গদখালীতে ফুল চাষের জনক শের আলী আর নেই
Published: 12th, February 2025 GMT
যশোরের গদখালীর ফুল চাষের জনক শের আলী সরদার (৭৫) আর নেই।
বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোরে ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘মাস দুয়েক আগে তার ব্রেইন স্ট্রোক হয়। বেশ কিছুদিন খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর সেখান থেকে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।”
শের আলী সরদারকে বলা হয় গদখালীর ফুলচাষের জনক। পানিসারা গ্রামের বাসিন্দা শের আলীর হাত ধরে বাংলাদেশে প্রথম বাণিজ্যিক ফুল চাষের সূচনা হয়। ১৯৮২ সালে ৩০ শতক জমির ওপর রজনীগন্ধা ফুলের চাষ করে নিজ গ্রামসহ সারা দেশে ফুল চাষে উৎসাহিত করেন তিনি।
বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম জানান, বর্তমানে যশোরের প্রায় ছয় হাজার কৃষক ফুল চাষে জড়িত। দেশের বিভিন্ন বাজারে ফুলের চাহিদার প্রায় ৭০ শতাংশ মেটায় যশোর জেলার বিভিন্ন গ্রাম থেকে যাওয়া ফুল।
বুধবার আসর নামাজের পর ‘ফুল সাম্রাজ্য’ খ্যাত পানিসারার হাড়িয়া মোড়ে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন শের আলী সরদার।
ঢাকা/রিটন/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৫ মার্চ ২০২৫)
মেয়েদের আইপিএলের ফাইনাল আজ। রাতে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখের ম্যাচ।ঢাকা প্রিমিয়ার লিগ
মোহামেডান–লিজেন্ডস অব রূপগঞ্জ
সকাল ৯টা, টি স্পোর্টস
আবাহনী–ব্রাদার্স ইউনিয়ন
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
প্রাইম ব্যাংক–গাজী গ্রুপ
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল
ফাইনাল
দিল্লি ক্যাপিটালস-মুম্বাই ইন্ডিয়ানস
রাত ৮টা, স্টার স্পোর্টস ১
ইউনিয়ন বার্লিন–বায়ার্ন মিউনিখ
রাত ৮–৩০ মি., সনি স্পোর্টস টেন ২
লাইপজিগ–বরুসিয়া ডর্টমুন্ড
রাত ১১–৩০ মি., সনি স্পোর্টস টেন ২
ম্যানচেস্টার সিটি–ব্রাইটন
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
এভারটন–ওয়েস্ট হাম
রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২
বোর্নমাউথ–ব্রেন্টফোর্ড
রাত ১১–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
ভিয়ারিয়াল–রিয়াল মাদ্রিদ
রাত ১১–৩০ মি., জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট
আল তাউন–আল হিলাল
রাত ১টা, সনি স্পোর্টস টেন ৫