্বায়ক জাহিদুল ইসলাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, ১ ফেব্রুয়ারি মদনখালী ইউপিতে নির্বাচনের জন্য তপশিল ঘোষণা করে উপজেলা কমিটি। ৯ ফেব্রুয়ারি কাদিরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগেই পকেট কমিটি করে ওয়ার্ডের সভাপতি-সম্পাদকসহ স্থানীয় সবার রেজুলেশনে স্বাক্ষর নেওয়া হয়। পরে নির্বাচনের দিন সন্ধ্যায় কৃষক লীগ নেতা শাহজাহান আলীকে সাধারণ সম্পাদক ও রফিকুল ইসলাম সাজুকে সভাপতি করে কমিটি ঘোষণা করা হয়।
মমিনুর রহমান বলেন, দীর্ঘদিন বিএনপির অঙ্গ সংগঠনের সঙ্গে রাজনীতি করার সময়ে হামলা-মামলাসহ নানাভাবে হয়রানির শিকার হয়েছেন তিনি। বিশেষ করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে বিএনপির রাজনীতি করার কারণে ব্যবসা-বাণিজ্যসহ কিছুই করতে পারেননি। কিন্তু ইউনিয়ন বিএনপির নির্বাচনে প্রার্থী হতে তপশিল অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন করেও নির্বাচনের দিন তারা নিজ স্বার্থে পকেট কমিটি গঠন করেন।
সংবাদ সম্মেলনে পদবঞ্চিত দু’জন নেতা অনিয়মতান্ত্রিক এবং ভোটাধিকার হরণ করে চৈত্রকোল ও মদনখালী ইউনিয়নে কমিটি গঠনের তীব্র নিন্দা জানান। পাশাপাশি বিএনপি কেন্দ্রীয় কমিটির কাছে অনৈতিকভাবে গঠিত কমিটি বাতিলসহ গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে কমিটি গঠনের দাবি করেন তারা।
এ বিষয়ে পীরগঞ্জ বিএনপির সদস্য সচিব জাকির হোসেন বলেন, শাহজাহান আলী দীর্ঘদিন আগে কৃষক লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তা ঠিক। সঠিক কাউন্সেলিংয়ের মাধ্যমে সভাপতি-সম্পাদকসহ অন্য পদে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। পদ না পেলে এমন অভিযোগ আসাটাই স্বাভাবিক।
এ বিষয়ে কথা বলার জন্য রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগ করা হয়। তিনি ফোন ধরেননি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ ন ব এনপ র ল ইসল ম গঠন র
এছাড়াও পড়ুন:
ডিবির অভিযানে আ.লীগের সাবেক এমপিসহ গ্রেপ্তার ৭
রাজধানীতে ২৪ ঘণ্টায় ঝটিকা মিছিল বিরোধী অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের সাবেক এমপিসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ৭ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
রবিবার (২৭ এপ্রিল) সকাল থেকে ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন-আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলম, তুরাগ থানা ৫৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম বাবু, বংশাল থানা ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ওয়ারেজ সিকদার, তুরাগ থানা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহেদ আলম, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শহীদুল হক চৌধুরী রানা, স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সম্প্রতি যাত্রাবাড়ী এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল সমন্বয়কারী জাহিদুল ইসলাম তুষার এবং তুরাগ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি মো. রেজাউল করিম।
আরো পড়ুন:
পুলিশ সপ্তাহ শুরু মঙ্গলবার, নির্বাচনী নির্দেশনা পাবে আইনশৃঙ্খলা বাহিনী
মোবাইল গেমে আসক্ত এইচএসসি পরীক্ষার্থীর কাণ্ড
ডিবি জানায়, ২৭ এপ্রিল দুপুর সাড়ে ৩টায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মো. জাফর আলমকে গ্রেপ্তার করে ডিবি-রমনা বিভাগের একটি টিম। অন্যদিকে ডিবি-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর বংশাল থানাধীন ইংলিশ রোড এলাকায় অভিযান পরিচালনা করে বিকেল সোয়া ৩টায় মো. শাহেদ আলমকে গ্রেপ্তার করে। এছাড়া দুপুর পৌনে ২টায় ডিবি-লালবাগ বিভাগের একটি টিম রাজধানীর বংশাল এলাকা থেকে মো. ওয়ারেজ সিকদারকে গ্রেপ্তার করে।
ডিবি সূত্র জানায়, ডিবি-রমনা বিভাগের একটি টিম রাজধানীর গোপীবাগ এলাকা থেকে সকাল ৭টায় শহীদুল হক চৌধুরী রানাকে এবং ডিবি-উত্তরা বিভাগের একটি টিম সন্ধ্যা সাড়ে ৬টায় কামারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মো. সিরাজুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করে।
এছাড়া ডিবি সাইবার বিভাগের একটি টিম রাত পৌনে ১২টায় রাজধানীর শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে জাহিদুল ইসলাম তুষারকে গ্রেপ্তার করে।
ডিবি সূত্রে জানা যায়, ২৮ এপ্রিল রাত সাড়ে ১২টায় ডিবি সাইবার টিম কর্তৃক উত্তরা পূর্ব থানার ১৮ নম্বর সেক্টর থেকে মো. রেজাউল করিমকে গ্রেপ্তার করে।
উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত।
ঢাকা/এমআর/এসবি