মাছের ড্রামে করে গাঁজা সরবাহ, রূপগঞ্জে আটক ২
Published: 12th, February 2025 GMT
মাছের ড্রামে অভিনব কায়দায় গাঁজা রেখে সরবাহকালে রূপগঞ্জে ৩১ কেজি গাঁজাসহ দুই মাদক কাবরারিকে গ্রেপ্তার কার হয়েছে। গ্রেপ্তাররা হলো- ব্রাহ্মণবাড়িয়ার জেলার কসবা থানার চারু মিয়া এবং মফিজ মিয়া।
বুধবার সন্ধ্যায় উপজেরার সাওঘাট এলাকায় র্যাব ১১ সিপিসি-১, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম অভিযান পরিচালনা করে ওই গাঁজাসহ তাদের আটক করেন।
জানা গেছে, মাদক কারবারীরা উল্লেখিত মাদক পাচারের জন্য অভিনব কৌশল অবলম্বন করেছিল। মাদক যেন তল্লাশী করে না পাওয়া যায় এজন্য কারবারীরা একটি মাছের ড্রামে ওই গাঁজা লুকিয়ে রেখেছিল। যার উপরে রাখা হয়েছিল মাছ এবং নীচে রাখা ছিল গাঁজা।
র্যাব ১১ সিপিসি-১ অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম জানায়, রূপগঞ্জের সাওঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশী করে মাছের ড্রামের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩১ কেজি গাঁজাসহ ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য বিরোধী আইনে মামলা রুজু করা হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
কেনেডি হত্যাকাণ্ডের হাজারো নথির সন্ধান
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট হাজারো নথিপত্রের সন্ধান পেয়েছে বলে ঘোষণা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশ মানতে গিয়ে তারা এসব নথির অনুসন্ধান শুরু করে।
মঙ্গলবার এফবিআই জানিয়েছে, অনুসন্ধানে প্রায় ২ হাজার ৪০০টি নতুন তালিকাভুক্ত ও ডিজিটালাইজড নথি পাওয়া গেছে। এর আগে কেনেডি হত্যাকাণ্ডের সঙ্গে এসব নথির সম্পর্ক আছে বলে মনে করা হতো না।
এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, তারা নতুন করে পাওয়া নথিগুলোর বিষয়ে যথাযথ বিজ্ঞপ্তি দিয়েছে। পাশাপাশি গোপন নথিকে প্রকাশ্যে আনার চলমান প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে এগুলোকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশনে পাঠানোর কাজ করছে। বিবিসি।