কীর্তনখোলায় জ্বালানি তেলের ট্রলারে আগুন দগ্ধ ৪
Published: 12th, February 2025 GMT
বরিশাল নগরীঘেঁষা কীর্তনখোলা নদীতে জ্বালানি তেলের ড্রামভর্তি ট্রলারে বিস্ফোরণে চারজন অগ্নিদগ্ধ ও একজন আহত হয়েছেন। তাদের বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক। বুধবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর ত্রিশগোডাউন সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।
বরিশাল ফায়ার ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন খাঁন এ খবর নিশ্চিত করেন। ট্রলারের ইঞ্জিনরুম থেকে ঘটনার সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস। আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন– রুবেল, সম্পদ ও মান্না। ট্রলারের আরেক কর্মচারী আমজাদ হোসেন জানান, তিনিসহ দু’জন নদীতে ঝাঁপিয়ে পড়েছিলেন। পরে দু’জনই তীরে উঠতে পেরেছেন। ট্রলারের সব কর্মচারীর বাড়ি নোয়াখালীর হাতিয়ায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, জ্বালানি তেল ভর্তি ড্রাম নিয়ে ট্রলারটি কীর্তনখোলা নদী দিয়ে হাতিয়ার উদ্দেশে যাচ্ছিল। ড্রামের ওপর পোলট্রি মুরগির খাবারের বস্তা রাখা ছিল। ট্রলারটি চলন্ত অবস্থায় হঠাৎ বিস্ফোরণ ঘটে ও আগুন লাগে। এ সময় এক ব্যক্তি গায়ে আগুন নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েন। পরে আরও কয়েকজন নদীতে ঝাঁপ দেন।
বরিশাল ফায়ার ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন খাঁন বলেন, বিস্ফোরণ থেকে ট্রলারে আগুন লাগে। ইঞ্জিন রুমে প্রথম বিস্ফোরণ ঘটে। আগুন নিয়ন্ত্রণে এসেছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এবারের আইপিএলে কোন দলে কে অধিনায়ক
কারও অধিনায়ক হওয়া অনুমিত ছিল। আবার কেউ দিয়েছেন চমক। সর্বশেষ দল হিসেবে কাল দিল্লি ক্যাপিটালস অধিনায়কের নাম ঘোষণা করেছে। দিল্লিকে এবার নেতৃত্ব দেবেন অক্ষর প্যাটেল। এটা চমকই বটে। কারণ, একই দলে লোকেশ রাহুলের মতো ক্রিকেটার ছিলেন। শোনা গেছে, রাহুল নাকি নেতৃত্ব নিতে চাননি। কারণটা যা–ই হোক, এমন চমক আছে আরও। দেখে নেওয়া যাক এবারের আইপিএলে নেতৃত্ব দিতে যাচ্ছেন কারা—রুতুরাজ গায়কোয়াড় (চেন্নাই সুপার কিংস)চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়