দেশীয় কসমেটিকস বা প্রসাধনী, হোমকেয়ার ও স্কিনকেয়ার বা ত্বকের পরিচর্যায় ব্যবহৃত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের লিলি ব্র্যান্ডের পণ্য নকল করে একটি অসাধু চক্র ধরা পড়েছে। দেশে পণ্যের মান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরিচালিত মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত এই চক্রকে জরিমানা ও তা অনাদায়ে কারাদণ্ড দিয়েছেন।

বিএসটিআই সূত্রে জানা গেছে, লিলিসহ অন্য কিছু ব্র্যান্ডের পণ্য নকল করে বাজারজাত করার খবর পেয়ে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহারের নেতৃত্বে একটি দল সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ী এলাকার দনিয়ায় মাদ্রাসা রোডের মায়ের দোয়া কনজ্যুমার ইন্ডাস্ট্রিজে অভিযান চালায়। এ সময় বিএসটিআইয়ের কর্মকর্তারা লিলির পাশাপাশি অন্য কিছু ব্র্যান্ডের পণ্যও উদ্ধার করেন।

বিএসটিআই জানায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী দল বিএসটিআইয়ের লাইসেন্সসহ প্রয়োজনীয় নথিপত্র চাইলে মায়ের দোয়া কনজ্যুমার ইন্ডাস্ট্রিজ তা দেখাতে পারেনি। তারা অবৈধভাবে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য উৎপাদনের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। সে জন্য অসাধু ব্যবসায়ী মিজানুর রহমানকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অবৈধভাবে পণ্য উৎপাদন, বিক্রি ও বাজারজাত করার অপরাধে এ শাস্তি দেওয়া হয়। এ ছাড়া অবৈধ মালামাল জব্দ ও ধ্বংস করেন বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। বিএসটিআইয়ের কর্মকর্তারা জানান, নকল পণ্য উৎপাদন ও বিপণন রোধে এ ধরনের অভিযান জোরদার করা হবে।

এদিকে নকল পণ্য উৎপাদনকারীকে শাস্তি দেওয়ায় বিএসটিআইকে ধন্যবাদ জানিয়েছেন লিলি ব্র্যান্ডের পণ্য উৎপাদনকারী রিমার্ক-হারল্যানের পরিচালক চিত্রনায়ক শাকিব খান। তিনি বলেন, ‘জনগণকে অথেন্টিক পণ্য পৌঁছে দিতে আমরা কাজ করছি। কিছু অসাধু চক্র মানহীন ভেজাল পণ্য বাজারে ছাড়ার চেষ্টা করেছিল। বিএসটিআই তা রুখে দিয়েছে।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যশোরে শিশুকন্যার গলায় ছুরি ধরে মাকে ধর্ষণের চেষ্টা

যশোরে চার বছর বয়সী কন্যার গলায় ছুরি ধরে মাকে ধর্ষণের চেষ্টা করেছে তিন দুর্বৃত্ত। পরে ওই নারীর চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত নারীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (১৬ মার্চ) রাতে যশোর শহরতলীর বিরামপুরে এই ঘটনা ঘটে। 

ওই নারীর স্বজনরা জানিয়েছেন, আলমগীর নামে এক প্রতিবেশির ছেলে হাসান ওই নারীর ছোট ভাইয়ের বন্ধু। সে সুবাদে মাঝেমধ্যে তার বোনের বাড়িতে আসতো। রবিবার সন্ধ্যার পর হাসান ওই নারীর (২৬) ঘরে নিজের মোবাইল ফোন চার্জ দিয়ে যায়। রাত সাড়ে আটটার দিকে আরও দুজনকে নিয়ে হাসান ওই বাসায় যায়। এসময় ওই নারী রান্না করছিলেন। দুর্বৃত্তরা ঘরে ঢুকে তার চার বছর বয়সী কন্যার গলায় ছুরি ধরে ওই নারীকে ধর্ষণে উদ্যত হলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এসময় ওই নারী চিৎকার করতে থাকলে দুর্বৃত্তরা তার মুখে কাপড় ঢুকিয়ে দেয়। এক পর্যায়ে এলাকাবাসী ছুটে আসলে ওই নারীর বাঁ হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এলাকাবাসী ওই নারীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

যশোর কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল হাসপাতালে বলেন, “ঘটনার সময় তিনজন ছিল বলে ওই নারী জানিয়েছেন। এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। পুলিশ অপরাধীদের ধরতে মাঠে নেমেছে।”

ঢাকা/রিটন/টিপু 

সম্পর্কিত নিবন্ধ