আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসর বসেছিল ২০১৭ সালে। পরবর্তী আসর ২০২১ সালে হওয়ার কথা থাকলেও হয়নি। তার পরিবর্তে হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। দীর্ঘ ৮ বছর পর আবার মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। যেখানে র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা আটটি দল লড়বে শ্রেষ্ঠত্বের লড়াই। চ্যাম্পিয়নস ট্রফির মতো আইসিসি ইভেন্টে খেলার স্বপ্ন দেখেন প্রত্যেক তারকাই। কিন্তু দুর্ভাগ্যকে সঙ্গী করে ইনজুরির কারণে মর্যাদার এই আসরে খেলা হচ্ছে না বেশ কিছু তারকা ক্রিকেটারদের। তাদের নিয়েই এই আয়োজন।

আফগানিস্তান:
দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষের সিরিজে আলো ছড়িয়েছিলেন আফগানিস্তানের রহস্যময় স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফার। তাকে ধরা হচ্ছিল চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানদের ট্রাম্প কার্ড। কিন্তু ডিসেম্বরে জিম্বাবুয়ে সফরে ইনজুরিতে পড়ে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেলেন তিনি।

অস্ট্রেলিয়া:
চ্যাম্পিয়নস ট্রফির আগে ইনজুরি সমস্যায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে অস্ট্রেলিয়া। তাদের সবচেয়ে বেশি সংখ্যক তারকা খেলোয়াড়রা ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন। সেই তালিকায় প্যাট কামিন্স, জশ হ্যাজলউডের মতো তারকারা আছেন। এছাড়া ব্যক্তিগত কারণে মিচেল স্টার্ক, ওয়ানডে থেকে হঠাৎ অবসর নিয়ে মার্কাস স্টয়েনিস ও পিঠের ইনজুরিতে নেই মিচেল মার্শের মতো তারকা।

আরো পড়ুন:

বড় হারে ইংল্যান্ড হোয়াইটওয়াশ

গিল-আয়ার-কোহলির ব্যাটে তৃতীয় ওয়ানডেতে ভারতের রান পাহাড়

ইংল্যান্ড:
ইনজুরিতে ইংল্যান্ডও তাদের একজনকে পাচ্ছে না চ্যাম্পিয়নস ট্রফিতে। আর তিনি হলেন তরুণ তুর্কি জ্যাকব বেথেল। চলমান ভারত সফরে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। আর সেই ইনজুরি তাকে ছিটকে দিলো চ্যাম্পিয়নস ট্রফি থেকে।

ভারত:
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের পেস বোলিং আক্রমণে নেতৃত্ব দেওয়ার কথা ছিল জাসপ্রিত বুমরাহর। বিশ্বসেরা এই পেসার ভারতের জন্য ট্রাম্প কার্ড হতে পারতেন। কিন্তু অস্ট্রেলিয়া সফরে পিঠের ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন তিনি। তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছে ভারত। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি, ২০২৫) তাকে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ দেয় ভারত।

নিউ জিল্যান্ড:
অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় সর্বোচ্চ খেলোয়াড় ইনজুরিতে পড়েছে নিউ জিল্যান্ডের। তবে তাদের আশা এখনও ছেড়ে দেয়নি কিইউরা। আইএল টি-টোয়েন্টিতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তারকা পেসার লোকি ফার্গুসন। এরপর শনিবার (০৮ ফেব্রুয়ারি, ২০২৫) ক্যাচ ধরতে গিয়ে কপাল কেটে ইনজুরিতে পড়েন তারকা অলরাউন্ডার রাচীন রবীন্দ্র। এরপর তিনি ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচেও খেলতে পারেননি। তার জন্য শুক্রবার পর্যন্ত অপেক্ষা করবে ব্ল্যাক ক্যাপসরা।

পাকিস্তান:
আয়োজক পাকিস্তানও শেষ মুহূর্তে ইনজুরির ধাক্কা খেয়েছে। তাদের পেসার হারিস রউফ চলমান ত্রিদেশীয় সিরিজে সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েছেন। তিনি আছেন ফিটনেস সংকটে। তার পরিবর্তে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে খুশদীল শাহকে নেওয়া হয় দলে। শেষ পর্যন্ত ফিটনেস পরীক্ষায় উতরে গিয়ে চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকতে পারেন কিনা হারিস সেটাই দেখার বিষয়।

দক্ষিণ আফ্রিকা:
দক্ষিণ আফ্রিকা দলেও ইনজুরি সমস্যা রয়েছে। ইনজুরির কারণে তারা চ্যাম্পিয়নস ট্রফির দলে পায়নি তারকা পেসার অ্যানরিখ নরকিয়াকে। তার পরিবর্তে তারা দলে নেয় জেরাল্ড কোয়েৎজেকে। কিন্তু তিনিও পরে গ্রোইন ইনজুরিতে পড়েন।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইনজ র ত

এছাড়াও পড়ুন:

স্থানীয় সরকার ইনস্টিটিউট ৯ম গ্রেডে নেবে গবেষণা ও পরিসংখ্যান কর্মকর্তা, আবেদন করেছেন কি

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ইনস্টিটিউটে দুই ক্যাটাগরির পদে ৯ম গ্রেডে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: গবেষণা কর্মকর্তা

পদসংখ্যা: ৩

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, সমাজকল্যাণ, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, লোকপ্রশাসন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পরিসংখ্যান, ফিজিক্যাল প্ল্যানিং, ভূগোল বা রাষ্ট্রবিজ্ঞানে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।

বয়স: ১৫ এপ্রিল ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

আরও পড়ুনতিন বছর পর সমবায় অধিদপ্তরের সংশোধিত বিজ্ঞপ্তি, পদ ৫১১ ২০ মার্চ ২০২৫২. পদের নাম: পরিসংখ্যান কর্মকর্তা

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। কম্পিউটারে জ্ঞানসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স: ১৫ এপ্রিল ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আরও পড়ুনশিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, সংশোধিত পদ ১৮৭১৩ মার্চ ২০২৫আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং অনগ্রসর (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের প্রতিটি পদের জন্য ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১৫ এপ্রিল ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

আরও পড়ুনবিসিআইসিতে বড় নিয়োগ, পদ ৬৮৯২১ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • যুক্তরাষ্ট্র ছেড়ে শিক্ষার্থীরা কানাডার বিশ্ববিদ্যালয়ে আবেদন করছেন, কারণ কী
  • পুলিশ স্টাফ কলেজে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্টে মাস্টার্স
  • প্রথম প্রান্তিকে চীনের প্রবৃদ্ধি ৫.৪%
  • কানাডা ইমিগ্রেশনে নতুন দিগন্ত: ফ্রেঞ্চ ভাষা জানলেই মিলছে বাড়তি সুযোগ
  • আজ টিভিতে যা দেখবেন (১৬ এপ্রিল ২০২৫)
  • আলিম পরীক্ষা ২০২৫–এর ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে
  • ‘মেডিকেল রিটেইনার’ পদে কর্মী নিয়োগ দেবে তিতাস গ্যাস
  • যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, আবেদন করুন দ্রুত
  • আজ টিভিতে যা দেখবেন (১৫ এপ্রিল ২০২৫)
  • স্থানীয় সরকার ইনস্টিটিউট ৯ম গ্রেডে নেবে গবেষণা ও পরিসংখ্যান কর্মকর্তা, আবেদন করেছেন কি