ন্যাশনাল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
Published: 12th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৪০ ও ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার একটি কনভেনশন সেন্টারে ব্যাংকের চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও পরিচালক জাকারিয়া তাহের, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মুখলেসুর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মোঃ আব্দুস সাত্তার সরকার, স্বতন্ত্র পরিচালক মোঃ জুলকার নায়েন, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড.
সভায় ২০২২ ও ২০২৩ সমাপনী বছরের আর্থিক বিবরণী, নিরীক্ষক নিয়োগসহ নির্ধারিত আলোচ্য সূচিসমূহ অনুমোদিত হয়।
এসময় ব্যাংকের শেয়ারহোল্ডারগণ ভার্চুয়ালের পরিবর্তে ফিজিক্যালি সভা আয়োজন করায় পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
শেয়ারহোল্ডারগণ প্রত্যাশা ব্যক্ত করেন যে, অচিরেই ন্যাশনাল ব্যাংক ঘুরে দাঁড়াবে ও পরবর্তী বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদান করতে সক্ষম হবে।
এছাড়া সভায় কোম্পানি আইন ১৯৯৪-এর ২০২০ সালের সংশোধনী অনুযায়ী ব্যাংকের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুসারে, ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এর পরিবর্তে ন্যাশনাল ব্যাংক পিএলসি নামকরণ করা হবে।
সংশ্লিষ্ট সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নাম পরিবর্তনের আনুষ্ঠানিকতা কার্যকর করা হবে।
বিএইচ
উৎস: SunBD 24
এছাড়াও পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে এস আলম কোল্ড
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৯ থেকে ১৩ মার্চ) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্য প্রকৗশল খাতে তালিকাভুক্ত কোম্পানি এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।
শনিবার (১৫ মার্চ) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩২.৩৪ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ২০.১০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২৬.৬০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম লাইফ ইন্স্যুরেন্সেরর ২১.৯৭ শতাংশ, শ্যামপুর সুগার মিলসের ২১.৬১ শতাংশ, শাইন পুকুর সিরামিকসের ১৬.৯৬ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৬.৬৭ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ১৫.৫৬ শতাংশ, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রোর ১৩.২৮ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১২.৫০ শতাংশ, জিল বাংলার ১০.৯০ শতাংশ ও হাক্কানী পাল্পের ১০.৭৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।
ঢাকা/এনটি/ইভা