বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রচারণা চালিয়েছে বিএনপি। বুধবার (১২ ফেব্রুয়ারি) বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এ প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী এলাকার মুজাফফর আলী প্রধান মার্কেটে আলোচনা সভার মাধ্যমে এ প্রচারণা করেন। 

কুমিল্লা পলিটেকনিক্যাল শাখার সাবেক ছাত্রদলের আহবায়ক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরে ইয়াসিন নোবেল। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ  উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি  আফজাল  হোসেন, যুগ্ম আহবায়ক আশরাফ মোল্লা,বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপি সাবেক সজ-সভাপতি  সিদ্দিক মেম্বার, বৈদ্যের বাজার ইউনিয়ন যুবদল নেতা রবিউল হাসানসহ প্রমুখ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ

এছাড়াও পড়ুন:

কমিটি নিয়ে বৈষম্যের অভিযোগ

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। সদ্য ঘোষিত ২৮৪ সদস্যের এ কমিটি নিয়ে বৈষম্য করা হয়েছে অভিযোগ করে পদবঞ্চিতরা ঢাকা-রাজশাহী-রংপুর মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাদের এ কর্মসূচিকে বাড়াবাড়ি বলে মন্তব্য করেছেন কমিটির সদস্যরা।

গত ৮ ফেব্রুয়ারি রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে সিরাজগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত চিঠিতে ২৮৪ সদস্যের এ কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে সজীব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হোসেন রিপনকে মুখ্য সংগঠক ও টি এম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়। এর পর থেকে এ কমিটি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

গত ৯ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে শহরে পদবঞ্চিত সমন্বয়ক মুন্তাসির মেহেদী হাসানের নেতৃত্বে সংবাদ সম্মেলন করে ঘোষিত কমিটি বাতিলের দাবি করা হয়। মুন্তাসির মেহেদী হাসান অভিযোগ করে বলেন, ঘোষিত কমিটিতে ছাত্রলীগের নেতাকর্মীকে পদ দেওয়া হয়েছে। আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা অনেকেই বাদ পড়েছেন। বিকেল সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বরে মহাসড়ক অবরোধ করেন তারা। গত সোমবার দুপুরে একই স্থানে মহাসড়ক অবরোধ করা হয়। এদিকে বিকেলে কমিটিকে স্বাগত জানিয়ে শহরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে একটি পক্ষ। এর আগে পদবঞ্চিতদের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করেছেন তারা।

জানতে চাইলে নবনির্বাচিত আহ্বায়ক সজীব সরকার বলেন, ৬ মাসের জন্য জেলা, ৯টি উপজেলা ও থানার সমন্বয়ে আহ্বায়ক কমিটি করা হয়েছে। এ কমিটির নেতৃত্বে উপজেলা, থানা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের পর সম্মেলনের মাধ্যমে জেলার পূর্ণাঙ্গ কমিটি করা হবে।

অভিযোগের বিষয়ে সজীব সরকার বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে ছাত্রদল, শিবিরসহ বিভিন্ন সংগঠনের ছাত্র প্রতিনিধিরা একসঙ্গে আন্দোলন করেছি। সরকার পতনের পর সবাই যার যার সংগঠনে ফিরে গেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বে দিতে চাইলে অন্য কোনো সংগঠনে যুক্ত থাকার সুযোগ নেই। যারা পদবঞ্চিত হয়েছেন, তাদের মধ্যে অনেকেই দুই সংগঠনের সঙ্গে যুক্ত। এ ছাড়াও যাদের বিরুদ্ধে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তারাও কমিটিতে পদ পাননি। কিছু ছাত্র প্রতিনিধি বাদ পড়েছেন, যারা উপজেলা, থানা ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কমিটিগুলোতে স্থান পাবেন।’ 

সদস্য সচিব মেহেদী হাসান বলেন, কোনো সংগঠনের কমিটি বাতিলের জন্য মহাসড়ক অবরোধ হাস্যকর ও বাড়াবাড়ি ছাড়া আর কিছু না। তারা নবগঠিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করছে, যা অনভিপ্রেত। ছাত্রলীগের নেতাকর্মী কমিটিতে স্থান পাওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, প্রমাণ করতে পারলে ব্যবস্থা নেওয়া হবে।

পদবঞ্চিত মুন্তাসির মেহেদী হাসান বলেন, বৈষম্যমূলক পকেট কমিটি করায় জেলা ও উপজেলা পর্যায়ের অনেক প্রতিনিধি আন্দোলন করছেন। এরই মধ্যে ঘোষিত কমিটি থেকে ৫৩ জন পদত্যাগ করেছেন। যার কপি দ্রুত কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হবে। চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, মুখে অভিযোগ করলে হবে না। প্রমাণ দিতে হবে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করেছিল। এর পর ঘণ্টাখানেক বিরতি দিয়ে আবারও অবরোধ শুরু করে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ে।

সম্পর্কিত নিবন্ধ