কীর্তনখোলায় জ্বালানি তেলের ট্রলারে আগুন দগ্ধ ৪
Published: 12th, February 2025 GMT
বরিশাল নগরীঘেঁষা কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলের ড্রামভর্তি ট্রলারে বিস্ফোরণে চারজন অগ্নিদগ্ধ ও একজন আহত হয়েছেন। তাদের বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক। বুধবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর ত্রিশগোডাউন সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।
বরিশাল ফায়ার ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন খাঁন এ খবর নিশ্চিত করেন। ট্রলারের ইঞ্জিনরুম থেকে ঘটনার সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস। আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন– রুবেল, সম্পদ ও মান্না। ট্রলারের আরেক কর্মচারী আমজাদ হোসেন জানান, তিনিসহ দু’জন নদীতে ঝাঁপিয়ে পড়েছিলেন। পরে দু’জনই তীরে উঠতে পেরেছেন। ট্রলারের সব কর্মচারীর বাড়ি নোয়াখালীর হাতিয়ায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, জ্বালানি তেল ভর্তি ড্রাম নিয়ে ট্রলারটি কীর্তনখোলা নদী দিয়ে হাতিয়ার উদ্দেশে যাচ্ছিল। ড্রামের ওপর পোলট্রি মুরগির খাবারের বস্তা রাখা ছিল। ট্রলারটি চলন্ত অবস্থায় হঠাৎ বিস্ফোরণ ঘটে ও আগুন লাগে। এ সময় এক ব্যক্তি গায়ে আগুন নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েন। পরে আরও কয়েকজন নদীতে ঝাঁপ দেন।
বরিশাল ফায়ার ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন খাঁন বলেন, বিস্ফোরণ থেকে ট্রলারে আগুন লাগে। ইঞ্জিন রুমে প্রথম বিস্ফোরণ ঘটে। আগুন নিয়ন্ত্রণে এসেছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দুপুরে ৪ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস
দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে এ তথ্য।
এদিন ভোরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।