চতুর্থ বছরে পদার্পণ করতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এ যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি তা রক্ষা করতে পারেননি। এখন এই সংকট মোকাবিলায় চীনের সহায়তা চাচ্ছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধরত দু’পক্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় চীন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারবে বলে মত তাঁর। খবর সিএনএনের।
 
গত মাসে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে ট্রাম্প বলেন, আশা করি, চীন এই যুদ্ধের সমাপ্তি টানতে আমাদের প্রচেষ্টায় যোগ দেবে। রাশিয়ার সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এটিকে কাজে লাগিয়ে এই দ্বন্দ্ব মেটানো সম্ভব। আমরা তাদের সঙ্গে কাজ করব। এ বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে কথা হয়েছে বলেও জানান তিনি। 

যদিও ট্রাম্প চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রে চীনা পণ্য আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার পরিকল্পনাকে জটিল করে তুলেছেন। এ অবস্থায় রাশিয়া-ইউক্রেনের মধ্যস্থতা করতে জিনপিং রাজি হবেন কিনা, তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। তবে বিরল পদক্ষেপ হলেও বেইজিং উদ্যোগটি নিতে পারে। কারণ, তারা ক্রমবর্ধমান বাণিজ্য সংঘাত এড়াতে চাচ্ছেন। 

মার্কিন থিঙ্কট্যাঙ্ক স্টিমসন সেন্টারের ইউন সান বলেন, আমার মনে হয়, মধ্যস্থতার বিনিময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নতির আশা দেখালে বেইজিং প্রস্তাব লুফে নেবে। তবে রাশিয়ার সঙ্গে তার জোটকে দুর্বল করার বিষয়ে বেইজিং সতর্ক থাকবে। 

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ট্রাম্প প্রশাসনের সদস্য হিসেবে ন্যাটো সদরদপ্তরে প্রথম সফর করছেন। ইউরোপীয় মিত্ররা ইউক্রেন সরকারকে ওয়াশিংটন কতটা সামরিক ও আর্থিক সহায়তা দিতে চায়, তা জানার জন্য অপেক্ষা করছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউক্রেন প্রতিরক্ষা যোগাযোগ গ্রুপের বৈঠকের আগে হেগসেথ যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলির সঙ্গে আলোচনা করেন। হেগসেথের পূর্বসূরি লয়েড অস্টিন ২০২২ সালে ইউক্রেনের জন্য অস্ত্র ও গোলাবারুদ সহায়তার জন্য ফোরামটি প্রতিষ্ঠা করেন। 

এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। কিয়েভের মেয়র জানিয়েছেন, বুধবার ভোরে চালানো এই হামলায় আহতদের মধ্যে ৯ বছরের একটি মেয়েও রয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইউক র ন

এছাড়াও পড়ুন:

শনিবার জাতিসংঘ মহাসচিবের যেসব কর্মসূচি

চার দিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সফরের তৃতীয় দিন আজ শনিবার (১৫ মার্চ) ব্যস্ত সময় কাটাবেন তিনি।

আজ সকাল ৯টায় তিনি রাজধানীতে জাতিসংঘ কান্ট্রি টিম (ইউএনসিটি) বাংলাদেশের সঙ্গে একটি বৈঠকে যোগ দেবেন। এরপর রাজধানীতে নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শন করবেন। সেখানে তিনি ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী দেখবেন এবং আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করবেন।

শুক্রবার (১৪ মার্চ) রাতে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান।

তিনি জানান, জাতিসংঘ মহাসচিব শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ২টা ১৫ পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংস্কার প্রস্তাবনা নিয়ে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন।

দুপুর ২টা ১৫ মিনিট থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস হোটেল ইন্টারকন্টিনেন্টালে তরুণদের সঙ্গে সংলাপ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেবেন।

বিকেল ৫টা ২০ মিনিটে জাতিসংঘ মহাসচিব এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

আগামীকাল রবিবার সকালে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

এর আগে, জাতিসংঘ মহাসচিব তার বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। তিনি বৃহস্পতিবার (১৩ মার্চ) চার দিনের সফরে ঢাকায় আসেন।

ঢাকা/হাসান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ