এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা হচ্ছে না যেসব তারকাদের
Published: 12th, February 2025 GMT
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসর বসেছিল ২০১৭ সালে। পরবর্তী আসর ২০২১ সালে হওয়ার কথা থাকলেও হয়নি। তার পরিবর্তে হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। দীর্ঘ ৮ বছর পর আবার মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। যেখানে র্যাংকিংয়ে শীর্ষে থাকা আটটি দল লড়বে শ্রেষ্ঠত্বের লড়াই। চ্যাম্পিয়নস ট্রফির মতো আইসিসি ইভেন্টে খেলার স্বপ্ন দেখেন প্রত্যেক তারকাই। কিন্তু দুর্ভাগ্যকে সঙ্গী করে ইনজুরির কারণে মর্যাদার এই আসরে খেলা হচ্ছে না বেশ কিছু তারকা ক্রিকেটারদের। তাদের নিয়েই এই আয়োজন।
আফগানিস্তান:
দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষের সিরিজে আলো ছড়িয়েছিলেন আফগানিস্তানের রহস্যময় স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফার। তাকে ধরা হচ্ছিল চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানদের ট্রাম্প কার্ড। কিন্তু ডিসেম্বরে জিম্বাবুয়ে সফরে ইনজুরিতে পড়ে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেলেন তিনি।
অস্ট্রেলিয়া:
চ্যাম্পিয়নস ট্রফির আগে ইনজুরি সমস্যায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে অস্ট্রেলিয়া। তাদের সবচেয়ে বেশি সংখ্যক তারকা খেলোয়াড়রা ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন। সেই তালিকায় প্যাট কামিন্স, জশ হ্যাজলউডের মতো তারকারা আছেন। এছাড়া ব্যক্তিগত কারণে মিচেল স্টার্ক, ওয়ানডে থেকে হঠাৎ অবসর নিয়ে মার্কাস স্টয়েনিস ও পিঠের ইনজুরিতে নেই মিচেল মার্শের মতো তারকা।
আরো পড়ুন:
বড় হারে ইংল্যান্ড হোয়াইটওয়াশ
গিল-আয়ার-কোহলির ব্যাটে তৃতীয় ওয়ানডেতে ভারতের রান পাহাড়
ইংল্যান্ড:
ইনজুরিতে ইংল্যান্ডও তাদের একজনকে পাচ্ছে না চ্যাম্পিয়নস ট্রফিতে। আর তিনি হলেন তরুণ তুর্কি জ্যাকব বেথেল। চলমান ভারত সফরে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। আর সেই ইনজুরি তাকে ছিটকে দিলো চ্যাম্পিয়নস ট্রফি থেকে।
ভারত:
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের পেস বোলিং আক্রমণে নেতৃত্ব দেওয়ার কথা ছিল জাসপ্রিত বুমরাহর। বিশ্বসেরা এই পেসার ভারতের জন্য ট্রাম্প কার্ড হতে পারতেন। কিন্তু অস্ট্রেলিয়া সফরে পিঠের ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন তিনি। তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছে ভারত। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি, ২০২৫) তাকে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ দেয় ভারত।
নিউ জিল্যান্ড:
অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় সর্বোচ্চ খেলোয়াড় ইনজুরিতে পড়েছে নিউ জিল্যান্ডের। তবে তাদের আশা এখনও ছেড়ে দেয়নি কিইউরা। আইএল টি-টোয়েন্টিতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তারকা পেসার লোকি ফার্গুসন। এরপর শনিবার (০৮ ফেব্রুয়ারি, ২০২৫) ক্যাচ ধরতে গিয়ে কপাল কেটে ইনজুরিতে পড়েন তারকা অলরাউন্ডার রাচীন রবীন্দ্র। এরপর তিনি ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচেও খেলতে পারেননি। তার জন্য শুক্রবার পর্যন্ত অপেক্ষা করবে ব্ল্যাক ক্যাপসরা।
পাকিস্তান:
আয়োজক পাকিস্তানও শেষ মুহূর্তে ইনজুরির ধাক্কা খেয়েছে। তাদের পেসার হারিস রউফ চলমান ত্রিদেশীয় সিরিজে সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েছেন। তিনি আছেন ফিটনেস সংকটে। তার পরিবর্তে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে খুশদীল শাহকে নেওয়া হয় দলে। শেষ পর্যন্ত ফিটনেস পরীক্ষায় উতরে গিয়ে চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকতে পারেন কিনা হারিস সেটাই দেখার বিষয়।
দক্ষিণ আফ্রিকা:
দক্ষিণ আফ্রিকা দলেও ইনজুরি সমস্যা রয়েছে। ইনজুরির কারণে তারা চ্যাম্পিয়নস ট্রফির দলে পায়নি তারকা পেসার অ্যানরিখ নরকিয়াকে। তার পরিবর্তে তারা দলে নেয় জেরাল্ড কোয়েৎজেকে। কিন্তু তিনিও পরে গ্রোইন ইনজুরিতে পড়েন।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঢাকায় ডেনমার্ক দূতাবাসে চাকরি, বেতন ছাড়াও আছে পেনশন স্কিম
ঢাকার ডেনমার্ক দূতাবাস জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি হেড অব কমিউনিকেশনস অ্যান্ড পলিটিক্যাল অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভি পাঠাতে হবে।
পদের নাম: হেড অব কমিউনিকেশনস অ্যান্ড পলিটিক্যাল অফিসারপদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান, আইন, সাংবাদিকতা বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কমিউনিকেশনস, পলিসি অ্যানালাইসিস, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সমস্যা সমাধানের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। আইটি দক্ষতাসহ মাইক্রোসফট অফিস, আউটলুক, ক্যানভা, মেটা বিজনেস ও হুটস্যুটের কাজ জানতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: গুলশান, ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭ ঘণ্টা
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: আকর্ষণীয় বেতন। এ ছাড়া বছরে ২০ দিন সবেতন ছুটি, পেনশন স্কিম এবং কর্মী ও কর্মীর পরিবারের নির্ভরশীল সদস্যদের চিকিৎসাসুবিধা দেওয়া হবে।
আরও পড়ুনপ্রাণিসম্পদ অধিদপ্তরে পুন:নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ৬৩৮২২ ঘণ্টা আগেআবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের মোটিভেশন লেটার, শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, দুই থেকে তিনটি রেফারেন্সসহ সিভি [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে। ই-মেইলের সাবজেক্টে ‘Head of Comms and Political Officer–(your name)’ উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।
আবেদনের শেষ সময়: ২৪ ফেব্রুয়ারি ২০২৫।
আরও পড়ুনবেসরকারি সংস্থায় ঢাকায় চাকরি, বেতন ১ লাখ ২৬ হাজার০৯ ফেব্রুয়ারি ২০২৫