সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে বেড়াতে গিয়ে দুর্ঘটনার শিকার স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। পাথরবাহী ট্রাকের ধাক্কায় তার ডান হাত থেতলে যায়। আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজে ভর্তির পর আজ বুধবার রাত ৮টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এর আগে বুধবার বিকেল ৩টার দিকে কোম্পানীগঞ্জের টুকের বাজার এলাকায় সড়ক পাড় হওয়ার সময় দুর্ঘটনায় আহত হয় সে। ওই স্কুলছাত্রের নাম মাহদি। তার বয়স সাড়ে ৫ বছর। লক্ষীপুর সদর উপজেলার জয়রামপুরের মামুনের ছেলে ও স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী মাহদী।

স্থানীয়রা জানিয়েছেন, স্কুল শিক্ষার্থীসহ বাবা-মার সঙ্গে বুধবার সাদা পাথর বেড়াতে আসে মাহদি। ফেরার পথে টুকের বাজারে একটি রেস্টুরেন্টে তারা খাওয়া-দাওয়া করে। এ সময় মাহদি রাস্তার পাশের দোকান থেকে কোমল পানীয় কিনে পারাপারের সময় সিলেটগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। ধাক্কার পর ট্রাকের চাকার নিচে মাহদির একটি হাত পড়ে যায়। আহত অবস্থায় স্থানীয় ব্যবসায়ীসহ মাহদির বাবা-মা তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় ব্যবসায়ী ইয়াহইয়া জাকারিয়া বুধবার সন্ধার দিকে জানিয়েছেন, মাহদির হাতের অবস্থা সঙ্কটাপন্ন। তার রক্তের প্রয়োজন। রক্ত সংগ্রহ করা হয়েছে। কিন্তু আজ বুধবার রাত ৮টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

মাহদির বাবা মামুন জানান, স্কুল ভ্রমনে তারা সাদা পাথর বেড়াতে এসেছিলেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অবস থ য়

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে হাছান-নওফেলসহ ৫২ জনের নামে নতুন মামলা

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মো. ইয়াস শরীফ খান (১৬) নামের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ৫২ জনের নাম উল্লেখ করে নতুন একটি মামলা করা হয়েছে। মামলায় আরো ২০০-৩০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

ঘটনার ৮ মাস পর বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে চট্টগ্রামের চান্দগাঁও থানায় মামলাটি দায়ের করেছেন আহত শিক্ষার্থী ইয়াসের বাবা ব্যবসায়ী মো. এজাজ খান। চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন মামলার সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী ইয়াস শরীফ খানকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করেছেন আহত শিক্ষার্থীর বাবা। হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা এ মামলায় আসামির তালিকায় আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশন সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, এম এ লতিফ, যুবলীগের নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

পুলিশ এ ব্যাপারে পরবর্তী আইননানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন।

ঢাকা/রেজাউল/রফিক

সম্পর্কিত নিবন্ধ