স্বজনদের ভর্তি পরীক্ষা থাকলে শিক্ষক-কর্মকর্তাদের জবিতে প্রবেশে নি
Published: 12th, February 2025 GMT
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি পরীক্ষায় যেসব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান ও আত্মীয়-স্বজন অংশগ্রহণ করবে, তাদের ক্যাম্পাসে অবস্থান না করতে নির্দেশনা জারির করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) জবি রেজিস্ট্রার অধ্যাপক মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ‘এ’, ‘বি’, ‘সি’ এবং ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় যেসব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান ও আত্মীয়-স্বজন অংশগ্রহণ করবে, তাদের সংশ্লিষ্ট শিফটে প্রত্যবেক্ষণ বা অন্যান্য দায়িত্ব পালন করা থেকে বিরত থাকতে হবে। একইসঙ্গে তাদের ক্যাম্পাসে অবস্থান না করতে বিশেষভাবে অনুরোধ করা হলো।
এ বিষয়ে রেজিস্টার অধ্যাপক গিয়াস উদ্দিন বলেন, “জবি ক্যাম্পাসটি অনেক ছোট। এখানে তিন শিফটে পরীক্ষা হবে। আমরা নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী যেসব শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের সন্তান-সন্ততি বা আত্মীয়-স্বজন ভর্তি পরীক্ষা দেবেন, তারা ভর্তি পরীক্ষার কোন দায়িত্ব পালন অথবা ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন না।"
তিনি বলেন, “এ সময় তারা অবস্থান করলে বিশ্ববিদ্যালয়ের আইন পরিপন্থী হিসেবে বিবেচনা করা হবে।”
ঢাকা/লিমন/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর অবস থ ন পর ক ষ
এছাড়াও পড়ুন:
সাঈদ খোকন ও তাঁর স্বজনদের নামে থাকা ৭৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন, তাঁর মা শাহানা হানিফ, স্বজন ফারহানা সাঈদ ও জাবেদ আহমেদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ সোমবার এ আদেশ দেন।
এর আগে সাঈদ খোকন, তাঁর স্ত্রী ফারহানাসহ অন্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করে দুদক। তাতে বলা হয়, সাঈদ খোকন, শাহানা হানিফ ও জাবেদ আহমেদের ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন রয়েছে। সাঈদ খোকন ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। তাঁদের ব্যাংক হিসাব থেকে অর্থ হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করা হচ্ছে বলে দুদক জানতে পেরেছে। শুনানি নিয়ে আদালত সাঈদ খোকন, তাঁর মা, স্ত্রীসহ অন্যদের নামে থাকা ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।
এর আগে গত ২৩ ডিসেম্বর সাঈদ খোকন, তাঁর মা শাহানা হানিফ, স্বজন ফারহানা সাঈদ ও জাবেদ আহমেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।
সাঈদ খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম মেয়র ছিলেন। তিনি ঢাকা–৬ আসনের সাবেক সংসদ সদস্য।