দেশীয় কসমেটিকস বা প্রসাধনী, হোমকেয়ার ও স্কিনকেয়ার বা ত্বকের পরিচর্যায় ব্যবহৃত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের লিলি ব্র্যান্ডের পণ্য নকল করে একটি অসাধু চক্র ধরা পড়েছে। দেশে পণ্যের মান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরিচালিত মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত এই চক্রকে জরিমানা ও তা অনাদায়ে কারাদণ্ড দিয়েছেন।

বিএসটিআই সূত্রে জানা গেছে, লিলিসহ অন্য কিছু ব্র্যান্ডের পণ্য নকল করে বাজারজাত করার খবর পেয়ে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহারের নেতৃত্বে একটি দল সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ী এলাকার দনিয়ায় মাদ্রাসা রোডের মায়ের দোয়া কনজ্যুমার ইন্ডাস্ট্রিজে অভিযান চালায়। এ সময় বিএসটিআইয়ের কর্মকর্তারা লিলির পাশাপাশি অন্য কিছু ব্র্যান্ডের পণ্যও উদ্ধার করেন।

বিএসটিআই জানায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী দল বিএসটিআইয়ের লাইসেন্সসহ প্রয়োজনীয় নথিপত্র চাইলে মায়ের দোয়া কনজ্যুমার ইন্ডাস্ট্রিজ তা দেখাতে পারেনি। তারা অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য উৎপাদনের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। সে জন্য অসাধু ব্যবসায়ী মিজানুর রহমানকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অবৈধভাবে পণ্য উৎপাদন, বিক্রি ও বাজারজাত করার অপরাধে এ শাস্তি দেওয়া হয়। এ ছাড়া অবৈধ মালামাল জব্দ ও ধ্বংস করেন বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। বিএসটিআইয়ের কর্মকর্তারা জানান, নকল পণ্য উৎপাদন ও বিপণন রোধে এ ধরনের অভিযান জোরদার করা হবে।

এদিকে নকল পণ্য উৎপাদনকারীকে শাস্তি দেওয়ায় বিএসটিআইকে ধন্যবাদ জানিয়েছেন লিলি ব্র্যান্ডের পণ্য উৎপাদনকারী রিমার্ক-হারল্যানের পরিচালক চিত্রনায়ক শাকিব খান। তিনি বলেন, ‘জনগণকে অথেন্টিক পণ্য পৌঁছে দিতে আমরা কাজ করছি। কিছু অসাধু চক্র মানহীন ভেজাল পণ্য বাজারে ছাড়ার চেষ্টা করেছিল। বিএসটিআই তা রুখে দিয়েছে।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পাওয়ার ব্যাংকযুক্ত বাড়তি চার্জিং কেস ব্যবহার করা যায় এই স্মার্টফোনে

দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে আইটেল। ‘আইটেল পাওয়ার ৭০’ মডেলের এ ফোনে ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ারের বিল্ট ইন ব্যাটারি ও চার হাজার মিলিঅ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাংকযুক্ত বাড়তি চার্জিং কেস রয়েছে। ফোনটিতে একসঙ্গে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহারের সুযোগ থাকায় একবার চার্জে টানা ২৫ ঘণ্টা পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করা সম্ভব। ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় দ্রুত চার্জও করা যায় ফোনটি, ফলে চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইটেল বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ দশমিক ৬৭ ইঞ্চি এইচডি (হাই ডেফিনেশন) প্লাস পর্দার ফোনটির ধারণক্ষমতা ১২৮ গিগাবাইট। ৪ গিগাবাইট র‍্যামযুক্ত ফোনটিতে চাইলে ১২ গিগাবাইট পর্যন্ত র‍্যাম ব্যবহার করা যায়। ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, ফলে উন্নত গ্রাফিকসের গেম খেলার পাশাপাশি স্বাচ্ছন্দ্যে ছবি ও ভিডিও দেখা সম্ভব। পানি ও ধুলা প্রতিরোধক সুবিধা থাকায় ভিজলে নষ্ট হয় না, ধুলাও জমে না ফোনটিতে। সহজে বহনযোগ্য চার্জিং কেস থাকায় চলতি পথে সহজেই ফোনটি চার্জ করা যায়।

হেলিও জি ৫০ আলটিমেট প্রসেসর সুবিধার ফোনটির সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ও পেছনে এলইডি ফ্ল্যাশযুক্ত ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ফলে কম আলোতেও ভালো মানের ছবি তোলা যায়। চার্জিং কেসসহ ও ছাড়া ফোনটির দাম যথাক্রমে ১১ হাজার ৯৯০ টাকা ও ১০ হাজার ৯৯০ টাকা।

সম্পর্কিত নিবন্ধ