কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি-হামলার ঘটনায় ৬ মাস পর থানায় মামলা হয়েছে। এতে কুমিল্লা ৬ (সদর) আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি সভাপতি মোস্তাফিজুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ভূঁঞাসহ ২৬১ জনকে আসামি করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার সংগঠক মো.

ইনজামুল হক রানা বাদী হয়ে বুধবার দুপুরে কোতোয়ালি মডেল থানায় ওই মামলাটি দায়ের করেন। রানা জেলার আদর্শ সদর উপজেলার শহরতলীর ডুমুরিয়া চাঁন্দপুর এলাকার আমির হোসেনের ছেলে। সমকালকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম। 

মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে তৎকালীন এমপি বাহারের নির্দেশে আসামিরা গত বছরের ৩ আগস্ট দুপুর ১২টার দিকে কুমিল্লা নগরীর পুলিশ লাইন উচ্চবিদ্যালয়ের পাশের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নিরস্ত্র ছাত্র-জনতার উপর হামলা চালায়। গুলি ও হামলায় বেশ কিছু ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত জখমসহ গুরুতর আহত হয়।

মামলায় আলোচিত অপর আসামিরা হচ্ছেন, আদর্শ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, আহমেদ নিয়াজ পাভেল, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা বকুল, সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাবলু, লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. ইউনুছ ভ‚ইয়া, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাক হায়দার, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল মমিন ফেরদৌস, সাবেক পিপি জহিরুল ইসলাম সেলিম, কুসিকের অপসারিত প্যানেল মেয়র হাবিবুর আল-আমিন সাদী, মহানগর আওয়ামী লীগ নেতা নূর-উর রহমান মাহমুদ তানিম, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাড. ফাহমিদা জেবিন, মহানগর ছাত্রলীগের  সাবেক আহ্বায়ক আবদুল আজিজ সিহানুক। মামলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সেকশন অফিসার রেজাউল ইসলাম মাজেদ, বিল্লাল হোসেন, কুবির কর্মচারী পরিষদ সভাপতি জসিম উদ্দিন, কুবি শাখা ছাত্রলীগের নেতা রেজা-ই এলাহী ও বিপ্লব চন্দ্র দাসসহ বেশ কিছু শিক্ষার্থী ও কর্মকর্তাকে আসামি করা হয়েছে। এছাড়াও মামলায় সিটি করপোরেশনের বেশ কিছু কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আইনজীবী, জেলা সদর ও বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ মামলায় গুরুতর আহত ৫ জনকে স্বাক্ষীভুক্ত করা হয়েছে। 

কুমিল্লায় এই প্রথম জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় সর্বাধিক সংখ্যক প্রায় দুই ডজন আইনজীবীকে এক মামলায় অভিযুক্ত করা হলো। মামলার বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান লিটন বলেন, প্রায় ১৬ শ’ আইনজীবী নিয়ে জেলা আইনজীবী সমিতি। মামলায় ঢালাওভাবে অনেক আইনজীবীকে আসামি করা হয়েছে। যা দুঃখ ও দুর্ভাগ্যজনক। আগামী ১৫ ফেব্রুয়ারি জেলা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল হওয়ার ঘোষণা করার দিন ধার্য আছে। মামলার কারণে নির্বাচনেও প্রভাব পড়বে। ছাত্র-জনতার ওপর হামলার দিনের ছবি ও ভিডিও ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এই আইনজীবী নেতা।

এ বিষয়ে বক্তব্য জানতে মামলার বাদী মো. ইনজামুল হক রানার মোবাইলে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। বৈষম্যবিরোধী আন্দোলন কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক আবু রায়হান বলেন, আন্দোলন চলাকালে ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসররা প্রকাশ্যে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর হামলা করেছিল। আসামীদের অনেকেই সরাসরি ঘটনাস্থলে ছিলেন। অন্যদের মধ্যে কেউ কেউ অর্থ, অস্ত্র সরবরাহ ও পরিকল্পনায় ছিলেন। হামলার ভিডিও ও স্থিরচিত্র আমাদের কাছে আছে। হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তিনি। 

কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম সমকালকে জানান, বাদীর অভিযোগের প্রেক্ষিতে মামলাটি এফআইআর (রেকর্ড) করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: এমপ ব হ র ছ ত র জনত র র রহম ন ল ইসল ম আইনজ ব উপজ ল আবদ ল আওয় ম

এছাড়াও পড়ুন:

২৩৯ বিডিআর সদস্যের জামিন শুনানি শেষ, আদেশ অপেক্ষমাণ

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় ২৩৯ বিডিআর সদস্যের জামিনের বিষয়ে শুনানি শেষ হয়েছে। যাচাই-বাছাই শেষে আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে জামিনের বিষয়ে আদেশ দেবেন আদালত।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালতে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর বোরহান উদ্দিন জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিনের বিষয়ে আদেশ অপেক্ষমাণ রাখেন।

বৃহস্পতিবার আবু সাঈদ খান নামের এক অবসরপ্রাপ্ত মেজর আদালতে সাক্ষ্য দেন। এর পর তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এ নিয়ে মামলায় ২৮৭ জনের সাক্ষ্য শেষ হলো। এ মামলায় ৮৩৪ আসামির মধ্যে এখন পর্যন্ত জামিন পেয়েছেন ১৭৮ জন। 

শুনানি শেষে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন জানিয়েছেন, আসামিপক্ষ থেকে দ্বিতীয় দফায় ৪৬২ জনের জামিন আবেদন করা হয়। এর মধ্য মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিসহ এক আসামির পক্ষে দুই বারও জামিন আবেদন দাখিল করা হয়েছে। এগুলো যাচাই-বাছাই করতে গিয়ে জামিন আদেশের বিষয়টি বিলম্বিত হচ্ছে।

আসামিপক্ষের আইনজীবী মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় উচ্চ আদালত একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছেন। সেখানে নতুন করে তদন্ত হচ্ছে। তাই, আদালতের উচিত ছিল টাস্কফোর্সের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যা মামলায় খালাস পাওয়া ও সাজার মেয়াদ পূর্ণ করা আাসামিদের জামিন দেওয়া।

গত ১৯ জানুয়ারি ১৭৮ জন জন বিডিআর সদস্যকে জামিন দেন একই আদালত। পরে গত ২৩ জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হন তারা। 

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। 

ঢাকা/মামুন/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • আদালতে স্তরে স্তরে ‘বকশিশ’ নির্ধারণ
  • টিউলিপের বিরুদ্ধে জাল সই ব্যবহার করে বোনের নামে ফ্ল্যাটের মালিকানা হস্তান্তরের অভিযোগ
  • বোনকে ফ্ল্যাট দিতে সই জালিয়াতি করেন টিউলিপ
  • ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল
  • পাসপোর্ট পেতে মাইকেল চাকমার আবেদন সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
  • মাগুরার শিশুটির মৃত্যুতে মানুষের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • মাগুরার শিশুটির মৃত্যুতে নানা মহলের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • মাগুরার শিশুটির মৃত্যুতে নানা মহলের মানুষের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
  • পাবনা-১ আসনে জামায়াতের প্রার্থী নিজামী পুত্র মোমেন
  • ২৩৯ বিডিআর সদস্যের জামিন শুনানি শেষ, আদেশ অপেক্ষমাণ