নানা বাড়ি যাওয়া হলো না শিশু রোহানের
Published: 12th, February 2025 GMT
কিছুদিন আগে নানার বাড়িতে যাওয়ার জন্য মায়ের সঙ্গে বায়না ধরেছিল শিশু রোহান মিয়া (৯)। কিন্তু, পারিবারিক কাজের চাপে ছেলেকে নিয়ে যেতে পারছিলেন না মোসলেমা বেগম। অবশেষে জেদ সহ্য করতে না পেরে ছেলেকে নিয়ে চার্জার ভ্যানযোগে বাবার বাড়িতে (শিশুটির নানার বাড়ি) রওনা দেন তিনি। কিন্তু, নানার বাড়িতে আর যাওয়া হয়নি তার। পিকনিক বাসের ধাক্কায় পিষ্ট হয়ে লাশ হয়ে ফিরেছে বাড়িতে।
বুধবার দুপুরে লালবাগ-ভেন্ডাবাড়ি জেলা সড়কের রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়নের শাল্টিপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা যায়, নিহত শিশুর নাম মো.
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর ইউনিয়নের শাল্টিপাড়া গ্রাম থেকে পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ীর চেতনাপাড়ায় চার্জার ভ্যানে যাচ্ছিলেন মোসলেমা। পথে উপজেলার রাঙ্গাপুকুর এলাকায় ভেন্ডাবাড়ি থেকে রংপুরগামী একটি পিকনিক বাস সামনে এসে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। আহত ওই ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিঠাপুকুর থানার ওসি আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রোহানের বাবা আক্তারুল ইসলাম কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘ম্যালা সখ করি ছনলটাক (ছেলেকে) হাফিজিয়া মাদ্রাসায় দিছনু। মানুষ করমো। হামার সখ কোটে গেলো? মোর ছইল কোটে গেলো?’
শিশুটির দাদা রাজা মিয়া বলেন, ‘মোর একটায় নাতী। দিন-আইত (রাত) মোরে কাছে আছিলো (ছিল)। দাদা দাদা কয়া ডাকছিল। আইজ থাকি আর কে মোক দাদা কয়া ডাকপে’?
উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন উপজ ল র
এছাড়াও পড়ুন:
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম, আইইএলটিএস ছাড়াই আবেদন
দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম (The Aspire Leaders Program 2025) একটি নেতৃত্ব উন্নয়নের প্রোগ্রাম। হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের একটি প্রোগ্রাম যা বিশ্বব্যাপী সুবিধাবঞ্চিত যুবকদের জীবন পরিবর্তন ও তাঁদের সম্প্রদায়কে প্রভাবিত করতে সক্ষম। হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকেরা ২০১৭ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এটি প্রতিষ্ঠা করেন। অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রামে আবেদন চলছে।
এ প্রোগ্রামে তিনটি মডিউল আছে। বিদেশি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত নেতৃত্বের এই প্রোগ্রাম ৮ সপ্তাহের। এ প্রোগ্রামের অন্যতম সুবিধা হলো আইইএলটিএস ছাড়াই সম্পূর্ণ অর্থায়নের এ প্রোগ্রামে আবেদনের সুযোগ পাবেন আগ্রহী শিক্ষার্থীরা। কোনো শিক্ষার্থী বাড়িতে বসেই আন্তর্জাতিক শিক্ষা ও নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করতে চাইলে সম্পূর্ণ অর্থায়িত এ প্রোগ্রামে অংশ নিতে পারেন।
আরও পড়ুনবিনা মূল্যে আইটি প্রশিক্ষণে নতুন বিজ্ঞপ্তি, ২ লাখ টাকার কোর্স শেষে কর্মসংস্থান, যাদের সুযোগ২১ ঘণ্টা আগেআন্তর্জাতিক প্রশিক্ষণ প্রোগ্রামটিক আগে ‘ক্রসরোডস ইমার্জিং লিডারস’ প্রোগ্রাম নামে পরিচিত ছিল। আন্তর্জাতিক শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনা মূল্যের অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশসহ বিশ্বের নানা দেশের সামাজিক ও আর্থিক প্রতিকূলতা নিয়ে বেড়ে ওঠা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ এপ্রিল।
১৮ থেকে ২৯ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তরপড়ুয়া কিংবা শেষ করেছেন এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।