চ্যাম্পিয়নস ট্রফির আগে একটিই প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের, প্রতিপক্ষ কে
Published: 12th, February 2025 GMT
চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে ৮ দল, এর মধ্যে ৬ দলই এখন মাঠে ব্যস্ত। যে দুটি দলের ম্যাচ-প্রস্তুতির অভাব, তার একটি বাংলাদেশ। তবে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। আজ চ্যাম্পিয়নস ট্রফির অফিশিয়াল ওয়ার্মআপ ম্যাচের সূচি ঘোষণা করেছে আইসিসি।
যেখানে বাংলাদেশের ওয়ার্মআপ ম্যাচ আছে একটি, আফগানিস্তানের দুটি। বর্তমানে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলতে থাকা দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড খেলবে একটি করে ওয়ার্মআপ ম্যাচ।
চ্যাম্পিয়নস ট্রফির আগে মোট ৪টি ওয়ার্মআপ ম্যাচ রেখেছে আইসিসি। এই চার ম্যাচে বাংলাদেশ, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলবে ‘শাহিনস’ নামে গড়া পাকিস্তানের তিনটি দল। ১৭ ফেব্রুয়ারি দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস। যে দলটির নেতৃত্ব দেবেন মোহাম্মদ হারিস, অন্যদের মধ্যে আছেন আমের জামাল, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসামা মীর, সাহিবজাদা ফারহানরা।
আফগানিস্তানের দুটি ওয়ার্মআপ ম্যাচের একটি প্রতিপক্ষ শাদাব খানের নেতৃত্বাধীন পাকিস্তান শাহিনস, আরেকটিতে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা দল খেলবে মোহাম্মদ হুরাইরার নেতৃত্বাধীন পাকিস্তান শাহিনদের বিপক্ষে। সব কটি ওয়ার্মআপ ম্যাচ দিবারাত্রির।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ওয়ার্মআপ ম্যাচ সূচি১৪ ফেব্রুয়ারি: পাকিস্তান শাহিনস-আফগানিস্তান—করাচি
১৬ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড-আফগানিস্তান-করাচি
১৭ ফেব্রুয়ারি: পাকিস্তান শাহিনস-দক্ষিণ আফ্রিকা-করাচি
১৭ ফেব্রুয়ারি: পাকিস্তান শাহিনস-বাংলাদেশ-দুবাই
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আফগ ন স ত ন আইস স
এছাড়াও পড়ুন:
এস আলম গ্রুপের চেয়ারম্যানের ১৩৬০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা এক হাজার ৩৬০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে দুই হাজার ৬১৯ কোটি সাত লাখ ১৬ হাজার টাকা রয়েছে। দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
বাহারের জমি-বাড়ি জব্দ
কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের নামে কুমিল্লার মনোহরপুরে থাকা ৩৮ লাখ টাকা মূল্যের ১৫ শতক জমি ও ১৬ কোটি টাকা মূল্যের একটি বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে নিজের ও তার স্বার্থসংশ্লিষ্ট ২৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার একই আদালত এ আদেশ দেন। এর আগে গত ১১ নভেম্বর আদালত বাহাউদ্দিন বাহার, তার স্ত্রী মেহেরুনন্নেছা, মেয়ে তাহসীন বাহার সূচনা ও ছেলে আয়মান বাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।
আনোয়ারুলের জমি, ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুদকের মামলা চলমান থাকায় নরসিংদী-২ আসনের সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খানের নামে ঢাকা ও নরসিংদীর বিভিন্ন জায়গায় থাকা ২ দশমিক ৪১ একর জমি ও গুলশানে থাকা একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।
দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকার একই আদালত এ আদেশ দেন।
এসব জমি ও ফ্লাটের দলিল মূল্য ৪ কোটি ২৩ লক্ষ ৬১ হাজার ৭২০ টাকা। এছাড়াও আনোয়ারুল আশরাফের নামে বিভিন্ন ব্যাংকের ৩০টি হিসাবে থাকা ৩ কোটি ৭৭ লক্ষ ৫০ হাজার ৩০৭ টাকা অবরুদ্ধের আদেশ দেয়া হয়েছে।