যেসব ওয়েব ফিল্ম আসছে
‘ভালো তো সবাই বাসে, কিন্তু আগলে রাখে কজন?’ এমন ক্যাপশন দিয়ে চরকির ফেসবুক পেজে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র নতুন পোস্টার। দেখা যাচ্ছে, একটি বেঞ্চে বসে আছেন তানজিন তিশা ও পারশা মাহজাবীন; পেছনে দাঁড়িয়ে প্রীতম হাসান। এটি কি ত্রিভুজ প্রেমের গল্প? জানা যায়নি। তবে ওয়েব ফিল্মটি নিয়ে দর্শকের আগ্রহের অন্য কারণ আছে। প্রীতম হাসান অভিনীত ওয়েব ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’ গত বছর ভালোবাসা দিবসে মুক্তির পর আলোচিত হয়েছিল।

‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে দেখা যাবে সংগীত শিল্পী পারশা মাহজাবীন, প্রীতম হাসান এবং অভিনেত্রী তানজিন তিশাকে। ছবি: চরকির সৌজন্যে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দুবাইয়ে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে দুবাইয়ে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই অনুষ্ঠানে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন, প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আজাদ মজুমদারসহ একটি প্রতিনিধি দল।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুবাই স্থানীয় সময় রাত ১১টা ২ মিনিটে তাদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৭ ফ্লাইট দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল থ্রিতে অবতরণ করে।

বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমদ বেলহুল আল ফালাসি প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। এ সময় সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি খাসাইফ আল হামুদি উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার ঢাকা থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

বৃহস্পতিবার তিনি সামিটে অংশ নিবেন। সম্মেলনে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

এবারের সম্মেলনে বিশ্বের অন্তত ৩০ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নেবেন। ৮০টির বেশি আন্তর্জাতিক সংস্থা, ১৪০টি সরকারি প্রতিনিধি দল, ৬ হাজারের বেশি অংশগ্রহণকারী ও শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।

সম্পর্কিত নিবন্ধ